আত্মকথা - রামকিঙ্কর বেইজ
আত্মকথা রামকিঙ্কর বেইজ ১) রামকিঙ্কর বেইজের চিত্রশিল্পে প্রথম বর্ণপরিচয় কিসে হয় ? উঃ ভিসুয়াল আর্ট ২) ছবি আমার তখনই ভালো লাগতো - কার কখন ছবি ভালো লাগতো? উঃ রামকিঙ্কর বেইজের শৈশবে ছবি ভালো লাগার কথা বলা হয়েছে। তিনি বলেছেন, তাদের বাড়ি-ঘরের চারিদিকের দেওয়ালে নানা দেবদেবীর ছবি থাকতো আর সেই দেখেই তিনি কপি করতেন। আর তখনই তার ছবি ভালো লাগতো। ৩) একদিন হঠাৎ বৃষ্টির পরে দেখি মরাম ধুয়ে _______ মাটি বেরিয়ে পড়েছে । উঃ নীল রঙের ৪) লেখকের প্রথম শিল্পের স্কুল বলতে কি ছিল? উঃ বাড়ির পাশে থাকা কুমোর পাড়া ৫) এইগুলি রঙের প্রয়োজন মেটাতো- কিসের কথা বলা হয়েছে ? উঃ গাছের পাতার রস, বাটনা বাটা শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা, মুড়ি-ভাজা খোলার চাঁছা ভুষকালির কথা বলা হয়েছে। ৬) লেখক কি দিয়ে তুলি বানাতেন ? উঃ ছাগলের ঘাড়ের লোম কেটে বাঁশের কাঠির ডগায় বেঁধে তুলে বানাতেন। ৭) ছাত্রাবস্থায় লেখকের প্রতিমাসের কাজ কি ছিল ? উঃ স্কুলের দেওয়ালে আঁকা ছবি ঝোলানো আর পত্রিকায় ছবি দেওয়া। ...