চন্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে? তার কবি প্রতিভা আলোচনা কর/chandimongal -mukundaram chakraborty

 ১) চন্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে ? তার কবি প্রতিভা সম্পর্কে আলোচনা কর।

উঃ চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হলেন কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। 

              কেবল মঙ্গলকাব্যের ইতিহাস নয়, সমগ্র মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে মুকুন্দরাম চক্রবর্তী একটি বিশেষ স্থান অধিকার করে আছেন।  

               কবি মুকুন্দ রাম চক্রবর্তী নিখুঁতভাবে বাস্তবকে পর্যবেক্ষণ করেছেন। মানব চরিত্র সম্পর্কে তিনি কৌতুহলী এবং সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতার অধিকারী ছিলেন। ফুল্লরা, মুরারিশীল, ভাঁড়ু দত্ত প্রভৃতি চরিত্র তার কাব্যে জীবন্ত হয়ে উঠেছে। কৌতুক রস সৃষ্টিতে মুকুন্দরাম যথেষ্ট পারদর্শিতার পরিচয় দিয়েছেন। গ্রন্থ উৎপত্তির কারণ অংশে সমকালীন বাস্তবতার যে ছবি আমরা পাই ,তা ইতিহাসসম্মত। কালকেতু উপাখ্যানে নির্মম দারিদ্রতার চিত্রনে, পশুদের কান্নায় এবং ধনপতি উপাখ্যানের খুল্লনার দুঃখের বর্ণনায় কবির দরদি মনের পরিচয় পাওয়া যায়। 

              মুকুন্দরাম তার কাব্যে চন্ডীর মাহাত্ম্য কীর্তন করতে গিয়ে কাব্যের ভাষা, ছন্দ ও অলংকারের প্রতি একেবারেই উদাসীন থাকেননি। মিশ্রবৃত্তি রীতির প্রচার তো আছেই। তাছাড়া একপদী ও ত্রিপদী ছন্দের কাঠামোকেও সার্থকভাবে ব্যবহার করেছেন। উপমা,উপমা, উৎপ্রেক্ষা প্রভৃতি অলংকারের ব্যবহারে তিনি সমান পারদর্শীতা দেখিয়েছেন।


২) চন্ডীমঙ্গল কাব্যের বনিকখণ্ডের কাহিনীটি সংক্ষেপে আলোচনা কর।

উঃ চন্ডীমঙ্গল কাব্যের বনিকখণ্ডের কাহিনী অনুযায়ী উজানী নগরের নিঃসন্তান বণিক ধনপতি স্ত্রী লহনার সম্মতি আদায় করে খুল্লনাকে বিয়ে করেন।

           একদিন বনে ছাগলের খোঁজ করতে গিয়ে পঞ্চদেব কন্যার কাছে খুল্লনা চন্ডীপূজা করতে শেখে। স্বামীর মঙ্গল কামনায় খুল্লনা চন্ডী পূজা করলে শিবের উপাসক ধনপতি তা জানতে পেরে লাথি মেরে চন্ডীর ঘট ভেঙে দেন। দেবী চণ্ডী এর প্রতিশোধ নেওয়ার জন্য সমুদ্রে প্রবল ঝড়ের সৃষ্টি করলে ধনপতির ছ'টি ডিঙা সমুদ্রে ডুবে যায়। এরপর কোনো রকমে একটি ডিঙা আশ্রয় করে ধনপতি কালীদহে পৌঁছান। সেখানে দেবীচন্ডী তাকে কমলে কামিনী, মূর্তি দেখান। ধনপতি সিংহলে গিয়ে সেখানকার রাজাকে কমলে কামিনীর কথা বললে, রাজা তা বিশ্বাস না করে তাকে কারাগারে বন্দি করেন। 

