Class-6 History Third terminal examinations

   Third Terminal examinations 

       Class-6 ( History ) 

  তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 

        ইতিহাস (ষষ্ঠ শ্রেণি)


১) সুদর্শন হ্রদ কে নির্মাণ করেছিল 

উঃ পুষ্যগুপ্ত।

২) গাথা সপ্তশতি কার লেখা 

উঃ হাল।

৩) একটি প্রাকৃত ভাষায় লেখা গ্রন্থের নাম লেখ?

উঃ হালের গাঁথা সপ্তসতী।

৪) কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে?

উঃ বিম কদফিসেস।

৫) কুশান বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?

উঃ কনিষ্ক।

৬) কনিষ্ক কবে সিংহাসনে আহরণ করেন?

উঃ ৭৮ খ্রিস্টাব্দে।

৭) কবে থেকে শকাব্দ গণনা শুরু হয় ?

উঃ ৭৮ খ্রিস্টাব্দে।

৮) কনিষ্কের রাজধানী কোথায়?

উঃ পুরুষপুর।

৯) কনিষ্কের পরে কারা সিংহাসনে বসে?

উঃ বাসিষ্ক ও হুবিষ্ক।

১০) হাতিগুম্ফা শিলালেখ থেকে কার সম্পর্কে জানা যায় ?

উঃ খারবেল।

১১) ভারতবর্ষ শব্দটি কোন শিলা লেখ থেকে পাওয়া যায়?

উঃ হাতিগুম্ফা শিলালেখ।

১২) মহা ক্ষত্রপ উপাধি কে ধারণ করেছিলেন ?

উঃ রুদ্রদামন।

১৩) সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি?

উঃ গৌতমী পুত্র সাতকর্নি।

১৪) প্রাচীন চীনের সম্রাটরা নিজে নিজেদেরকে_________ পুত্র বলে ভাবতেন। 

উঃ দেবতার।

১৫) দম অর্ত কথার অর্থ কি ?

উঃ বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা।

১৬) দমঅর্ত উপাধি কে নিয়েছিলেন ?

উঃ বিম কদফিসেস।

১৭) মহারাজা রাজাধিরাজ দেবপুত্র শাহী উপাধি কে নিয়েছিলেন?

উঃ কনিষ্ক।

১৮) কুষাণ মুদ্রায় সম্রাটের মাথার পিছনে এক রকমের________ দেখা যায়।

উঃ জ্যোতির্বলয়।

১৯) সব মানুষের কোনো না কোনো সংস্কৃতি থাকে।

উঃ সত্য।

২০) ঋকবেদে কোথাও বাল্যবিবাহ প্রথা নেই।

উঃ সত্য।

২১) সামবেদ গানের মত সুর করে গাওয়া হত ।

উঃ সত্য।

২২) নালন্দা মহাবিহার এ যে কোন বর্ণ ও ধর্মের ছাত্ররা পড়তে পারতো ।

উঃ সত্য।

২৩) গাথা সপ্তসতী গ্রন্থটি পালি ভাষায় লেখা ।

উঃ সত্য।

২৪) অগ্রহার ব্যবস্থার ফলে কৃষিকাজ কমেছিল।

উঃ মিথ্যা।

২৫) কাথিয়াবাড়ে সুদর্শন হ্রদ নির্মাণ করেন__________। 

উঃ পুষ্যগুপ্ত।

২৬) গান্ধার মহাজনপদের রাজধানী ছিল________।

উঃ তক্ষশীলা।

২৭) ঋকবেদের ভাষা ছিল_________।

উঃ সংস্কৃত।

২৮) অষ্টাধ্যয়ী রচনা করেন_________।

উঃ পানিনি।

২৯) বৌদ্ধরা ধর্মীয় সাহিত্যে __________ ভাষার ব্যবহার করত।

উঃ পালি।

৩০) মহাভাষ্য রচনা করেন কে

উঃ পতঞ্জলি।

৩১) প্রাচীন ভারতীয় সমাজে উপবেদ বলা হতো কোন জ্ঞানশাস্ত্রকে?

উঃ চরক সংহিতা ও সুশ্রুত সংহিতা।

৩২) ইন্দো গ্রীক রাজাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন কে?

উঃ মিনান্দার।

৩৩) খ্রিস্টপূর্ব কোন শতকের পর থেকে গবাদি পশু বলি কমতে থাকে?

উঃ খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের পর থেকে।

৩৪) তক্ষশীলা কোন মহাজনপদের রাজধানী ছিল?

উঃ গান্ধার।

৩৫) হর্ষচরিত কার লেখা?

উঃ বানভট্ট।

৩৬) সমুদ্রগুপ্ত আর্যাবর্তের কতজন শাসক কে পরাজিত করেন?

উঃ ৯ জন।

৩৭) এলাহাবাদ প্রশস্তি কার লেখা? লেখাটিতে কার গুণগান করা হয়েছে?

