General knowledge 100

General knowledge for competitive exams like ssc bank group-d group-c psc miclenious primary rail etc. You can read this question and answer. I hope you are satisfied this question and answer. If you likes this blogg you can must follow my blogg.

General knowledge,gk for any subjects you can take this blogg.


General knowledge- 100 


 ১. চন্দ্র সূর্যের আকর্ষণে কি হয়?

উঃ জোয়ার ভাটার সৃষ্টি।

২.মানবাধিকার ঘোষণাপত্রে কয়টি ধারা আছে?

উঃ ৪২ টি।

৩.কোন তারিখটি বিশ্ব মানবিক অধিকার দিবস হিসাবে পালিত হয় ?

উঃ ১০ই ডিসেম্বর।

৪.সুয়েজ সংকট এর সময় জাতিপুঞ্জের মহাসচিব কে ছিলেন?

উঃ দ্যগ হ্যামারসিল্ড।

৫.এশিয়া কাপ হকি খেলার সর্বোচ্চ সংখ্যক গোল দেয় কোন দেশ?

উঃ পাকিস্তান ১৭ গোল।

৬.কোন সাহিত্যিকের রচনাতে হ্যান্ডবলের কথা উল্লেখ আছে ?

উঃ হোমারের ইলিয়ড ও ওডিসিতে।

৭.বাস্কেটবল এর ও ভলিবলের জন্ম কোন দেশে হয়েছিল ?

উঃ মার্কিন যুক্তরাষ্ট্রে।

৮.মাদার অব অল গেমস কোন খেলাকে বলা হয়?

উঃ জিমন্যাস্টিক।

৯.সৈয়দ হালিম কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?

উঃ পুরুষদের ইন্টারন্যাশনাল টেবিল টেনিস এর দলগত চ্যাম্পিয়নশিপ।

১০.সত্যমেব জয়তে উক্তিটি কোন গ্রন্থ থেকে গৃহীত?

উঃ মুন্ডক উপনিষদ।

১১.দাদরা ও নগর হাভেলির রাজধানীর নাম কি?

উঃ সিলভাসা।

১২.ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিলেন?

উঃ গুলজারিলাল নন্দ।

১৩.নেপালের পবিত্র নদী কোনটি?

উঃ সেতি।

১৪.জুভেনিস কার ছদ্মনাম ?

উঃ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর।

১৫.সানিয়া মির্জা কোন খেলার সঙ্গে যুক্ত?

উঃ টেনিস।

১৬.ভারতের কোন সংস্থার সবচেয়ে বড় টেলিকম অপারেটর আছে?

উঃ BSNL ।

১৭.জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় ?

উঃ ২৮ শে ফেব্রুয়ারি।

১৮.বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় ?

উঃ ৭ই এপ্রিল।

১৯.ভারতের সর্বপ্রথম বারুদ ব্যবহার করেন কে?

উঃ বাবর।

২০.অ্যামিবার রেচন অঙ্গের নাম কি?

উঃ সংকোচনশীল গহ্বর।

২১.বৃক্কের গঠন ও কার্যগত এককের নাম কি?

উঃ নেফ্রন।

২২.রাজতরঙ্গীনীর এর রচয়িতা কে ?

উঃ কলহন।

২৩.বিদ্যুৎ পরিমাণের একক কি ?

উঃ কুলম্ব।

২৪.বিদ্যুৎ প্রবাহের একক কি?

উঃ অ্যাম্পেয়ার।

২৫.রণাথাম্বার ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত ?

উঃ রাজস্থানে।

২৬.বোম্বেহাই কিসের জন্য বিখ্যাত ?

উঃ তৈল উৎপাদনের জন্য।

২৭.১৮৫৭ এর কানপুর বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে?

উঃ নানা সাহেব।

২৮.গীতা শেঠি কোন খেলার সঙ্গে সংযুক্ত ?

উঃ বিলিয়ার্ড।

২৯.আমেরিকার স্বাধীনতা নিশ্চিত হয়েছিল কোন চুক্তির দ্বারা?

উঃ প্যারিসের সন্ধি।

৩০.ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয় কবে?

উঃ ১৯১১ সালে।

৩১.এশিয়ার মধ্যে প্রথম কোন দেশ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য হয়?

