Posts

Showing posts with the label আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কারন

আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কারণ

  প্রশ্নঃ আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কারণ গুলি আলোচনা করো। 👉 ভূমিকাঃ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় সুরক্ষা বলয়ে আমেরিকা মহাদেশ অবস্থিত। ১৪৯৩ খ্রিস্টাব্দে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন। তারপর ওয়াল্টার ব়্যালে প্রথম উপনিবেশ গড়ে তোলে। ব্রিটিশরা রেড ইন্ডিয়ানদের উচ্ছেদ করে সেখানে ইংরেজ উপনিবেশ স্থাপন করে। অষ্টাদশ শতকের মধ্যেই উত্তর আমেরিকায় 13 টি ইংরেজ উপনিবেশ গঠিত হয়। ব্রিটিশ নিয়ন্ত্রণে থাকলেও ঔপনিবেশিকরা কার্যতো স্বায়ত্তশাসন ভোগ করতো। আমেরিকার উপনিবেশ গুলির ওপর ব্রিটিশ সরকারের এই শিথিল প্রশাসন নীতিকে হিতকর উদাসীনতা বলে অভিহিত করা হয়। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কারণঃ ১৭৭৬ খ্রিস্টাব্দে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পিছনে ছিল একাধিক কারণ   জাতীয়তাবাদের উন্মেষঃ রাইকার ও রোজিটারের মতে জাতীয়তাবাদের উন্মেষের ফলেই আমেরিকার স্বাধীনতা যুদ্ধ হয়। দীর্ঘকাল পাশাপাশি বাস করে ও একই গির্জার উপাসনা করে এবং প্রতিকূল অবস্থা সঙ্গে যুদ্ধ করে ঔপনিবেশিকদের মধ্যে মানসিক ঐক্য গড়ে ওঠে। আমেরিকা থেকে ইংল্যান্ডের ভৌগোলিক দূরত্ব ও যোগাযোগের অসুবিধা ঔপনিবেশিক দের বিচ্ছিন্নতা ও স্বতন্ত্রবোধের জন্ম...