General knowledge all competitive exams hundred pices

General knowledge 100

Bengali version competitive exams question and answer hundred pices.you can grow merit question and answer.

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রশ্ন ও উত্তর 


১. সিন্ধু নদীর উৎপত্তিস্থল কোথায়?

উঃ কৈলাস পর্বত।

২.কর্নাটকের কোন শহরকে উদ্যাননগর বলা হয়?

উঃ ব্যাঙ্গালোর কে।

৩.রক্তের রং লাল হয় কেন?

উঃ হিমোগ্লোবিন থাকে বলে। 

৪.লোহিত রক্তকণিকা কত দিন কার্যকরী থাকে?

উঃ ১২০ দিন।

৫.রক্তকণিকা কয় প্রকারের হয়?

উঃ তিন প্রকারের।

৬.মহাভারতের পুরানো নাম কি?

উঃ জয়া।

৭.ভজ গোবিন্দ কে রচনা করেন ?

উঃ দয়ানন্দ সরস্বতী।

৮.শিখদের শেষ গুরু কে ?

উঃ গুরু গোবিন্দ সিংহ।

৯.ভারতের সোনার নদী কোনটি ?

উঃ গঙ্গা।

১০.পার্শীদের ধর্মগ্রন্থ কি ?

উঃ জেন্দাবেস্তা।

১১.উপনিষদের সংখ্যা কয়টি ?

উঃ বারোটি

১২. ২৪ তম জৈন তীর্থঙ্কর কে?

উঃ মহাবীর।

১৩.বৌদ্ধদের ধর্মগ্রন্থের ভাষা কি?

উঃ বাংলা।

১৪.মৌলিক অধিকার গুলি সংবিধানের কোন অধ্যায়ে সংকলিত হয়েছে ?

উঃ তৃতীয়।

১৫.দেবদাস গ্রন্থের রচয়িতা কে?

উঃ শরৎচন্দ্র।

১৬.হিরাকুদ কোন নদীর উপর অবস্থিত?

উঃ মহানদী।

১৭.ম্যাডোনা চিত্রটির অঙ্কন শিল্পী কে?

উঃ রা্ফায়েল। 

১৮.কোন রাজ্য ভেঙে ছত্রিশগড় রাজ্যের সৃষ্টি করা? হয়েছে

উঃ মধ্যপ্রদেশ।

১৯.টোডাস উপজাতি কোন রাজ্যে বসবাস করে?

উঃ তামিলনাড়ু।

২০.ভারতবর্ষের প্রথম মহিলা আইপিএস অফিসার কে?

উঃ কিরণ বেদী।

২১.রামনিধি গুপ্ত কি নামে বিখ্যাত?

উঃ নিধুবাবু।

২২.বিশুদ্ধ HNO3 এর রং কি ?

উঃ বর্ণহীন। 

২৩.খাদ্যের হজম হওয়া কিরূপ পরিবর্তন ?

উঃ রাসায়নিক পরিবর্তন।

২৪.ডি ফবেস্ট যে নতুন তড়িৎদ্বারের প্রবর্তন করেছিলেন তার নাম কি ?

উঃ গ্রিড।

২৫.রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন?

উঃ বিবেকানন্দ।

২৬.সর্বাধিক জেলা কোন রাজ্যে আছে?

উঃ উত্তর প্রদেশ।

২৭.কোলেস্টেরল কি?

উঃ একপ্রকার লিপিড।

২৮.গাগার্ডেন সিটি অব ইন্ডিয়া কোন নগরীকে বলে ?

উঃ ব্যাঙ্গালোর।

২৯.উত্তর গোলার্ধে কোন দিনটি সবথেকে ছোট?

উঃ ২২ শে ডিসেম্বর।

৩০.সাইলক চরিত্র সৃষ্টি করেছিলেন কে?

উঃ শেক্সপিয়ার।

৩১.মুজট্যাগ অ্যাটা কোন দেশের পর্বত শীর্ষ ?

উঃ চীনের।

৩২.Broken wing গ্রন্থটি কার রচিত ?

উঃ সরোজিনী নাইডু।

৩৩.থার্মোমিটার কে আবিষ্কার করেন?

উঃ গ্যালিলিও।

৩৪.শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন?

উঃ হর্ষবর্ধন।

৩৫.স্কুপ কোন খেলার সঙ্গে যুক্ত ?