          এদিকে খুল্লনার পুত্র শ্রীমন্ত বড় হয়ে পিতার সন্ধানে সিংহল যাত্রা করলে তিনিও পথে 'কমলে কামিনী' মূর্তি দেখতে পান। সিংহল রাজাকে তিনিও 'কমলে কামিনী'র অস্তিত্বের প্রমাণ দিতে ব্যর্থ হলে শর্ত অনুযায়ী শিরশ্ছেদের জন্য তাকে বদ্ধ ভুমিতে নিয়ে আসা হয়। কিন্তু চন্ডীর কৃপায় অবশেষে সিংহল রাজ 'কমলে কামিনী' মূর্তি দেখতে পান। রাজা শ্রীমন্তকে অর্ধেক রাজত্ব দেন এবং কন্যা সুশিলার সঙ্গে তার বিয়ে দেন। কিছুকাল সিংহল বাসের পর পুত্র, পুত্রবধূসহ ধনপতি স্বদেশে ফিরে আসেন এবং শুরু করেন চন্ডীর পূজা।


৩) চন্ডীমঙ্গল কাব্যের আখেটিক খন্ডের কাহিনীটি সংক্ষেপে লেখ।

উঃ চন্ডীমঙ্গল কাব্যের আখেটিট খন্ডের কাহিনী অনুযায়ী চন্ডীর প্ররোচনায় শিব ইন্দ্রের পুত্র নীলাম্বরকে ফুল তোলার কাজে ভুল করায় অভিশাপ দিয়ে মর্ত্যে পাঠান। মর্ত্যে ব্যাধ ধর্মকেতুর পুত্ররূপে নীলাম্বরের জন্ম হয় এবং তার নাম হয় কালকেতু। সঞ্জয়কেতুর ঘরে জন্ম নেওয়া তার স্ত্রী ছায়ার নাম হয় ফুল্লরা। 

          বড় হয়ে কালকেতুর সঙ্গে ফুল্ললার বিয়ে হয়। এদিকে কালকেতুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বনের পশুরা দেবী চন্ডীর শরণাপন্ন হলে চন্ডী একদিন সোনালী গোসাপের রূপ ধরে কালকেতুর শিকারে যাওয়ার পথে পড়ে থাকেন। অশুভ সোনালী গোসাপ দেখে ক্রুদ্ধ কালকেতু সেটিকে বেঁধে নিয়ে শিকারের উদ্দেশ্যে রওনা হয়। সেদিন সারাবন ঘুরে কোন শিকার না পেয়ে বাড়ি ফিরে আসে। তারপর সে নিজে বেরিয়ে যায় বাসি মাংসের প্রসরা নিয়ে বাজারে। স্ত্রী ফুল্লরা যায় প্রতিবেশীনির কাছে খুদ ধার করতে। এই অবসরে গোসাপের রূপ পরিত্যাগ করে দেবীচন্ডী সুন্দরী রমণীর বেশ ধারণ করেন।তাকে সতীন ভেবে শঙ্কিতা ফুল্লরা তার দুঃখের বারোমাস্যা শুনিয়ে দেবীকে বিদায় করার ব্যর্থ চেষ্টা করে। ঘরে ফিরে বিস্মিত কালকেতু অনেক বুঝিয়েও যখন দেবীকে বিদায় করতে পারে না, তখন সে ধনুকে তীর পড়াতেই দেবী নিজ মূর্তি ধারণ করেন। দেবী এরপর কালকেতুকে সাতঘোড়া ধন এবং একটি মহামূল্যবান আংটি দিয়ে নগর পত্তনের পরামর্শ দেন। কালকেতু বিপুল অর্থ ব্যয় করে বন কেটে গুজরাট নগর পত্তন করে। ভাঁড়ু দত্তের প্ররোচনায় কলিঙ্গরাজের সঙ্গে কালকেতুর যুদ্ধ হয় এবং যুদ্ধে কালকেতু পরাজিত ও বন্দী হয়। অবশেষে কলিঙ্গরাজ স্বপ্নে দেবীর আদেশ পেয়ে কালকেতুকে মুক্তি দেন এবং ফিরিয়ে দেন তার রাজ্যপাট। কালকেতু মহাসমারহে মর্ত্যে দেবী চণ্ডীর পূজোর প্রচলন করে। দীর্ঘকাল সুখে রাজত্ব করার পর কালকেতু ও ফুল্লরা পুত্রের হাতে রাজ্যভার দিয়ে স্বর্গে ফিরে যায়।

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)