Posts

Showing posts with the label বাচ্য ও বাচ্য পরিবর্তন
      বাচ্য ও বাচ্য পরিবর্তন  ১) বাচ্য কথার অর্থ কি ? উঃ বাচনভঙ্গি ২) বাচ্য শব্দের প্রত্যয় লেখ। উঃ বচ্ + য  = বাচ্য ৩) বাংলা বাক্যের ক্রম অনুযায়ী উপাদানগুলি লেখ। উঃ কর্তা - কর্ম - ক্রিয়া। ৪) বাচ্য কাকে বলে ? উঃ বাক্যের বাচনভঙ্গি অনুযায়ী কর্তা,কর্ম ও ক্রিয়াপদের প্রাধান্য অনুযায়ী ক্রিয়াপদের রূপের যে পরিবর্তন হয় তাকে বাচ্য বলে।  ৫) বাচ্যের প্রকারভেদগুলি লেখ। উঃ বাংলা ব্যাকরণ অনুসারে বাচ্য চার প্রকার - কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য ও কর্মকর্তৃবাচ্য। ৬) কর্মবাচ্যের কর্মে কোন বিভক্তি হয়? উঃ শূন্য বিভক্তি। ৭) ক্ষেত্রবিশেষে কর্তৃস্থানীয় কর্মে কোন বিভক্তি হয় ? উঃ কে - বিভক্তি।  উদাহরণ - যদুকে ডাকা হোক। ৮) কর্তৃবাচ্য কাকে বলে ? উঃ যে বাচ্যে কর্তাই প্রধান এবং ক্রিয়াপদের পরিবতর্ন ঘটে কর্তা অনুযায়ী, তাকে কর্তৃবাচ্য বলে। ৯) কর্মবাচ্যের সংজ্ঞা লেখ। উঃ যে বাচ্যে কর্মের প্রাধান্য থাকে,ক্রিয়া কর্মের অনুগামী হয়ে কর্মের পুরুষ অনুযায়ী রূপের পরিবর্তন ঘটে, তাকে কর্মবাচ্য বলে। ১০) কর্মবাচ্যের একটি লক্ষণ লেখ। উঃ মূল ক্রিয়াপদটি ক্ত, ইত ইত্যাদি প্রত্যয়যুক্ত ব...