প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন First Submative Evaluation class-5

   First Submative Evaluation 

          Class-Five(5)

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন

            পঞ্চম শ্রেণী 

ইতিহাস/History থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের syllabus থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হয়েছে।


#নীচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে দাও

(১) অনেকদিন আগের কথা কিভাবে জানা যায়?

উঃ পুরানো দিনের লেখা পড়ে, ছবি দেখে এবং ইতিহাস বই পড়ে অনেকদিন আগের কথা জানা যায়।

(২) ইতিহাস শুধু মানুষের কথা বলে কেন?

উঃ কারণ মানুষ ছাড়া অন্য কোন প্রাণী পুরনো দিনের কথা জানতে চায় না।

(৩)নদীমাতৃক সভ্যতা কাকে বলে?

উঃ প্রাচীনকালে নদীর ধারেই সভ্যতা গুলো গড়ে উঠেছিল নদী ছিল সেখানকার মানুষের একমাত্র ভরসা এই নদী থেকেই তারা জীবিকা অর্জন করে বেঁচে থাকত নদী ছিল তাদের কাছে মায়ের মত তাই সেই সকল সভ্যতাকে বলে নদীমাতৃক সভ্যতা।

 উদাহরণ :- সুমের সভ্যতা, চীন সভ্যতা, হরপ্পা সভ্যতা প্রভৃতি।

(৪)মরুভূমির লোকেরা কিসে চড়ে যাতায়াত করতেন?

উঃ উটে।

(৫)ভারতীয় উপমহাদেশ কে একসময় কি বলা হত?

উঃ ভারত বর্ষ।

(৬)ভারত শব্দের অর্থ কি?

উঃ ভারত শব্দের একটি অর্থ হল ভারত বর্ষ এবং অন্য অর্থ হলো ভরতের বংশধর।

(৭)কবে ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয়?

উঃ ১৮৫৩ সালে ১৬ই এপ্রিল।

(৮)মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শিখেছিল?

উঃ তামা।

(৯)ভারতবর্ষকে উত্তর ও দক্ষিণ অংশে ভাগ করেছে কোন পর্বত?

উঃ বিন্ধ পর্বত।

(১০)ভারতবর্ষের কোন অঞ্চল কে আর্যাবর্ত বলা হত?

উঃ সাধারণভাবে ভারতের উত্তর দিকে যে অঞ্চলজুড়ে আটজোড়া বসবাস করত সেই অঞ্চলকেই বলা হতো আর্যাবর্ত।

(১১)কুষাণ সম্রাটদের মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন?

উঃ কনিষ্ক।

(১২)কনিষ্কাব্দের অপর নাম কি ?

উঃ শকাব্দ।

(১৩)কনিষ্ক কবে সিংহাসনে বসেন?

উঃ ৭৮ খ্রিস্টাব্দে।

(১৪)হর্ষবর্ধন কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসে ছিলেন?

উঃ ৬০৬ খ্রিস্টাব্দে।

(১৫)আদিম মানুষ প্রথমে কি খেত?

উঃ কাঁচা মাংস ও ফলমূল খেত।

(১৬)আদিম মানুষের প্রথম হাতিয়ার কি ছিল?

উঃ ভোঁতা পাথর।

(১৭)আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার কি?

উঃ আগুন।

(১৮)জাদুঘরে কী কী সংরক্ষণ করে রাখা হয় ?

উঃ মাটির নিচে থেকে পাওয়া পুরানো দিনের বহু প্রত্ন বস্তু, হারিয়ে যাওয়া জীবজন্তুর হাড়, রাজা রানীদের পোশাক, অস্ত্রশস্ত্র, নানারকম মূর্তি, ছবি, বই পত্র প্রভৃতি।

(১৯)আমাদের রাজ্যে কোথায় জাদুঘর আছে?

উঃ কলকাতায়।

(২০)প্রত্নতাত্বিক কাদের বলে?

উঃ মাটির নিচে চাপা পড়ে যাওয়া বিভিন্ন জীবজন্তুদের হার মাথার খুলির কঙ্কাল প্রভৃতি নিয়ে যারা গবেষণা করেন তাদেরকে প্রত্ন তাত্ত্বিক বলে।

(২১)মেহেরগড় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?

উঃ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে।

(২২)মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত?

উঃ বোলান।

(২৩)কবে মেহেরগড় সভ্যতা আবিষ্কার হয়েছিল?

উঃ ১৯৭৪ খ্রিস্টাব্দে।

(২৪)কে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিলেন?