উঃ হরি সেন এতে সমুদ্রগুপ্তের গুণগান করা হয়েছে।

৩৮) মৌর্য আমলে প্রচলিত দু'রকমের ভূমি রাজস্বের নাম লেখ?

উঃ ভাগ ও বলি।

৩৯) ত্রিপিটক কি? কোন ভাষায় লেখা ?

উঃ বৌদ্ধদের ধর্মগ্রন্থ ।ইহা পালি ভাষায় লেখা। 

৪০) চতুর্থী বৌদ্ধ সঙ্গীতী কার আমলে কোথায় হয়েছিল?

উঃ কনিষ্কের আমলে কাশ্মীরে হয়েছিল।

৪১) মুদ্রারাক্ষস কার রচনা? 

উঃ বিশাখদত্ত।

৪২) দশকুমারচরিত কোন ভাষায় লেখা? লেখকের নাম কি ?

উঃ সংস্কৃত ভাষায় লেখা। ইহা দ্বন্ডী রচনা করেছেন।

৪৩) মৃচ্ছকটিক ও রত্নাবলী কার লেখা?

উঊমৃচ্ছকটিক - শূদ্রক। রত্নাবলী - হর্ষবর্ধন।

৪৪) আলতামিরা গুহা কোন দেশে অবস্থিত ?

উঃ স্পেনে অবস্থিত।

৪৫) প্রাচীন ভারতের প্রথম কোথায় নগরায়ন হয়েছিল?

উঃ হরপ্পা সভ্যতায়।

৪৬) গান্ধার মহাজনপদের রাজধানী কোথায় ছিল?

উঃ তক্ষশীলা।

৪৭) গুপ্ত যুগের পরবর্তীকালে হাতে খড়ির অনুষ্ঠানকে কি বলা হত?

উঃ বিদ্যারম্ভ।

৪৮) ঋকবেদের ভাষাকে কি বলা হত?

উঃ ছন্দ বা ছান্দস।

৪৯) অষ্টাধ্যায়ী রচনা করেছিলেন কে?

উঃ পানিনি।

৫০) ছন্দস ভাষা ভেঙে কোন ভাষা তৈরি হয়?

উঃ পালি।

৫১) জৈন ধর্মের ভাষা কি ভাষায় লেখা?

উঃ প্রাকৃত।

৫২) বৌদ্ধ ধর্মের ভাষা কি নামে পরিচিত?

উঃ পালি।

৫৩) অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে?

উঃ কৌটিল্য।

৫৪) মোগলমারি বৌদ্ধ বিহার কোথায় অবস্থিত?

উঃ পশ্চিম মেদিনীপুরের দাঁতন শহরে।

৫৫) মোগলমারি বৌদ্ধ বিহার কে আবিষ্কার করেন?

উঃ অশোক দত্ত।

৫৬) প্রাচীন ভারতীয় উপমহাদেশে কয় প্রকার লিপি প্রচলিত ছিল ও কি কি?

উঃ দুই প্রকার - খরোষ্ঠী লিপি ও ব্রাম্ভি লিপি। 

৫৭) খরোষ্ঠী লিপি ও ব্রাম্ভি লিপির কি বৈশিষ্ট্য ছিল ?

উঃ খরোষ্ঠী লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। 

 আর ব্রাম্ভীলিপি বাঁ দিক থেকে ডান দিকে লেখা হতো।

৫৮) রামায়ণের রচয়িতার নাম কি?

উঃ মহাকবি বাল্মিকী।

৫৯) রামায়ণের কতগুলি শ্লোক আছে?

উঃ চব্বিশ হাজার।

৬০) রামায়ণের কটি কাণ্ড আছে?

উঃ সাতটি।

৬১) রামায়ণের প্রধান চরিত্র কারা?

উঃ রাম, সীতা , রাবণ।

৬২) রামায়ণের রচনাকাল নির্ণয় কর?

উঃ খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে খ্রিস্টীয় দ্বিতীয় শতকের আগেই রামায়ণ রচনা হয়েছিল বলে মনে করা হয়। 

৬৩) মহাভারতের রচয়িতা কে?

উঃ ব্যাসদেব।

৬৪) পঞ্চম বেদ কোন গ্রন্থকে বলা হয়?

উঃ মহাভারত।

৬৫) মহাভারতের স্তর ও শ্লোক সংখ্যা লেখ?

উঃ মহাভারত তিনটি স্তরে রচিত, যথা -

     ক) জয়- ৮৮০০ শ্লোক।

      খ) ভারত - ২৪০০০ শ্লোক।

      গ) মহাভারত - এক লক্ষ শ্লোক।

৬৬) মহাভারতের মূল বিষয় কি?

উঃ কৌরব ও পাণ্ডবদের মধ্যে সিংহাসন দখলের লড়াই।

৬৭) মহাভারতে কোন কোন বিষয়ে আলোচিত হয়েছে?

