General knowledge Bengali language
General knowledge -100
General knowledge (Bengali language) for all subjects for all competitive exams like ssc bank group-d group-c psc miclenious primary rail etc.
GK /General knowledge/sadharon gan/ MCQ question/quitz for all competitions play...
১.শ্রেণীবিভাগের প্রাথমিক একক কী?
উঃ প্রজাতি।
২.থাইল্যান্ডের পূর্ব নাম কি ছিল?
উঃ শ্যাম।
৩.উপরাষ্ট্রপতি কে নির্বাচন করেন?
উঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যরা।
৪.মালদ্বীপের পার্লামেন্টের নাম কি?
উঃ মজলিস।
৫.রানা প্রতাপ এর মৃত্যু হয় কত সালে?
উঃ ১৫৯৭ সালে।
৬.আমাজন নদী অববাহিকা কোন মহাদেশে অবস্থিত?
উঃ দক্ষিণ আমেরিকা।
৭."Birth of Avon" নামে কে পরিচিত?
উঃ শেক্সপিয়ার।
৮.জৈনদের আদি নাম কি ছিল?
উঃ তীর্থঙ্কর।
৯.কোন ভাইসরয়ের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়?
উঃ লর্ড ডাফরিন।
১০.মুখ্য নির্বাচনী কমিশনারের কার্যকাল কত দিনের?
উঃ পাঁচ বছরের জন্য।
১১.উবের কাপ কোন খেলার জন্য বিখ্যাত?
উঃ মহিলা ব্যাডমিন্টন।
১২.প্রতি লিটার সমুদ্র জলে ক্লোরাইড আয়নের পরিমাণ কত?
উঃ ০.০০১ গ্রাম।
১৩.সমুদ্রের তলদেশ কেমন?
উঃ এবরো খেলবো।
১৪.পরস্পর সম্পর্কে যুক্ত কয়েকটি বর্গ সমষ্টি কে কি বলে?
উঃ শ্রেণী।
১৫.কিউবা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত ?
উঃ আটলান্টিক মহাসাগরে।
১৬.ইন্ডিয়া ডিভাইডেড কার রচনা?
উঃ রাজেন্দ্র প্রসাদ।
১৭.মিরান্দ্রা চরিত্রটি কে সৃষ্টি করেছিলেন ?
উঃ শেক্সপিয়ার।
১৮.বিখ্যাত ছবি দি সেভেন সামুরাহে এর পরিচালক কে ছিলেন?
উঃ আকিরা কুরেসাওয়া।
১৯.পতঙ্গ বিষয়ক সংক্রান্ত চর্চা কে কি বলা হয়?
উঃ এনটোমলজি।
২০.প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন?
উঃ সমুক্ষম শেট্টি।
২১.১৯৩৭ সালে ভারত থেকে পৃথক হয় কোন দেশটি ?
উঃ মায়ানমার।
২২.ওয়াটসন কার সহকারী ছিলেন?
উঃ শার্লক হোমস।
২৩.বিখ্যাত কল্প বিজ্ঞানী লেখক কে ?
উঃ আর্থার সি ক্লার্ক।
২৪.এশিয়াটিক লায়ন কোন রাজ্যে দেখা যায়?
উঃ গুজরাটে।
২৫.জ্যামিতির জনক কাকে বলা হয়?
উঃ ইউক্লিড কে।
২৬.গ্রিক শব্দ 'জিয়োক' - এর অর্থ কি ?
উঃ পৃথিবী।
২৭.কে গুরুদেব এবং কবি ছিলেন?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
২৮.তানসেন পুরস্কার কাদের দেওয়া হয়?
উঃ যন্ত্র শিল্পীদের এবং আবৃত্তি শিল্পীদের।
২৯."রঘুবংশম" কার লেখা ?
উঃ কালিদাস।
৩০.আমরা কত রকমের গন্ধ আলাদাভাবে বুঝতে পারি?
উঃ প্রায় দুই হাজার থেকে চার হাজার রকমের গন্ধ।
৩১.কোনারক সূর্য মন্দির কে নির্মাণ করেন?
উঃ প্রথম নরসিংহ বর্মন।
৩২.গীতগোবিন্দ কার লেখা ?
উঃ জয়দেবের লেখা।
৩৩.আদিগন্থ কাদের পবিত্র গ্রন্থ?
উঃ শিখদের।
৩৪."মোনালিসা" ছবিটি কে এঁকেছিলেন ?
উঃ লিওনার্দো দা ভিঞ্চি।
৩৫.অর্থশাস্ত্র কে লিখেছিলেন?
উঃ চাণক্য।
৩৬.বাল্মিকী রামায়ণের খন্ড সংখ্যা কয়টি?
উঃ সাতটি।
৩৭.কোন বিখ্যাত গায়ক মঞ্চের উপর গান গাওয়ার সময় মারা যান?
উঃ মোহাম্মদ রফি।
৩৮.বাবর নামার ভাষা কী ?
উঃ তুর্কি।
৩৯.স্টিল তৈরি করতে কোন ধাতু লাগে?
উঃ লোহা।
৪০.সূর্যের চারিদিকে কোন গ্রহ আসতে ঘোরে?
উঃ প্লুটো।
৪১.সঞ্চিত ব্যাটারীতে কোন ধাতু ব্যবহৃত হয়?
উঃ লেড।
৪২.সবচেয়ে দ্রুতগামী পতঙ্গ কোনটি?
উঃ ক্রান্তীয় আরশোলা।
৪৩.মেয়েদের মাথায় টাক পরে কেন?