উঃ ফ্রাঁসোয়া জারিজ।

(২৫)উপমহাদেশের দেশে সবচেয়ে পুরানো শস্য মজুদ রাখার বাড়ি কোথায় অবস্থিত?

উঃ মেহেরগড়ে।

(২৬)মেহেরগড় সভ্যতায় বাড়িগুলি কি দিয়ে তৈরি হতো?

 উঃ পোড়া ইঁট দিয়ে।

(২৭)কত খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়?

উঃ ১৯২১ খ্রিস্টাব্দে।

(২৮)মহেঞ্জোদারো কবে আবিষ্কার হয়?

উঃ ১৯২২ খ্রিস্টাব্দে।

(২৯)হরপ্পা সভ্যতার পূর্ব নাম কি ছিল?

উঃ সিন্ধু সভ্যতা।

(৩০)হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিলেন?

উঃ দয়ারাম সাহানি।

(৩১)মহেঞ্জোদারো কে আবিষ্কার করেছিলেন?

উঃ রাখালদাস বন্দ্যোপাধ্যায়।

(৩২)হরপ্পা সভ্যতা যুগে মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো?

উঃ তামা ও ব্রোঞ্জ।

(৩৩)হরপ্পা সভ্যতার সময়কাল কবে ধরা হয়?

উঃ খ্রিস্টপূর্ব ৩০০০ থেকে খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দ।

(৩৪)হরপ্পা কোথায় অবস্থিত?

উঃ পাঞ্জাব।

(৩৫)হরপ্পা মানুষরা কোন পশুর ব্যবহার জানতো না?

উঃ ঘোড়া।

(৩৬)কোন ধাতুর ব্যবহার হরপ্পা মানুষেরা জানতো না?

উঃ লোহা।

(৩৭)হরপ্পা সভ্যতার সিলমোহর কোথায় পাওয়া গিয়েছে?

উঃ মেসোপটেমিয়ায়। (২৩ টি)

(৩৮)হরপ্পা সভ্যতা যুগে লিপি গুলি কোন দিক থেকে লেখা হতো ?

উঃ ডান দিক থেকে বাম দিকে।

(৩৯)ভারতের সবথেকে পুরানো পাথরের অস্ত্র কোথায় পাওয়া গেছে ?

উঃ কাশ্মীরের সোয়াম উপত্যকায়।

(৪০)কিসের আকার থেকে আদিম মানুষের মধ্যে নানা রকম ভাগ করা হয়?

উঃ মস্তিষ্কের।

(৪১)মানুষ লেখার প্রয়োজনে কি তৈরি করেছিল ?

উঃ লিপি।

(৪২)কোথায় আট হাজার বছর পুরানো বন্য পশুর হাড় পাওয়া গেছে ?

উঃ নর্মদা উপত্যকার আদম গড়ে।

(৪৩)পৃথিবীতে সবথেকে পুরানো কার্পাস চাষের নমুনা কোথায় পাওয়া গেছে?

উঃ মেহেরগড়ে।

(৪৪)হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা?

উঃ তামা ও ব্রোঞ্জ যুগের।

(৪৫)হরপ্পা সভ্যতার কেন্দ্রটি কত খ্রিস্টাব্দে আবিষ্কার করা হয়?

উঃ ১৯২১ খ্রিস্টাব্দে।

(৪৬)সিটাডেল কি ?

উঃ হরপ্পার নগরগুলির সবচেয়ে উঁচু এলাকার নাম হল সীটাডেল।

(৪৭)আদিম মানুষ প্রথমে কি খেতো?

উঃ কাঁচা মাংস ও ফলমূল খেতো।

(৪৮)সভ্যতার সবচেয়ে বড় মাপকাঠি কি?

উঃ লিপিমালার ব্যবহার।

(৪৯)বনে আগুন লাগাকে কি বলে?

উঃ দাবানল।

(৫০)কত সালে ভীমবেটকার গুহা গুলির খোঁজ পাওয়া যায়? 

উঃ ১৯৫৭ সালে।

(৫১)দু দিক ধারওয়ালা ছুরি কোথায় পাওয়া গেছে ?

উঃ উত্তরপ্রদেশের সরাই নহর রাইতে।

(৫২)উপমহাদেশের সবচেয়ে পুরানো শস্য মজুদ রাখার বাড়ি কোথায় পাওয়া গেছে?

উঃ মেহেরগরে।

(৫৩)সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারো নামক কেন্দ্রটি কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়?

উঃ ১৯২২ খ্রিস্টাব্দে।

(৫৪)ভারতীয় উপমহাদেশে হরপ্পা সভ্যতার উত্তর সীমা ছিল কোন স্থানটি?

