General knowledge 100

 General knowledge -100

All subjects gk or general knowledge for all competitive exams like ssc bank group-d group-c psc miclenious primary rail etc.

     জেনারেল নলেজ 

        সাধারণ জ্ঞান 


১.কোন জলে জাহাজ দ্রুত চলে?

উঃ উষ্ণ গরম জলে।

২.'টারজান' কথার অর্থ কি ?

উঃ সাদা চামড়া।

৩.ভারতীয় নৌ-দিবস কবে পালিত হয় ?

উঃ ৪ ঠা ডিসেম্বর।

৪.সেনা দিবস কবে পালিত হয় ?

উঃ ১৫ ই জানুয়ারি।

৫.কোন দেশকে "cockpit of Europe" নামে অভিহিত করা হয় ?

উঃ বেলজিয়াম।

৬.M.K.S. পদ্ধতিতে বলের একক কি ?

উঃ নিউটন।

৭.মৃত্তিকার প্রধান উপাদান কি?

উঃ শিলা চূর্ণ।

৮.অফসেট প্রিটিং এর আবিষ্কর্তা কে ?

উঃ স্টিফেনসন।

৯.পাবলো পিকাসো কে ছিলেন?

উঃ চিত্রশিল্পী।

১০.আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?

উঃ প্যারিসে।

১১. 'সারে জাহা সে আচ্ছা' গানটির রচয়িতা কে?

উঃ ইকবাল।

১২.বিশ্বের কোন বিশ্ববিদ্যালয় এর বাড়ি সবচেয়ে বড়?

উঃ মস্কো বিশ্ববিদ্যালয়।

১৩.পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি?

উঃ নীলনদ।

১৪.শুধু একটি বছর ছায়াছবির পরিচালক কে?

উঃ উত্তম কুমার।

১৫.গদর পার্টির প্রতিষ্ঠাতা কে?

উঃ লালা হরদয়াল সিংহ।

১৬.পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন?

উঃ অপরাজিত বর্মন।

১৭.টাইফয়েড রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি?

উঃ সালমোনেলা টাইফোসা।

১৮.ল্যাব্রাডার স্রোত কোন সাগর থেকে উৎপত্তি হয়েছে?

উঃ সুমেরু মহাসাগর থেকে।

১৯.কাথিয়াবাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উঃ গোরক্ষনাথ।

২০.ঘানা দেশটি কি নামে পরিচিত ?

উঃ শ্বেতাঙ্গদের কবরখানা।

২১.ভিয়েতনামের রাজধানীর নাম কী ?

উঃ হ্যানয়।

২১.কোন শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সব সময় এক অপেক্ষা কম হয়?

উঃ তৃতীয় শ্রেণীর।

২২.ওয়াট কিসের একক ?

উঃ ক্ষমতার একক।

২৩.ধাতব ট্রাম লাইনে কত ভোল্ট থাকে ?

উঃ শূন্য ভোল্ট।

২৪.গোল্ড কষ্টের বর্তমান নাম কি?

উঃ ঘানা।

২৫.ইংল্যান্ডের জাতীয় ফুলের নাম কি?

উঃ গোলাপ।

২৬.দ্য গ্রেটার কমন গুড কার লেখা?

উঃ অরুন্ধতী রায়। 

২৭.কাব্যমীমাংসা কে লিখেছিলেন ?

উঃ অমোঘ।

২৮.পৃথিবীর গভীরতম খাদের নাম কি?

উঃ মারিয়ানা।

২৯.কে দেশপ্রাণ নামে পরিচিত?

উঃ বীরেন্দ্রনাথ শাসমল।

৩০.কাকাবাবু কার ছদ্মনাম নাম ?

উঃ প্রভাত কিরণ বসুর।

৩১.ভারতের কোন ধারায় অস্পৃশ্যতা দূর করা হয়েছে?

উঃ ১৭ নম্বর ধারায়।

৩২.একটি পদার্থের নাম কী যেখানে ভৌত ও রাসায়নিক পরিবর্তন একসঙ্গে ঘটে ?