উঃ ভূগোল, রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান, দর্শন প্রভৃতি।

৬৮) মহাভারতের কটি পর্ব আছে?

উঃ ১৮টি পর্ব।

৬৯) আমাদের মহাকাব্য দুটির নাম কি?

উঃ রামায়ণ ও মহাভারত।

৭০) নাট্যশাস্ত্র গ্রন্থটি কার লেখা?

উঃ ভরত মুনি।

৭১) মহাভাষ্যকার কে ছিলেন?

উঃ পতঞ্জলি।

৭২) গাথা সপ্তসতী কার লেখা ও কোন ভাষায় লেখা

উঃ সাতবাহন রাজা হালের লেখা। ইহা প্রাকৃত ভাষায় লেখা একটি বিখ্যাত কবিতা গ্রন্থ।

৭৩) মাদুরাই নগরীতে যে তিনটি সাহিত্য সম্মেলন হয়েছিল তা কি নামে পরিচিত

উঃ সঙ্গম।

৭৪) কোন সাহিত্য সঙ্গম সাহিত্য নামে পরিচিত

উঃ তামিল সাহিত্য।

৭৫) প্রাচীন ভারতের দুটি চিকিৎসা গ্রন্থের নাম লেখ

উঃ চরক সংহিতা ও সুশ্রুত সংহিতা।

৭৬) উপবেদ কাকে বলা হতো 

উঃ চরক সংহিতা ও সুশ্রুত সংহিতা নামক চিকিৎসা গ্রন্থকে উপবেদ বলা হত।

৭৭) পুরান সংখ্যায় কটি

উঃ 18 টি।

৭৮) বুদ্ধচরিত গ্রন্থটি কার লেখা

উঃ অশ্বঘোষ।

৭৯) মৃচ্ছকটিকম নাটকটি কার লেখা

উঃ শূদ্রক।

৮০) মৃচ্ছকটিকাম শব্দের অর্থ কি

উঃ মাটির তৈরি ছোট গাড়ি।

৮১) মুদ্রারাক্ষস নাটকটি কার লেখা

উঃ বিশাখ দত্ত।

৮২) বিশাখ‌ দত্তের লেখা দুটি গ্রন্থের নাম লেখ 

উঃ মুদ্রারাক্ষস ও দেবীচন্দ্রগুপ্ত।

৮৩) হর্ষবর্ধন কটি নাটক লিখেছিলেন কি কি

উঃ তিনটি - প্রিয়দর্শিকা, নাগানন্দ, রত্নাবলী।

৮৪) দশকুমারচরিত গ্রন্থটি কার লেখা

উঃ দন্ডী।

৮৫) তামিল ভাষায় রামায়ণ কি নামে পরিচিত

উঃ কম্বরামায়ণ।

৮৬) দুটি তামিল মহাকাব্যের নাম লেখ

উঃ মনিমেখলাই শিলপাদিকারম।

৮৭) পঞ্চতন্ত্র কার লেখা? এটি কোন ভাষায় লেখা

উঃ বিষ্ণু শর্মা। এটি সংস্কৃত ভাষায় লেখা একটি গ্রন্থ।

৮৮) কালিদাসের লেখা গ্রন্থগুলির নাম লেখ

উঃ মহাকাব্য - রঘুবংশম, কুমারসম্ভাবন।

গীতিকাব্য‌- মেঘদুত।

 নাটক - অভিজ্ঞানশকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম।

৮৯) চরক সংহিতায় প্রায় _________অবধি গাছপালার কথা আছে।

উঃ ৭০০।

৯০) একটি আদর্শ হাসপাতাল কেমন হওয়া উচিত তার বিবরণ পাওয়া যায় কোন গ্রন্থে

উঃ চরক সংহিতায়।

৯১) শূন্যের আবিষ্কার কে করেছিলেন

উঃ আর্যভট্ট।

৯২) সূর্যসিদ্ধান্ত ও পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থ দুটি কার লেখা

উঃ বরাহমিহির।

৯৩) সারনাথ ও সাঁচিস্তুপ কার আমলে নির্মাণ হয়েছিল

উঃ অশোক।

৯৪) কোন যুগে গান্ধার শিল্পের উন্নতি চরমে উঠেছিল

উঃ কুষাণ যুগে।

৯৫) তরণ কাকে বলে 

উঃ গৌতম বুদ্ধ তার দেহাবশেষের উপরে স্তূপ বানানোর নির্দেশ দিয়েছিলেন। মৌর্য যুগের পরবর্তীকালে সেই স্তুপের সংখ্যা বেড়ে যায়। স্তূপের চারিদিকে চারটি বড় দরজা থাকতো। সেগুলোকে তরণ বলা হয়।

৯৬) স্তুপের সঙ্গে সঙ্গে বানানো হতো_________।

উঃ চৈত্য।









Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)