বাংলা ভাষায় বিজ্ঞান
১) বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি কার রচনা ? উঃ রাজশেখর বসু ২) রাজশেখর বসুর ছদ্মনাম কি ? উঃ পরশুরাম ৩) যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ লেখা হয় লেখক তাদের কয়টি শ্রেণীতে ভাগ করেছেন ? উঃ দুটি শ্রেণীতে ভাগ করেছেন। প্রথম শ্রেণীতে আছে যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে, এরকম অল্প বয়স্ক ছেলে-মেয়ে এবং অল্প শিক্ষিত বয়স্ক লোক। আর দ্বিতীয় শ্রেণীতে আছেন, যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে। ৪) অনেক স্থুল তথ্য তাদের জানা থাকতে পারে - কি কি স্থূল তথ্যের কথা বলা হয়েছে ? উঃ জল আর কর্পূর উড়ে যায়,লাউ,কুমড়ো জাতীয় গাছে দুরকম ফুল হয়। ৫) ছেলেবেলায় লেখক কার লেখা বাংলা জ্যামিতি পড়েছিলেন ? উঃ ব্রম্ভমোহন মল্লিক ৬) "তাদের নতুন করে শিখতে হচ্ছে "- কাদের কি শিখতে হচ্ছে ? উঃ যারা ইংরেজি জানে তাদের নতুন করে বাংলা পরিভাষা শিখতে হচ্ছে। কারণ আমাদের সরকার রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন। ৭) বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক পরিভাষা রচনা সফল হয়নি কেন ? উঃ তারা একযোগে কাজ না করে, স্বতন্ত্রভাবে করেছিলেন। ফলে একই ইংরেজি সংজ্ঞার বিভিন্ন প্রতিশব্দ রচিত হয়েছিল। ৮) কলি...