শংকর সেনাপতি - শ্যামল গঙ্গোপাধ্যায়
শংকর সেনাপতি শ্যামল গঙ্গোপাধ্যায় ১) আকন্দওয়াড়ি স্কুলের মাস্টারমশাইয়ের নাম কি ছিল ? উঃ বিভীষণ দাস ২) আকন্দ বাড়িতে কতজন ছেলে মেয়ে পড়তে আসে ? উঃ ৩০ জন ৩) আকন্দবাড়ীর স্কুলে ছেলেমেয়েরা কোথা থেকে পড়তে আসতো ? উঃ ভেটুরিয়া, সাঁইবাড়ি, ঘোলপুকুর আর আকন্দবাড়ী থেকে পড়তে আসত। ৪) শংকর আকাশের দিকে তাকিয়ে কি দেখছিল ? উঃ শঙ্খচিল ৫) বিভীষণ দাস কোন পাখি সম্পর্কে পড়াচ্ছিলেন ? উঃ এমুপাখি ৬) শংকর এমুপাখি কোথায় দেখেছিল ? উঃ শংকর স্বপ্নে ঘোলপুকুরে বড়োদিঘির পাড়ে - সবেদা গাছের ডালে এমুপাখি দেখেছিল। ৭) উড়ে গেলে ডানায় ___________ কাটার শব্দ হয়। উঃ বাতাস ৮) বলি এটা কি পঞ্চানন অপেরা পেয়েছ - কথাটি কে কাকে বলেছেন ? উঃ বিভীষণ দাশ শংকরকে একথা বলেছিলেন। ৯) এমুপাখির বাসস্থান কোথায়? উঃ আন্দিজ পর্বতমালা ১০) তিন বছরে এমুপাখি একবারে কটি ডিম পাড়ে? উঃ দুটি করে ১১) শংকরের বাবার নাম কি? উঃ অভিমন্যু সেনাপতি ১২) ওর খুব পেট গরম মাসসাই - উক্তিটি কার ? উঃ সমীরকান্ত দীক্ষিত ১৩) শংকরের পেট গরম কেন ? উঃ শংকর গাছে গাছেই সারাদিন থাকে...