উঃ দক্ষিণ কোরিয়া।

৩২.প্রথম বিশ্ব ভ্রমণ করেন কোন ব্যক্তি?

উঃ ম্যাজেলান।

৩৩."কুইন বেরি রুল" কোন খেলার সঙ্গে সম্পর্কযুক্ত ?

উঃ বক্সিং।

৩৪.হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত?

উঃ মুসি।

৩৫.সবচেয়ে শীতল স্রোত কোনটি ?

উঃ ল্যাব্রাডর।

৩৬.জাপানের রাজধানী টোকিওতে কোন দ্বীপ অবস্থান করেছে ?

উঃ উহনসু।

৩৭.আলোমতি বাঁধ কোন নদীর উপর দেওয়া হয়েছে?

উঃ কৃষ্ণা।

৩৮.লন্ডন কোন নদীর তীরে অবস্থিত?

উঃ টেমস।

৩৯.উপনিষদ কি?

উঃ দর্শন শাস্ত্র।

৪০.নক্ষত্র কি ধরনের বস্তু?

উঃ সপ্রভ বস্তু।

৪১.পক্ষী সম্বন্ধীয় বিদ্যাকে কি বলে ?

উঃ অরনিথোলজি।

৪২.পবিত্র দেশ কাকে বলা হয়?

উঃ প্যালেস্টাইন কে।

৪৩.বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়?

উঃ নবদ্বীপকে।

৪৪.নোটাঙ্কি কোন রাজ্যের নাচ?

উঃ বিহার।

৪৫.এস. বালাচন্দ্রম কিসের সঙ্গে জড়িত ?

উঃ সেতার বাদক।

৪৬.কুচিপুড়ি কোন দেশের নাচ?

উঃ তামিলনাড়ু।

৪৭.পৃথিবীর বৃহত্তম জাদুঘর কোনটি?

উঃ ব্রিটিশ মিউজিয়াম।

৪৮.প্যাসেজ টু ইন্ডিয়া কার লেখা ?

উঃ ই. এম. ফাস্টার।

৪৯.কন্যাদান কার লেখা ?

উঃ বিজয় তেন্ডুলকরের।

৫০.দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত বছর ধরে চলেছিল?

উঃ সাত বছর।

৫১.সরিষা উৎপাদনে প্রথম রাজ্য কোনটি?

উঃ উত্তর প্রদেশ।

৫২.রাজ্য পুনর্গঠনে কোন রাজ্যটির আয়তন সবচেয়ে কমেছে?

উঃ বিহারের।

৫৩.খাজুরাহো কোন রাজ্যে অবস্থিত?

উঃ ছত্রিশগড়।

৫৪.থর মরুভূমি পৃথিবীর কততম মরুভূমি ?

উঃ দশম।

৫৫.নীলগিরি কি ধরনের পর্বত?

উঃ ক্ষয়জাত।

৫৬.টাইফুন কোন অঞ্চলের ঘূর্ণবাত ?

উঃ চীন সাগরের।

৫৭.গঙ্গার সমস্ত উপনদী ও শাখা নদী গুলির মধ্যে শ্রেষ্ঠ কোনটি ?

উঃ যমুনা।

৫৮.ভারতের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত ?

উঃ কোচিনে।

৫৯.কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত ?

উঃ এলাহাবাদে।

৬০.দাহানা কাকে বলা হয় ?

উঃ বালিয়াড়িকে।

৬১.পৃথিবীর গভীরতম খাত কোন মহাসাগরে অবস্থিত ?

উঃ প্রশান্ত মহাসাগরে।

৬২.লাক্ষাদ্বীপ কোথায় অবস্থিত ?

উঃ আরব সাগরে।

৬৩.কোথায় সব থেকে কম বৃষ্টিপাত হয় ?

উঃ জয়সলমীর।

৬৩.এইডস রোগের কারণ কি ?

উঃ HIV ভাইরাস।

৬৪.দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম কি ?

উঃ সি এফ এনড্রুজ।

৬৫.হিমোগ্লোবিন কি ?

উঃ লৌহ ও প্রোটিন যুক্ত শ্বাস রঞ্জক পদার্থ।

৬৬.বাড়িতে আদ্রতা বাড়লে বাষ্পীভবন কেমন হয় ?

