Class-6 History , second Submative exam

2nd Submative Evaluation 


                Class-6 


          History 


পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাস বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করা হয়েছে।
তাই তোমরা প্রশ্নগুলির উত্তরসহ খাতায় লিখে মুখস্ত করে নাও।
অবশ্যই এই প্রশ্নগুলো থেকে পরীক্ষায় কমন‌ পাবে। আর এইরকম প্রশ্নের জ্ঞান‌ বাড়ানোর জন্য অবশ্যই আমাদের ব্লগটি ফলো করে রাখো।


১) সবথেকে পুরানো বৈদিক সংহিতা কোনটি?

উঃ ঋকবেদ।

(২)প্রাচীন ভারতে গ্রামের থেকে বড় অঞ্চল কে কি বলা হত?

উঃ জন।

(৩)মগধের রাজধানীর নাম কি?

উঃ রাজগৃহ । পরে পাটলিপুত্র হয়েছিল।

(৪)গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল ?

উঃ সিদ্ধার্থ।

(৫)আলেকজান্ডারের সেনাপতির নাম কি?

উঃ সেলুকাস।

(৬)অর্থশাস্ত্র কার লেখা?

উঃ কৌটিল্য।

(৭)বৈদিক সমাজে কোন খেলা জনপ্রিয় ছিল?

উঃ পাশা খেলা।

(৮)জৈন ধর্ম অনুযায়ী মোট কতজন তীর্থঙ্কর ছিলেন?

উঃ ২৪ জন।

(৯)ত্রিপিটক কোন ভাষায় লেখা?

উঃ পালি ভাষায়।

(১০)সম্রাট মহিলা হলে তাকে কি বলা হত?

উঃ সম্রাজ্ঞী।

(১১)অষ্টাঙ্গিক মার্গ কি?

উঃ দুঃখের হাত থেকে রক্ষা পাবার জন্য গৌতম বুদ্ধ যে আটটি পথ অনুসরণ করতে বলছেন সেগুলোকে অষ্টাঙ্গিক মার্গ বলে। সেগুলি হল - সৎ বাক্য , সব কর্ম ,সৎ জীবিকা,  সৎ চেষ্টা, সৎ চেতনা, সৎ সংকল্প, সৎ দৃষ্টি, সৎ চিন্তা।

(১২)দিগম্বর কাদের বলা হত?

উঃ জৈন অনুগামীরা কোনরকম পোশাক পড়তো না তাদের দিগম্বর বলা হত।

(১৩)বৈদিক সাহিত্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি?

উঃ সমস্ত বৈদিক সাহিত্যকে চার ভাগে ভাগ করা যায়। সেগুলি হল  - সংহিতা, ব্রাহ্মণ ,অরণ্যক, উপনিষদ।

(১৪)জনপদ কাকে বলা হয়?

উঃ জন শব্দের অর্থ হলো উপজাতি এবং পদ শব্দের অর্থ পা। তাই কোনো নির্দিষ্ট জনগোষ্ঠী যেখানে পা রেখেছে তাকেই জনপদ বলে, অর্থাৎ কোনো জনগোষ্ঠীর নির্দিষ্ট বসতিকে জনপদ বলে।

(১৫)জৈন ধর্মে অঙ্গ বলতে কী বোঝায়?

উঃ জৈন ধর্মের মূল উপদেশ গুলি অঙ্গ নামে পরিচিত এই ধর্মের 12 টি অঙ্গ আছে সেগুলোকে দ্বাদশ অঙ্গ বলে।

(১৬)আমাত্য কাদের বলা হত ?

উঃ সম্রাটের পরে যে সকল রাজকর্মচারীরা থাকতেন তাদের অমাত্য বলে। অমাত্যদের সাহায্যেই সম্রাট শাসন চালাতেন।

(১৭)ঋকবেদে কোন ভাষার প্রভাব লক্ষ্য করা যায়?

উঃ ইন্দো ইরানিয়।

(১৮)অশোকের আমলে মৌর্যদের রাজধানী কোথায় ছিল?

উঃ পাটলিপুত্র।

(১৯)দুটি গণরাজ্যের নাম লেখ?

উঃ বৃদ্ধি ও‌ মল্ল।

(২০)হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন?

