নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলির বর্ণনা দাও
প্রশ্নঃ নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও। প্রশ্নের মান - ৫ উত্তরঃ নদীর উচ্চ গতিতে প্রধান কাজ হল ক্ষয় সাধন করা। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা নিম্নে আলোচনা হল - ক) ক্যানিয়নঃ পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয় কার্যের ফলে ক্যানিয়নের সৃষ্টি করে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি হওয়ায় নদীগুলির নিম্ন ক্ষয় বেশি হয়। এজন্য নদীর উপত্যকা সংকীর্ণ ও গভীর হয়ে ইংরেজি I অক্ষরের মতো দেখতে হয়, একে ক্যানিয়ন বলে। বৈশিষ্ট্যঃ অ) ইহা শুষ্ক জলবায়ু অঞ্চলে দেখা যায়। আ) এর আকৃতি ইংরেজি I অক্ষরের মত হয়। ই) এই প্রক্রিয়ায় নদীর কেবল নিম্নক্ষয় ঘটে। উদাহরণ - কলরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। খ) গিরিখাতঃ উচ্চ পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকায় নদীগুলি প্রবলভাবে নিম্নক্ষয় করে। এই নিম্ন ক্ষয়ের কারণে নদী উপত্যকা গুলি সংকীর্ণ ও গভীর হয়ে ওঠে। নদীর উভয় দিক থেকে নেমে আসা জল, আবহবিকা...