দশম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায়
মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা A একটি বাক্যে উত্তর দাও ১) বাঙালি ছানার তৈরি মিষ্টির ব্যবহার শেখে কাদের কাছ থেকে ? উঃ পোর্তুগীজ ২) মোহনবাগান ক্লাব কবে IFA শিল্ড জয় করেছিল ? উঃ ১৯১১ খ্রিস্টাব্দে ৩) ৭০ বৎসর নামক আত্মজীবনী গ্রন্থটি কার লেখা ? উঃ বিপিনচন্দ্র পাল ৪) সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় ? উঃ দিল্লির জাতীয় মহাফেজখানায়। ৫) Twenty two yards two freedom বইটির লেখক কে ? উঃ বোরিয়া মজুমদার ৬) নতুন সামাজিক ইতিহাসে কাদের কথা বলা হয়েছে ? উঃ সাধারণ মানুষ ৭) ভারতীয় ফুটবলের জনক বলা হয় কাকে ? উঃ নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী ৮) জীবনের ঝরাপাতা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল ? উঃ দেশ ৯) জীবনের ঝরাপাতা কার আত্মজীবনী ? উঃ সরলা দেবীচৌধুরানী ১০) ২২ গজের খেলা কাকে বলে ? উঃ ক্রিকেট ১১) জীবনস্মৃতি আসলে কার স্মৃতিকথা ? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর ১২) বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি ? উঃ দিগদর্শন ১৩) ঠুংরি গানের প্রবর্তক কে ? উঃ গোলাম আলী খাঁ ১৪) কাকে কেকের দেশ বলে ? উঃ স্কটল্যান্ড ১৫) স...