Posts

Showing posts with the label Chandrayaan 3 India

Chandrayaan 3 short question answer

কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩           চন্দ্রযান - 3 (ভারত)    চন্দ্রযান 3 সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সমাধান করা হয়েছে।যে কোনো খুঁটিনাটি প্রশ্ন আপনি বা আপনারা পেয়ে যাবেন। ১) পৃথিবীর কয়টি দেশ মহাকাশযান পাঠিয়েছে ? উঃ ১২ টি  ২) চাঁদে সফল অবতরণকারী দেশ কয়টি ? উঃ ৪টি  ৩) চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের চেষ্টা করেছে মোট কয়টি দেশ ? উঃ ২টি  ৪) চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণকারী দেশের নাম কি?  উঃ ভারত  ৫) চন্দ্রযান -৩ কবে ছাড়া হয় ? উঃ ১৪ জুলাই ২০২৩ ৬) চন্দ্রযান -৩ এর থিম কি ? উঃ সাইন্স অফ দ্য মুন  ৭) চন্দ্রযান -৩ কবে চাঁদে সফলভাবে অবতরণ করে ? উঃ ২৩ আগস্ট ২০২৩  ৮) চন্দ্রযান -৩ মিশনের নেতৃত্ব কে করেন ? উঃ সি ঋতু করিধল ৯) চন্দ্রযান -৩ মিশনের ডাইরেক্টর কে ? উঃ মোহন কুমার  ১০) চন্দ্রযান-৩ এর প্রজেক্ট ডাইরেক্টর কে ছিলেন ? উঃ সি বিরমুথুবেল  ১১) ইসরোর চেয়ারম্যান কে ? উঃ এস সোমানাথ  ১২)  চন্দ্রযান-৩ রোবট গাড়ির গতিবিধির দায়িত্বে ছিলেন কোন বাঙালি বিজ্ঞানী ? উঃ কৃশানু নন্দী  ১৩) চন্দ্রযানের তথ্য সংগ...