উঃ মোমের দহন।

৩৩.রামেশ্বরম কি জন্য বিখ্যাত?

উঃ তীর্থক্ষেত্র।

৩৪.সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন কে?

উঃ ম্যাকডোনাল্ড।

৩৫.ভারতের সবচেয়ে বড় সিংহ দরজা কোনটি?

উঃ বুলন্দ দরওয়াজা।

৩৬.মিকি মাউসের স্রষ্টা কে?

উঃ ওয়াল্টডিজনি।

৩৭.গান্ধী চলচ্চিত্র কত সালে অস্কার পেয়েছিলো ?

উঃ ১৯৮২ সালে।

৩৮.কবিরাজমার্গ বইটি কে লিখেছিলেন?

উঃ অমোঘ সেন।

৩৯.হোল কোন খেলায় ব্যবহৃত শব্দ ?

উঃ গলফ।

৪০.পৃথিবীর মধ্যে দীর্ঘতম রেল ব্রিজ কোনটি?

উঃ আমেরিকার ধর্ম হিউয়েন পিলং ব্রিজ।

৪১.ভিনিগার কি জাতীয় যৌগ ?

উঃ অ্যাসিটিক অ্যাসিড।

৪২.জুভেনাইল হরমোন এর উৎসস্থল কোথায় ?

উঃ পতঙ্গদের দেহে।

৪৩.জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়?

উঃ ১৯০৬ সালে।

৪৪.একটি অ্যারোমেটিক যৌগের নাম কি?

উঃ টলুইন।

৪৫.জিব্রাল্টারের ভিন্ন নাম কি?

উঃ ভূমধ্য সাগরের চাবি।

৪৬.স্টোরি অফ মাই লাইফ গ্রন্থের লেখক কে?

উঃ মোরারোজি দেশাই।

৪৭.বর্মার নতুন নাম কি ?

উঃ মায়ানমার।

৪৮.প্রতি ১০০ বছরে পৃথিবীর তাপমাত্রা কতটা বেড়েছে?

উঃ প্রায় এক ডিগ্রি সেলসিয়াস।

৪৯.টেবিল টেনিস এর আগের নাম কি?

উঃ পিং পং।

৫০.রাজা হরিশচন্দ্র ছবিটি তৈরি করেন কে?

উঃ দাদাসাহেব ফালকে।

৫১.রক্তের তরল অংশকে কি বলা হয়?

উঃ রক্তরস বা প্লাজমা।

৫২.জুলিয়াস সিজারের সঙ্গে যুক্ত কোন খেলা?

উঃ দাবা।

৫৩.মহেঞ্জোদারো কথার অর্থ কি?

উঃ মৃতের উপত্যকা।

৫৪.মহাকবি কালিদাস কয়টি মহাকাব্য লেখেন?

উঃ দুটি।

৫৫.প্রতিমা নাটক কে লিখেছিলেন?

উঃ ভাস।

৫৬.শেক্সপিয়ারের শেষ নাটক কোনটি?

উঃ দ্য টেম্পেস্ট।

৫৭.বিনয় পত্রিকার লেখক কে?

উঃ তুলসী দাস।

৫৮.অমৃতা সাইগল কিসের জন্য বিখ্যাত ?

উঃ ছবি আঁকায়।

৫৯.ওভোলোজি কি ?

উঃ পাখিদের ডিম নিয়ে গবেষণা।

৬০.অভ্র উৎপাদনে প্রথম কোন রাজ্য?

উঃ বিহার।

৬১.নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?

উঃ বিহারে।

৬২.আঙ্কর ভাট কিসের জন্য বিখ্যাত?

উঃ বিষ্ণুমন্দির হিসাবে। 

৬৩.কনিষ্কের দ্বিতীয় রাজধানী কোনটি ?

উঃ মথুরা।

৬৪.ওস্তাদ আলী আকবর খান কি বাজাতেন ?