উঃ ধীরে হয়।

৬৭.প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় কবে ?

উঃ ১৯৮৪ সালে।

৬৮.ন্যাটোর সদর দপ্তর কোথায় ?

উঃ ব্রাসেলস।

৬৯.জাপানিদের ফুল সাজানোর শিল্পটিকে কি বলা হয় ?

উঃ ইকেবানা।

৭০.সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে ?

উঃ লোহিত সাগর ও ভূমধ্যসাগর।

৭১.ভারতের অর্থনৈতিক রাজধানী কোনটি ?

উঃ মুম্বাই।

৭২.দিল্লি কেন্দ্র শাসিত অঞ্চল হয় কবে ?

উঃ ১৯৫৬ সালে।

৭৩.কুকুরের ঘাম নিঃসরণ গ্রন্থি কোনটি ?

উঃ জিহ্বা।

৭৪.কোন প্রাণীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ফাঁপা ?

উঃ মাছ।

৭৫.হাইড্রার গমন অঙ্গ কি ?

উঃ কর্ষিকা।

৭৬.মাছের হৃদপিন্ডে কয়টি প্রকোষ্ঠ ?

উঃ দুটি।

৭৭.জীনের প্রধান উপাদান কি ?

উঃ ডি এন এ।

৭৮.আমাদের দেহে সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি ?

উঃ প্লীহা।

৭৯.একটি আমেরুদন্ডী জীবন্ত জীবাশ্মের নাম কি ?

উঃ লিমুলাস।

৮০.অন্তক্ষরা গ্রন্থি কোনটি ?

উঃ থাইরয়েড।

৮১.মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ কোনটি ?

উঃ গুরু মস্তিষ্ক।

৮২.শরীরের কোন অংশে পাচিত খাদ্য শোষিত হয়?

উঃ ক্ষুদ্রান্তের যেজুনামে।

৮৩.রক্তবিহীন কোমল ভারবাহী কলা কে কি বলে? 

উঃ তরুণাস্থি।

৮৪.এনার্জি কারেন্সি কাকে বলে?

উঃ ATP কে।

৮৫.জেনেটিক্স শব্দের অবতারণা কে করেন?

উঃ মেন্ডেল।

৮৬.নোবেলজয়ী কোন সাহিত্যিক আফ্রিকার ন্যাশনাল কংগ্রেসের সদস্য?

উঃ নাদিম সারডিমার।

৮৭.এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে ?

উঃ হরিসেন।

৮৮.পৃথিবী সূর্যের সবচেয়ে নিকট অবস্থান করে কবে?

উঃ ৩ জানুয়ারি।

৮৯.তামিলনাড়ুর প্রধান উৎসব কি?

উঃ পঙ্গল।

৯০.মাদ্রাজের নতুন নাম হয় চেন্নাই কত সালে?

উঃ ১৮৯৬ সালে।

৯১.পৃথিবীর দ্বিতীয় তথা ভারতের দীর্ঘতম সমুদ্রতট কোনটি?

উঃ মারিনা।

৯২.দক্ষিণ তামিলনাড়ুর কোন অংশকে মিনি জাপান বলে বলে?

উঃ শিবকাশি।

৯৩.জার্মপ্লাজম তত্ত্বের অবতারণা কে করেন?

উঃ ভাইসম্যান।

৯৪.ফুসফুসের মোড় পায় ধারণ ক্ষমতা কত?

উঃ ৬০০০ml ।

৯৫.তাতামিলনাড়ুর কলাপক্কমে অবস্থিত পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নাম কি ?

উঃ কামিনি।

৯৬.প্রাচীনকালে উড়িষ্যার নাম কি ছিল ?

উঃ কলিঙ্গ।

৯৭.মেরুজ্জোতি কোথায় দেখা যায় ?

উঃ আয়নমণ্ডলে।

৯৮.আয়ন মন্ডল এর নিচের স্তর কে কি বলে ?

উঃ মেসোস্ফিয়ার।

৯৯. মাছের লার্ভা কে কি বলে?

উঃ ম্যাগট।

১০০. উপদ্বীপ সমূহের উপদ্বীপ বলা হয় কাকে?

উঃ ইউরোপ মহাদেশকে।






























Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)