Posts

Showing posts with the label মাধ্যমিক জীববিজ্ঞান ছোট প্রশ্ন ও উত্তর সমাধান

Madhyamik Life-Science short question with answers

মাধ্যমিক জীববিজ্ঞান ছোট প্রশ্ন ও উত্তর সমাধান  Madhyamik Life- Science short question with answers  মাধ্যমিক।।WBBSE।। ইতিহাস।। History ।।MCQ & SAQ TYPE QUESTIONS AND ANSWERS     ১) বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ কত ? উঃ ৭৭.১৭%  ২) প্রোটোপ্লাজমের একটি গুরুত্বপূর্ণ উপাদানের নাম কি ? উঃ নাইট্রোজেন ৩) নাইট্রোজেন সংবন্ধনকারী একটি ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। উঃ অ্যাজোটোব্যাক্টর,ক্লসট্রিডিয়াম ৪) একটি নীলাভ সবুজ শৈবালের উদাহরণ দাও। উঃ অ্যানাবিনা,নস্টক ৫) সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে বসবাসকারী একটি ব্যাকটেরিয়ার নাম লেখ। উঃ রাইজোবিয়াম ৬) নাইট্রোজেন চক্র কাকে বলে ? উঃ যে চক্রাকার পদ্ধতিতে বায়ুমণ্ডলের নাইট্রোজেন প্রাকৃতিক উপায়ে ও জীবাণু দ্বারা আবদ্ধ হয়ে মাটিতে মেশে ও সেখান থেকে জীবদেহে প্রবেশ করে এবং জীবদেহ ও মাটি থেকে পুনরায় বায়ুমন্ডলে আবর্তিত হয়, তাকে নাইট্রোজেন চক্র বলে। ৭) অ্যাজোলা কি ? উঃ একপ্রকার জলজ ফার্ণ। ৮) অ্যামোনিফিকেশন কাকে বলে? উঃ মাটিতে অবস্থিত বিয়োজকদের ক্রিয়ার ফলে মৃত জীবদেহের প্রোটিন অংশ প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরে অ্যামোনিয়ায় পরিণত হয়...