উঃ হকি।

৩৬.পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদের নাম কি ?

উঃ সুপিরিয়র হ্রদ।

৩৭.ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উঃ প্যারিসে।

৩৮.অলিম্পিক রঙের পাঁচটি রং এর মধ্যে লাল রংটি কি?

উঃ আমেরিকা।

৩৯.পাথরের বুকে ড্রিলিং করার জন্য কোন খনিজ ব্যবহার করা হয়?

উঃ ল্যাটেরাইট।

৪০.ভিয়েতনামের রাজধানীর নাম কি?

উঃ হ্যানয়।

৪১.টাংস্টেন স্টিলে কত পার্সেন্ট টাংস্টেন থাকে ?

উঃ ১৮%।

৪২.কোন গভর্নর জেনারেলের আমলে ঠগীরা দমিত হয়েছিল?

উঃ বেন্টিঙ্ক।

৪৩.এশিয়াডে সোনা জয়ী প্রথম ভারতীয় মহিলা কে?

উঃ কমলজিত সান্ধু।

 ৪৪.সব থেকে বড় তৈল শোধনাগারের নাম কি?

কয়ালী।

৪৫.উঃ অ্যানিমিয়া রোগ কিসের অভাবে হয় ?

উঃ লোহিত রক্তকণিকার।

৪৬.পিচোলা হ্রদ কোথায় অবস্থিত ?

উঃ উদয়পুরে।

৪৭.উজ্জ্বল গ্রহ কোনটি?

উঃ শুক্র।

৪৮.লোকসভার সদস্যদের নির্বাচিত হবার জন্য নূন্যতম বয়স কত হতে হবে?

উঃ ২৫ বছর।

৪৯."Central rice research institute" কোথায় অবস্থিত?

উঃ কটকে।

৫০.বাবর কোন ভাষায় নিজের আত্মজীবনী লিখেছিলেন?

উঃ তুর্কি।

৫১.রবীন্দ্রনাথ নাইট হুড উপাধি পান কোন সালে ?

উঃ ১৯১৬ সালে।

৫২.কোন ভিটামিনের অভাবে রক্ত তঞ্চিত হয় না?

উঃ ভিটামিন K ।

৫৩.পৃথিবীর আবর্তনের পরীক্ষামূলক প্রমাণ দেন কে?

উঃ গ্যালিলিও।

৫৪.প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়?

উঃ দিল্লিতে।

৫৫.ম্যাম্যাগনেট লাইন কোন দুটি দেশের মধ্যে সীমান্ত রেখা?

উঃ ফ্রান্স ও জার্মানি।

৫৬.দিল্লি চলো স্লোগান কে দেন?

উঃ নেতাজি সুভাষচন্দ্র বসু।

৫৭.অমৃতসর কে প্রতিষ্ঠা করেন?

উঃ গুরু রামদাস।

৫৮.সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা কে?

উঃ দয়ানন্দ সরস্বতী।

৫৯.তুলসী দাসের রামায়ণের নাম কি ?

উঃ রামচরিত মানষ। 

৬০.সংগীত সার কে লিখেছিলেন ?

উঃ তানসেন।

৬১.জয়হীন্দ সম্বোধন বলা চালু করেছিলেন কে ?

উঃ সুভাষচন্দ্র বসু।

৬২.সুশ্রুত সংহিতা কি ?

উঃ ঔষধের গবেষণা।

৬৩.রোমানদের ভাগ্য দেবীর নাম কি?

উঃ ফরচুন।

৬৪.ভারতের সর্বোচ্চ জলসেচ সেবিত রাজ্য কোনটি ?

উঃ পাঞ্জাব।

৬৫.কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়?

উঃ জাপানকে।

৬৬.পঞ্চম বেদ নামে পরিচিত কি ?

উঃ মহাভারত।

৬৭.মোট পুরানো সংখ্যা কয়টি?

উঃ 18 টি।

৬৮.কোন বিভাগের রক্তকে সর্বজনীন দাতা বলা হয়?

উঃ 'ও' বিভাগের রক্তকে।

৬৯.রক্ত তঞ্চন কাকে বলে?

উঃ শরীরের বাইরে রক্ত জমাট বেঁধে যাওয়াকে।

৭০.প্রথম রোবট কে তৈরি করেছিলেন?

