Posts

Showing posts with the label ছুটি গল্প - রবীন্দ্রনাথ ঠাকুর

ছুটি গল্প-রীন্দ্রনাথ ঠাকুর

  Bengali compulsory  1st semister Burdwan University                       ছুটি                          রবীন্দ্রনাথ ঠাকুর  রচনাকাল - ১২৯৯ বঙ্গাব্দ  উৎস - ছিন্নপত্র প্রকাশিত পত্রিকা - সাধনা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। প্রধান চরিত্র - ফটিক চক্রবর্তী গল্পের বিষয়বস্তু নিম্নলিখিতঃ  বালকদিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নূতন ভাবোদয় হইল, নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাস্তলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়া ছিল; স্থির হইল, সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে। যে-ব্যক্তির কাঠ, আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময়, বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে, তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল। কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে, এমন সময়ে ফটিকের কনিষ্ঠ মাখনলাল গম্ভীরভাবে সেই গুঁড়ির উপরে গিয়া বসিল; ছেলেরা তাহার এইরূপ উদার ঔদাসীন্য দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল। একজন আসিয়া ভয়ে ভয়ে ত...