বাঙালির ভাষা শিল্প ও সংস্কৃতি

 বাঙালির ভাষা শিল্প ও সংস্কৃতির ইতিহাস 

বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস 

      বাঙালির বিজ্ঞান চর্চা


১) বাঙালি বিজ্ঞানের ইতিহাসে প্রফুল্ল চন্দ্র রায়ের অবদান লেখ। 

উঃ যেসব বাঙালি বিজ্ঞানীরা বাংলা সাহিত্যের ইতিহাসে অবদান রেখে গেছেন তাদের মধ্যে অন্যতম হলেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। শিক্ষা জীবন শেষ করার পর তিনি প্রেসিডেন্সি কলেজে সহকারী অধ্যাপক হিসাবে যোগ দেন। ফলে শুরু হয় তার শিক্ষক ও গবেষক জীবন। ১৯৩৭ সালে ৭৫ বছর বয়সে তিনি যখন পরিপূর্ণ অবসর নিতে চাইলেন তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাকে এমেরিটাস অধ্যাপক হিসাবে রসায়নের গবেষণা কর্মের সঙ্গে যুক্ত রাখেন।

              বিজ্ঞান কলেজে যোগ দিয়ে তার প্রথম মৌলিক গবেষণা হল, খাবারে ভেজাল নির্ণয়ের রাসায়নিক পদ্ধতি উদ্ভাবন সংক্রান্ত। তার যুগান্তকারী আবিষ্কার মারকিউরাস নাইট্রাইট। এছাড়া পারদ সংক্রান্ত ১১ টি মিশ্র ধাতু আবিষ্কার করে তিনি রসায়ন জগতে বিস্ময় সৃষ্টি করেন। গবাদি পশুর হাড় পুড়িয়ে তাতে সালফিউরিক অ্যাসিড যোগ করে তিনি সুপার ফসফেট অব লাইম তৈরি করেন। শুধু গবেষণা নয়, গবেষণার ফল কাজে লাগানোর জন্য তিনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে মানুষকে উদ্বুদ্ধ করেন। তিনি প্রতিষ্ঠা করেন বেঙ্গল কেমিক্যাল এন্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস।

           পরিশেষে বলা যায়,১৯২৪ খ্রিস্টাব্দে তার প্রেরণায় এবং অর্থ সাহায্যে ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়। জাতীয় শিক্ষা এবং শিল্প উদ্যোগের ক্ষেত্রে তিনি অকৃপণভাবে সাহায্য করেন। বাংলা ভাষার বিজ্ঞান চর্চা প্রবর্তনের একজন প্রধান উদ্যোক্তা হিসাবে তিনি স্মরণীয় হয়ে আছেন। তিনি বাঙালির মস্তিষ্ক ও তাহার অপব্যবহার, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি প্রভৃতি গ্রন্থ রচনা করেন।

২) বাঙালি বিজ্ঞান চর্চায় মেঘনাদ সাহার অবদান লেখ।

উঃ 


Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)