একাদশ শ্রেণীর বাংলা কর্তার ভূত রবীন্দ্রনাথ ঠাকুর
কর্তার ভূত রবীন্দ্রনাথ ঠাকুর ১) বুলবুলির ঝাঁক ও বর্গী দলকে মাসি পিসি কি শোনাবেন ? উঃ কৃষ্ণ নাম। ২) কারোর জন্য মাথা ব্যথা ও নেই কারণ কি ? উঃ মাথা নেই তাই মাথা ব্যথাও নেই। ৩) সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটানুরা চলত কিসের মধ্য দিয়ে ? উঃ ঘাসের মধ্য দিয়ে। ৪) অতএব হুঁশিয়ারদের প্রতি উদাসীন থেকে কথাটি কে বলেছেন? উঃ শিরোমনি চূড়ামণি। ৫) ভুতের দেশে ওঝা ডাকার চিন্তা নেই কারন কী ? উঃ এখানে ওঝাকে আগেভাগে ভূতে পেয়ে বসেছে। ৬) হুঁশিয়ার যারা তারাই অসুচি কে বলেছেন ? উঃ শিরোমনি চুরামণী। ৭) কর্তার ভূত গল্পটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উঃ লিপিকা। ৮) ভূতের রাজত্বে অন্ন বস্ত্র না থাকলেও কি থাকে ? উঃ শান্তি থাকে। ৯) কাকে মানলেই সর্বদা ভাবনা থাকে? উঃ ভবিষ্যৎকে। ১০) ভূতগ্রস্থ দেশের লোক কিভাবে চলে? উঃ চোখ বুজে চলে। ১১) বুলবুলিরা কিসের ভয়ে হুঁশিয়ারদের কাছে ঘেসে না? উঃ প্রায়শ্চিত্তের ভয়ে। ১২) শুনে আরো মনে দুঃখ হল দুঃখ হওয়ার কারণ কি ? উঃ দুঃখ হওয়ার কারণ হলো সে মরে গেলে এদের ঠান্ড...