উঃ সরোদ।

৬৫.ম্যাঙ্গানিজ উৎপাদনে সেরা রাজ্য কোনটি ?

উঃ উড়িষ্যা।

৬৬.কুতুব মিনারের উচ্চতা কত?

উঃ ২৩৪ ফুট।

৬৭.চারমিনার কোথায় অবস্থিত?

উঃ হায়দ্রাবাদে।

৬৮.একমাত্র ভারতীয় যিনি অস্কার লাইফটাইম পুরস্কার পেয়েছিলেন তিনি কে?

উঃ সত্যজিৎ রায়।

৬৯.প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কবে?

উঃ ১৯৫১ সালে।

৭০.সন্তানকে কখনো বাবা আবার কখনো মায়ের মত দেখতে হয় কেন?

উঃ সন্তানের ২৩ জোড়া ক্রোমোজোম তৈরি হয় বাবা-মায়ের ২৩ টি করে ক্রোমোজোমের মিলনে।

৭১."বোকার সবচেয়ে ভালো সন্তুষ্টি হল সে নিজেই সন্তুষ্ট থাকে " এ কথা কে বলেছিলেন ?

উঃ নেপোলিয়ন।

৭২.কোন বাঙালি ইংরেজি কবিতা লিখে বিখ্যাত হয়েছিলেন?

উঃ তরু দত্ত।

৭৩.রাজ কাপুর এর কাছে প্রধান প্লেব্যাক গায়ক কে ছিলেন ?

উঃ মুকেশ।

৭৪.চাণক্য সেন কার ছদ্মনাম ?

উঃ ভবানী সেনগুপ্তের।

৭৫.অশোক কুমার গাঙ্গুলির প্রথম অভিনীত ছবি  কোনটি?

উঃ জীবন নাইয়া।

৭৬.লাইভ ডিভাইন গ্রন্থের লেখক কে?

উঃ অরবিন্দু।

৭৭.নার্গিস দত্তের প্রকৃত নাম কি?

উঃ ফাতেমা এ রশিদা।

৭৮.অপেরা কথার অর্থ কি?

উঃ বিভিন্ন জায়গায় গিয়ে অনুষ্ঠান করা।

৭৯.'পদাতিক' কবি কে?

উঃ সুভাষ মুখোপাধ্যায়।

৮০.অরণ্যের অধিকার কে লিখেছিলেন?

উঃ মহাশ্বেতা দেবী।

৮১.ভারত আবার বিশ্বজয় করবে কে বলেছিলেন?

উঃ স্বামী বিবেকানন্দ।

৮২.প্রথম সিনেমা থিয়েটার কোথায় স্থাপিত হয়?

উঃ পিটার্সবার্গে।

৮৩. চোখে আলো ঢোকে কোথা দিয়ে?

উঃ চোখের মণির মধ্য দিয়ে।

৮৪. অন্ধকারে আমরা দেখতে পাই না কেন?

উঃ অন্ধকারে চোখের রড কোষ সাড়া দেয় না বলে।

৮৫. ইউসিনোফিল কি ধরনের শ্বেত কণিকা?

উঃ দানাদার।

৮৬. ডুবোজাহাজ কে আবিষ্কার করেন?

উঃ বুস ওয়েল ও ক্যাভেবাস।

৮৭. ফার ফ্রম দা ম্যাডিঙ ক্রাউড এর রচয়িতা কে ?

উঃ টমাস হার্ডি।

৮৮. ড্যান্সার ইন দা ডার্ক ছবিটির পরিচালক কে?

উঃ কুরোসিওয়া।

৮৯. কোনো ক্ষেপণাস্তের গতি পথ কেমন?

উঃ উপবৃত্তকার।

৯০. মাইকেল জর্ডন কোন খেলার সঙ্গে যুক্ত?

উঃ বাস্কেটবল।

৯১. দুধ ওয়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

উঃ উত্তর প্রদেশ।

৯২. Diary of Northern Europe কাকে বলা হয়







Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)