উঃ জম্মুর মান্ডা।

(৫৫)হোমো ইরেকটাস প্রজাতির আদিম যুগের নিদর্শন কোথায় পাওয়া গেছে?

উঃ কর্নাটকের হুন্সগিতে, রাজস্থানের দিদওয়ানাতে, মহারাষ্ট্রের নেভাসাতে।

(৫৬)হরপ্পা সভ্যতার মৃতদেহ কে কি করা হতো?

উঃ লাল কাপড় জড়িয়ে লাল রং মাখিয়ে সমাধি করা হতো।

(৫৭)প্রথমে আগুনের ব্যবহার শিখেছিল কোন প্রজাতির মানুষ ?

উঃ হোমো ইরেক্টাস।

(৫৮)আদিম মানুষের প্রথম হাতিয়ার কি ছিল?

উঃ গাছের ডাল।

(৫৯)রাজস্থানের কোথায় একটি খেতে কাঠের লাঙলের ফলার দাগ পাওয়া গেছে?

উঃ কালিবঙ্গানে।

(৬০)কোন ভাষাগুলির সঙ্গে হরপ্পা ভাষার মিল ছিল?

উঃ দ্রাবিড়।

(৬১)কোথায় আদিম মানুষের বসতির চিহ্ন পাওয়া গেছে?

উঃ রাজস্থানের বাগোরে।

(৬২)কিসের ব্যবহার আদিম মানুষের খাবারের অভ্যাস বদলে দিয়েছিল?

উঃ আগুনের ব্যবহার।

(৬৩)ভারতীয় উপমহাদেশের কোথায় সবচেয়ে পুরানো পাথরের অস্ত্র পাওয়া গেছে?

উঃ কাশ্মীরের সোয়ান উপত্যকায়।

(৬৪)উপমহাদেশে কাস্তে ব্যবহারের সবচেয়ে পুরানো নজির কোথায় পাওয়া যায়?

উঃ মেহেরগড়ে।

(৬৫)হরপ্পা সভ্যতা কতটা পরিমাণ জায়গা জুড়ে ছড়িয়েছিল?

উঃ ৭ লক্ষ বর্গ কিলোমিটার।

(৬৬)হরপ্পা সভ্যতায় ধানের চিহ্ন কোথায় পাওয়া গিয়েছে?

উঃ রংপুর ও লোথালে।

(৬৭)হরপ্পার লোকেরা কোন পশুর ব্যবহার জানতো না?

উঃ ঘোড়া।

(৬৮)কোন মানুষেরা দল বেঁধে পশু স্বীকার করত ও আগুনের ব্যবহার জানতো?

উঃ হোমোসেপিয়েন্স।

(৬৯)আদিম মানুষ প্রথমে কি খেতো?

উঃ বনের ফলমূল।

(৭০)আদিম মানুষের জীবনে প্রথম গুরুত্বপূর্ণ আবিষ্কার কি ছিল?

উঃ আগুন।

(৭১)কোথায় প্রথম নগরায়ন হয়?

উঃ হরপ্পা সভ্যতায়।

(৭২)কোন লিপি পাঠোদ্ধার সম্ভব হয়নি ?

উঃ হরপ্পার লিপি।

(৭৩)জাঁ ফ্রাঁসোয়া জারিজ কে ?

উঃ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিলেন।

(৭৪)আদিম মানুষের প্রথম হাতিয়ার কি ছিল?

উঃ গাছের ডাল ও ভোতা পাথর।

(৭৫)আলতামিরা কোথায় অবস্থিত?

উঃ স্পেনে।

(৭৬)বুদ্ধিমান মানুষের প্রজাতিটির নাম কি?

উঃ হোমোসেপিয়েন্স।

(৭৭)এপ কী ?

উঃ লেজহীন বানর।

(৭৮)তাম্র ব্রোঞ্জ যুগের সবচেয়ে বড় সভ্যতা কি ?

উঃ হরপ্পা সভ্যতা।

(৭৯)আদিম মানুষ প্রচন্ড শীত ও যন্তর আক্রমণ মোকাবিলা করার জন্য কি ব্যবহার শুরু করে?

উঃ আগুন এর ব্যবহার।

(৮০)কোন পাথরের যুগের আদিম মানুষ কৃষিকাজ শেখে?

উঃ নতুন।


#এরকম প্রশ্নের উত্তর পেতে আমাদের ব্লগটিকে ফলো করুন।

#যেকোন compititive প্রশ্নের প্রশ্নের উত্তর এখানে দেওয়া হয়েছে।


। 


















Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)