উঃ পুষ্যভূতি।

(২১)অশোক স্তম্ভ ভারতের কোথায় রাখা আছে?

উঃ সারনাথ জাদুঘরে।

(২২)এলাহাবাদ প্রশস্তি কার লেখা?

উঃ হরি সেন।

(২৩)প্রাচীনকালে রাজারা অনেক সময় পুরোহিতদের পরামর্শে যেসব যজ্ঞের আয়োজন করতেন সেগুলোর মধ্যে দুটি নাম লেখ?

উঃ অশ্বমেধ, রাজসূয়, বাজপেয় যজ্ঞ প্রভৃতি।

(২৪)ষোড়শ মহাজনপদের দুটি জনপদের নাম লেখ?

উঃ কোশল, কাশি।

(২৫)২৩ তম তীর্থঙ্কর কে ছিলেন?

উঃ পার্শ্বনাথ।

(২৬)জৈন ধর্মাবলম্বীদের দুটি সম্প্রদায়ের নাম কি?

উঃ দিগম্বর ও শ্বেতাম্বর।

(২৭)গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করেছিলেন?

উঃ ৫৬৬ অব্দে।

(২৮)গৌতম বুদ্ধের অপর নাম কি?

উঃ সিদ্ধার্থ।

(২৯)প্রাচীনকালে রাজা হওয়ার অনেক উপায় ছিল কি কি উপায় ছিল?

উঃ কেউ যুদ্ধে জিতে রাজা হতেন আবার কেউ রাজার ছেলে হিসাবে রাজা হতেন আবার কখনো সবাই মিলে নিজেদের মধ্যে থেকে একজনকে রাজা হিসেবে বাছাই করতেন।

(৩০)আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান কি?

উঃ ঋক বেদ।

(৩১)দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ কি ছিল?

উঃ অস্মক।

(৩২)তৃতীয় বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল ?

উঃ পাটলিপুত্রে।

(৩৩)আরুনীর শিক্ষা গুরু কে ছিলেন ?

উঃ আয়োদধৌম।

(৩৪)ঋকবেদে উল্লেখিত দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন?

উঃ ইন্দ্র।

(৩৫)চতুর্যামের নীতিগুলি উল্লেখ কর ?

উঃ ক) কোন প্রাণী হত্যা না করা, খ) মিথ্যা কথা না বলা, গ) অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া, ঘ)নিজের জন্য কোন সম্পত্তি না করা। জৈন ধর্মে এই চারটি নীতিকে চতুর্যাম নীতি বলে।

(৩৬)চতুবর্ণ প্রথা সম্পর্কে আলোচনা কর ?

উঃ ঋক বৈদিক যুগে চতুবর্ণ প্রথা বলতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদের বোঝায়। পুজো, যজ্ঞ, বেদপাঠ ইত্যাদি ছিল ব্রাহ্মণদের কাজ। যুদ্ধ করা, সম্পদ লুট করা ছিল ক্ষত্রিয়দের কাজ। কারিগরি, কৃষি , বাণিজ্য ছিল বৈশ্যদের কাজ। আর যুদ্ধবন্দী দাসেরা ছিল শূদ্র। এরা ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যদের সেবা করতো।

৩৭) চতুরাশ্রম এর পর্যায় গুলি সম্পর্কে বর্ণনা দাও

উঃ পরবর্তী বৈদিক যুগে জীবন যাপনের চারটি ভাগ ছিল। যেমন ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস এই চারটি পর্যায়কে একসঙ্গে চতুরাশ্রম বলা হয়।

৩৮) কোন সাহিত্যে ইন্দ্র ইরানীয় ভাষার প্রভাব লক্ষ্য করা যায়?

উঃ ঋক বেদ ও জেন্দ আবেস্তা।

৩৯) মহাজনপদ গুলি গড়ে উঠেছিল কোন শতকে ?

উঃ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে।

৪০) আর্য সত্য কোন ধর্মের অংশ ?

উঃ বৌদ্ধ।

৪১) গৌতম বুদ্ধ কোন বংশের সন্তান ছিলেন ?

উঃ শাক্য বংশের।

৪২) বৈদিক সমাজের পরিবারের প্রধান কে ছিলেন ?

উঃ কুলপতি ।

৪৩) ভারতে মোট কটি মহাজনপদের অস্তিত্ব ছিল ?

