অষ্টম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়
প্রশ্নঃ হায়দার আলী ও টিপু সুলতানের সঙ্গে ইংরেজদের সম্পর্ক আলোচনা কর। অথবা ইঙ্গ-মহীশূর যুদ্ধের বিবরণ দাও। উঃ পূর্ব ভারতে আধিপত্য স্থাপনের পর থেকে ইংরেজ শক্তির দ্রুত বিস্তার ঘটতে থাকে। সেই সময় ভারতে মহীশূর ও মারাঠা রাজ্য দুটি ছিল ইংরেজদের সাম্রাজ্য বিস্তারের পথে প্রধান বাধা। সেই সময় মহীশূর রাজ্যে হায়দার আলী ক্ষমতা বৃদ্ধি ও রাজ্য বিস্তার করতে থাকলে ইংরেজদের অস্বস্তির কারণ হয়ে ওঠে। প্রথম ইঙ্গ -মহীশূর যুদ্ধঃ হায়দার যখন মারাঠাদের সঙ্গে যুদ্ধে ব্যস্ত সেই সময় ইংরেজরা হায়দ্রাবাদের নিজামের সঙ্গে মিলিত হয়ে মহীশূর রাজ্য আক্রমণ করে। ফলে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের সূত্রপাত হয়। পরাজয়ের পর মাদ্রাজের সন্ধি অনুসারে এই যুদ্ধের অবসান হয়। কিন্তু এই সন্ধি বেশিদিন স্থায়ী হয়নি। দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধঃ ইংরেজরা হায়দারের রাজ্যের অন্তর্গত ফরাসি উপনিবেশ আক্রমণ করায় হায়দার যুদ্ধ ঘোষণ...