Posts

Showing posts with the label পথের পাঁচালি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

পথের পাঁচালি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

  প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন  class -8      পথের পাঁচালি     বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়  ১) অপুদের বাড়ি হইতে কিছু দূরে একটি খুব বড় অশ্বত্থ গাছ ছিল।- গাছটির দিকে তাকিয়ে অপু কি ভাবত ? উঃ অশ্বত্থ গাছটির দিকে চেয়ে অপু মনে মনে ভাবতো তার ওপারে অনেক দূরে কোন অজানা দেশ আছে, যে দেশের রাজপুত্রদের কথা শুনে সে রোমাঞ্চ বোধ করত। ২) মহাবীর, কিন্তু চিরদিনের কৃপার পাত্র কর্ণ!- অপু কর্ণকে চিরদিনের কৃপার পাত্র মনে করেছেন কেন ? উঃ অসম যুদ্ধে পরাজিত কর্ণ রাজ্য পায়নি, মান পায়নি, মানুষের চিরকালের চোখের জলে জেগে রয়েছে। বেদনায়, অনুভূতিতে সহচর হয়ে বিরাজ করেছে বলে সে, অপুর মতে চিরদিনের কৃপার পাত্র হয়ে আছে। ৩) ওমা! ও আবার কে রে? কে চিনতে পারচিনে? - সর্বজয়া অপুকে দেখে এ কথা বলেছেন কেন ? উঃ নোলক পড়া অপুকে আনন্দ দিতেই সর্বজয়া তাকে উদ্দেশ্য করে আলোচ্য কথাটি বলেছে। ৪) বাবার কাছ থেকে দেখিস রথের সময় চারটে পয়সা নেব "- দুর্গা অপুকে সঙ্গে নিয়ে এমন পরিকল্পনা করেছে কেন ? উঃ রথের মেলায় মুড়কি কিনে খাওয়ার উদ্দেশ্যে দুর্গা অপুকে নিয়ে এমন পরিকল্পনা করেছে। ৫) নীলকন্ঠ পা...