উঃ ১৬ টি।

৪৪) প্রাথমিক পর্বে মগধের রাজধানী কোথায় ছিল?

উঃ রাজগৃহ। পরে হয় পাটলিপুত্র।

৪৫) জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন?

উঃ ঋষভ।

৪৬) বৈদিক যুগের প্রধান ফসল কি কি ছিল?

উঃ ধান গম জব ডাল প্রভৃতি।

৪৭) সর্বাধিক প্রাচীন বেদ কোনটি?

উঃ ঋক বেদ।

৪৮) বেদ গুলি কয়টি ভাগে বিভক্ত?

উঃ বেদ গুলি চারটি ভাগে বিভক্ত। যথা - ঋক, সাম, যজু ও অথর্ব।

৪৯) নৃপতি কথার অর্থ কি?

উঃ রাজা।

৫০) আর্যরা ভারতের কোথায় প্রথম বসতি স্থাপন করে?

উঃ সপ্তসিন্ধু অঞ্চলে।

৫১) একটি গণতান্ত্রিক মহাজন পদের নাম লেখ?

উঃ বৃজি, মল্ল।

৫২) আর্য সত্য কি ?

উঃ গৌতম বুদ্ধ তার শিষ্যদের কাছে দুঃখের কারণ ব্যাখ্যা করেছিলেন। দুঃখ থেকে মুক্তি পাওয়ার চারটি মূল উপদেশ দিয়েছিলেন। এই মূল উপদেশ গুলি আর্য সত্য নামে পরিচিত।

৫৩) ত্রিপিটক টীকা লেখ।

উঃ বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ হলো ত্রিপিটক। ইহা তিনটি ভাগে বিভক্ত যথা- সুত্তপিটক, বিনয়পিটক ও অভিধর্ম পিটক। সুত্ত পিটাকে গৌতম বুদ্ধ ও তার শিষ্যদের উপদেশ আছে। বিনয় পিটকে বৌদ্ধ সংঘের আচার-আচরণের নিয়ম লেখা আছে। অভিধর্ম পিটকে গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপদেশ বর্ণিত হয়েছে। ইহা পালি ভাষায় লেখা।

৫৪) পার্শ্বনাথ কে ছিলেন ?

উঃ ২৩ তম তীর্থঙ্কর।

৫৫) সি ইউ কি গ্রন্থের লেখক কে ?

উঃ সুয়ান জাং।

৫৬) প্রভাকর বর্ধন মারা যান কবে ?

উঃ ৬০৫ খ্রিস্টাব্দে।

৫৭) সকলত্তরপথনাথ উপাধি থেকে কি সিদ্ধান্ত করা যায় ?

উঃ উত্তর ভারতের সমস্ত পথের প্রভু।

৫৮) আবেস্তার শ্রেষ্ঠ রাজা কে ?

উঃ অহুর। 

৫৯) ঋকবেদে কোন পর্বতের উল্লেখ নেই?

উঃ বিন্ধ্য।

৬০) গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন কবে ?

উঃ খ্রিস্টপূর্ব ৫৬৬ অব্দে।

৬১) শেষ নন্দরাজ কে ছিলেন ?

উঃ ধননন্দ।

৬২) মৌর্য আমলে জেলা প্রশাসনকে কি বলা হত ?

উঃ আহার।

৬৩) শেষ মৌর্য সম্রাট কে ছিলেন ?

উঃ বিহদ্রথ ।

৬৪) কুষানরা কোন গোষ্ঠীভুক্ত ছিলেন ?

উঃ ইউ- চি।

৬৫) প্রাচীন ভারতীয় উপদেশে জল সেচ প্রকল্প গুলিকে কি বলা হত ?

উঃ সেতু।

৬৬) সুয়ান জাং এর লেখায় ভারতবর্ষ কি নামে পরিচিত? 

উঃ ইন তু ।

৬৭) মৌর্য আমলে অর্থনীতি মূলত কিসের ওপর নির্ভর করত ?

উঃ কৃষি।

৬৮) অঙ্গ বলতে কী বোঝো ?

উঃ জৈন ধর্মের মূল উপদেশ গুলি কে যে বারোটি ভাগে সাজানো হয়েছিল সেই ভাগগুলিকে অঙ্গ বলা হতো। 

৬৯) রত্নিন কাদের বলা হত ?