উঃ উইলিয়াম সেওয়ার্ড ব্যারেজ।

৭১.আয়োডিনের বাষ্পের রং কি ?

উঃ বেগুনি।

৭২.পৃথিবীর বৃহত্তম জাদুঘরের নাম কি?

উঃ লন্ডনের অ্যালবাট মিউজিয়াম।

৭৩.ঔষধের জনক কাকে বলা হয়?

উঃ হিপোক্রিটাস কে।

৭৪.মৌর্য সাম্রাজ্য স্থাপন করেন কে?

উঃ শ্রী গুপ্ত।

৭৫.গঙ্গার উৎপত্তি হয় কোথা থেকে?

উঃ গঙ্গোত্রী থেকে।

৭৬.এশিয়ার আলো বলা হয় কাকে?

উঃ গৌতম বুদ্ধকে।

৭৭.কোন দেশে প্রথম দাবা খেলা চালু হয়?

উঃ ভারতে।

৭৮.কালো মুক্তা নামে বিখ্যাত কে ?

উঃ পেলে।

৭৯.পৃথিবীর প্রাচীনতম খেলা কি?

উঃ পোলো।

৮০.আমেরিকার জাতীয় খেলা কি?

উঃ বেসবল।

৮১.মেজর ধ্যানচাঁদ কিসের সঙ্গে যুক্ত?

উঃ হকির সঙ্গে।

৮২.নকআউট কথাটি যুক্ত কিসের সঙ্গে?

উঃ বক্সিং এর সঙ্গে।

৮৩.প্রথম ভারতীয় মহিলা হিসেবে এভারেস্টে কে ওঠেন?

উঃ বাচেন্দ্রি পাল।

৮৪.টেস্ট ক্রিকেটে প্রথম দশ হাজার রান করেন কে?

উঃ সুনীল গাভাস্কার।

৮৫.সবচেয়ে কম বয়সে টেস্ট ক্রিকেটে শত রান করেন কে?

উঃ মোহাম্মদ আশরাফুল।

৮৬.ইন্দিরা গান্ধী গোল্ডকাপ কিসের সাথে যুক্ত ?

উঃ ফুটবলের সাথে।

৮৭.আগাখান গোল্ডকাপ কিসের সঙ্গে যুক্ত?

উঃ মহিলা ফুটবলের সঙ্গে।

৮৮.প্রথম ভারতীয় হিসাবে দাবায় গ্র্যান্ডমাস্টার হয় কে?

উঃ বিশ্বনাথ আনন্দ।

৮৯.বাস্কেট খেলায় প্রত্যেক দলে কতজন থাকে ?

উঃ পাঁচজন।

৯০.হরমোন উৎপাদনকারী গ্রন্থি গুলি কে কোন গ্রন্থি বলে ?

উঃ অন্তক্ষরা গ্রন্থী।

৯১..ইনসুলিনের অভাবে কোন রোগ হয়?

উঃ ডায়াবেটিস মেলাইটিস।

৯২.পিটুইটারি কম ক্ষরণের জন্য কি হয় ?

উঃ বামনত্ব প্রাপ্ত হয়।

৯৩.প্রথম মহিলা জাতীয় স্নুকার চ্যাম্পিয়ন কে হয় ?

উঃ জুডি অয়ালি।

৯৪.কোন ভারতীয় খেলোয়ার সমস্ত ইনিংস ধরে ব্যাট ধরে থাকতেন?

উঃ ভীনুমান কর।

৯৫.প্রথম ভারতীয় দাবারক হিসাবে কে বিশ্ব চ্যাম্পিয়ন পরাজিত করেন?

উঃ সুলতানে খান।

৯৬.ম্যাডিসন স্কয়ার গার্ডেন কথাটি কিসের সঙ্গে যুক্ত ?

উঃ বক্সিং এর সঙ্গে।

৯৭.আমাদের শরীরে মোট হাড়ের সংখ্যা কত?

উঃ ২০৬ টি।

৯৮.ভারতের প্রথম খনিজ তেল উৎপাদন কেন্দ্র কোনটি?

উঃ সাগর সম্রাট।

৯৯.টেনিস বলের ব্যাস কত ?

উঃ ৬৭ মিমি।

১০০. দিব্যেন্দু বড়ুয়া কিসের সঙ্গে যুক্ত?

উঃ দাবার সঙ্গে।


Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)