Posts

Showing posts with the label Work Education questions and answers for all class

কর্মশিক্ষা(Work Education) questions and answers

              কর্মশিক্ষা  পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কর্মশিক্ষার জন্য এই প্রশ্নগুলোই যথেষ্ট। তাই অতি যত্ন সহকারে এই প্রশ্নের উত্তর গুলো সমাধান করা আছে। ১) কর্মশিক্ষা কাকে বলে ? উঃ হাতে কলমে কাজ করে আমরা যে শিক্ষা লাভ করে তাকে কর্মশিক্ষা বলে। ২) কর্মশিক্ষার উদ্দেশ্য কি ? উঃ কর্মশিক্ষার উদ্দেশ্য হল -  ক) কর্ম ও শিক্ষার মধ্যে সমন্বয় সাধন করা। খ) কর্মের প্রতি আগ্রহ সৃষ্টি করা। গ) ভবিষ্যতে কর্ম শিক্ষার মধ্য দিয়ে অর্থ উপার্জন করা। ঘ) শ্রমের প্রতি আগ্রহ সৃষ্টি করা। ৩) দিনলিপি কাকে বলে ? উঃ কর্মশিক্ষার ক্লাসে দৈনন্দিন কাজের বিবরণ যে খাতায় লিপিবদ্ধ করা হয় তাকে দিনলিপি বলে। ৪) কাঁচামাল কাকে বলে ? উঃ উপাদানের যে উপকরণ একবার ব্যবহার করলে নষ্ট হয়ে যায়। পুনরায় ব্যবহার করা যায় না তাকে উপাদানের কাঁচামাল বলে। ৫) কর্মশিক্ষার লক্ষ্য কি ? উঃ কর্মশিক্ষার লক্ষ্য গুলি হল - ক) মানসিক উন্নতি সাধন করা। খ) অর্থনৈতিক উন্নতিতে সহায়তা করা। গ) সামাজিক উন্নতি সাধন করা। ৬) মোমের পুতুল তৈরি করতে কি কি উপকরণ লাগে ? উঃ মোমের পুতুল তৈরি করতে যে উপকরণ গুলি লা...