উঃ শাসনের কাজে যারা সাহায্য করতেন তাদেরকে রত্নীন বলা হত।

৭০) কোন সময় থেকে গুপ্তাব্দ গণনা করা হয় ?

উঃ ৩১৯ - ৩২০ খ্রিষ্টাব্দ থেকে।

৭১) শেষ দুজন তীর্থঙ্করের নাম লেখ।

উঃ পার্শ্বনাথ ও মহাবীর।

৭২) শকারি কার উপাধি ?

উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

৭৩) আলেকজান্ডারের সেনাপতির নাম কি?

উঃ সেলুকাস।

৭৪) ইন্ডিকা গ্রন্থের লেখক কে?

উঃ মেগাস্থিনিস।

৭৫) তীর্থঙ্কর কাদের বলা হয়?

উঃ জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতো তীর্থঙ্কর।

৭৬) কে সকলত্তরপথনাথ উপাধি গ্রহণ করেন ?

উঃ হর্ষবর্ধন।

৭৭) অর্থশাস্ত্রের রচয়িতা কে?

উঃ কৌটিল্য। 

৭৮) কুষানদের রাজধানী কোথায় ছিল ?

উঃ পুরুষপুর 

৭৯) নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন ?

উঃ ধননন্দ 

৮০) রবিকীর্তি কার সভাকবি কে ছিলেন ?

 উঃ দ্বিতীয় পুলকেশী, 

৮১) সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?

উঃ গৌতম পুত্র সাতকর্ণী  

৮২) নাসিক প্রশস্তি কে লিখেছিলেন ?

উঃ গৌতমীপুত্র সাতকর্ণী 

 ৮৩) কার শাসনকালে সুদর্শন হ্রদটি বানানো হয়েছিল ?

উঃ চন্দ্রগুপ্তের শাসনকালে 

৮৪) রোমিং শব্দের অর্থ কি?

উঃ ঘোরা 

৮৫) ব্রম্ভচর্যাশ্রম কাকে বলে?

উঃ বৈদিক যুগে ছাত্রর অবস্থায় গুরুগৃহে থেকে শিক্ষালাভ করাকে ব্রম্ভচর্যাশ্রম বলে।

৮৬) জনপদ কাকে বলে?

উঃ সাধারণ মানুষ বা জনগন যেখানে বাস করত তাকে বলা হত জনপদ।

৮৭) সংহিতা কথার অর্থ কি?

উঃ সংকলন করা 

৮৮) বজ্জিদের রাজধানী কোথায় ছিল?

উঃ বৈশালী

৮৯) সমস্ত বৈদিক সাহিত্যের ভাগগুলির নাম লেখ।

উঃ সংহিতা,ব্রাম্ভণ,আরণ্যক ও উপনিষদ।

৯০) অর্থশাস্ত্র কার লেখা।

উঃ কৌটিল্য

৯১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ ।

ক) মেগালিথ বলা হয়- পাথরের গাড়ি/পাথরের সমাধি/পাথরের খেলনা।

উঃ পাথরের সমাধি 

খ) গৌতম বুদ্ধ জন্মেছিলেন - লিচ্ছবি/শাক্য/হর্যঙ্ক বংশে। 

উঃ শাক্য 

গ) পরবর্তী বৈদিক যুগে শাসকের কাজে সাহায্য করতেন যারা তাদের____________ বলা হত।

উঃ রত্নিন 

৯২) আর্য সত্য - (বৌদ্ধ /জৈন/ আজীবক) ধর্মের অংশ।

উঃ বৌদ্ধ।

(৯৩) শিলাদিত্য উপাধি -(কনিষ্ক/ হর্ষবর্ধন/ শশাঙ্ক) নিয়েছিলেন।

উঃ হর্ষবর্ধন।

(৯৪)শকাব্দ গণনা শুরু হয় -(৭৮ খ্রিস্টাব্দ/ খ্রিস্টপূর্ব ৩২৫/ ২৩০ খ্রিস্টাব্দ)

উঃ ৭৮ খ্রিস্টাব্দ।


Next question- এর জন্য আমাদের ব্লগের archive- এ গিয়ে দেখে নাও, সেখানে আলোচনা করা হয়েছে।












Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)