উঃ স্ত্রী প্রজনন হরমোনের কম ক্ষরণের জন্য।
৪৪.চুল বড় হয় কেন?
উঃ হেয়ার বাল্বের কোষের সংখ্যা বেড়ে ওঠে বলে।
৪৫.মানবদেহের সবথেকে বড় হাড় কোনটি?
উঃ ফিমার।
৪৬.মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি?
উঃ স্টেপিস।
৪৭.অ্যামিবা কি?
উঃ অ্যামিবা হল একটি প্রোটোজোয়া।
৪৮.মহাকাশচারীর কাছে আকাশের রং কেমন?
উঃ কালো।
৪৯.যে জলে ডয়টেরিয়াম আছে তাকে কি বলে ?
উঃ ভারী জল।
৫০.ব্যারোমিটারে কি মাপা হয়?
উঃ বায়ুর চাপ।
৫১.চোখে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়?
উঃ রেটিনাতে।
৫২.জোয়ারের তরঙ্গের জাপানি নাম কি?
উঃ সুনামি।
৫৩.কোন মশা ম্যালেরিয়া ছড়ায়?
উঃ অ্যানোফিলিস।
৫৪.কোন পাখি একই বাসায় ২০০টির বেশি ডিম পাড়ে ?
উঃ শামুক পাখি।
৫৫.পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেলের নাম কি?
উঃ মোহাম্মদ আলী জিন্না।
৫৬.গাড়ির ব্যাটারি হিসাবে কোন এসিড ব্যবহৃত হয়?
উঃ সালফিউরিক অ্যাসিড।
৫৭.কোন রোগ শিশুদের হাড়ের সংযোগস্থলে আক্রমণ করে?
উঃ রিকেট।
৫৮.ইতালির জাতীয় ফুল কি?
উঃ পদ্ম।
৫৯.চীনের জাতীয় ফুল কী?
উঃ ড্যাফোডিল ফুল।
৬০.লজ্জায় বা রাগে মুখ লাল হয় কেন ?
উঃ লজ্জা বা রাগের সময় শরীরের অ্যাড্রেনালিন হরমোনের ক্ষরণ বেড়ে যায় বলে।
৬১.খাজুরাহো মন্দির কোথায় অবস্থিত?
উঃ মধ্যপ্রদেশে।
৬২.কোন দেশে প্রথম শিল্প বিপ্লব হয়?
উঃ ইংল্যান্ডে।
৬৩.চিদাম্বারাম স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
উঃ মাদ্রাজে।
৬৪.কোন দেশে প্রথম রেনেসাঁস শুরু হয়?
উঃ ইতালিতে।
৬৫.আগ্রা কত সালে প্রতিষ্ঠা হয়?
উঃ ১৫০৬ সালে।
৬৬."সাম্বা" নাচের জন্য বিখ্যাত কোন দেশ ?
উঃ ব্রাজিল।
৬৭.অস্ট্রেলিয়ার জাতীয় খেলার নাম কি?
উঃ ক্রিকেট।
৬৮.ভারতের জাতীয় পতাকায় অশোক চক্রের স্পোক এর সংখ্যা কয়টি?
উঃ 24 টি।
৬৯.ভারতের কোন রাজ্যে মালায়ালাম ভাষায় কথা বলা হয়?
উঃ কেরালা।
৭০.লুইস ব্রেইল অন্ধ হয়ে যান কোন বয়সে?
উঃ ৩০ বছর বয়সে।
৭১.জকি কথাটি কোন খেলার সাথে যুক্ত?
উঃ ঘোড়া দৌড়।
৭২.পৃথিবীর কোন পতাকা যার দুদিকে চিহ্ন ?
উঃ প্যারাগুয়ে।
৭৩.সবচেয়ে বেশিদিন বেঁচে থাকে কোন প্রাণী?
উঃ নীল তিমি।
৭৪.জহরলাল নেহেরুর জন্মদিন কবে?
উঃ ১৪ ই নভেম্বর ১৮৮৯ খ্রিস্টাব্দে।
৭৫.স্যার টমাস রো কবে ভারতে আসেন ?
উঃ ১৬১৫ সালে।
৭৬.পরিবেশ সুরক্ষা আইন কবে চালু হয়?
উঃ ১৯৮৬ সালে।
৭৭.ভারতের দীর্ঘতম ঝুলন্ত সেতুর নাম কি?
উঃ হাওড়া।
৭৮.ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি?
উঃ সিসমোগ্রাফ।
৭৯.দিল্লির সুলতান বংশের প্রথম রাজা কে?
উঃ কুতুবউদ্দিন আইবক।
৮০.শিখদের নবম গুরুর নাম কি ?
উঃ তেগবাহাদুর।
৮১.গ্রেট ওয়ার নামে খ্যাত কোন যুদ্ধ?
উঃ প্রথম বিশ্বযুদ্ধ।
৮২.কলিঙ্গ যুদ্ধে জয়লাভ করে কে?
উঃ অশোক।
৮৪.স্বত্ববিলোপ নীতি চালু করেন কে?
উঃ ডালহৌসি।
৮৪.মধ্য রাত্রের সূর্যের দেশ বলা হয় কাকে?
উঃ নরওয়েকে।
৮৫.পৃথিবীর ছাদ নামে পরিচিত কে?
উঃ পামির মালভূমি।
৮৬.ভারতের প্রথম উপগ্রহ পাঠানো হয় কার নামে?
উঃ আর্য ভট্ট।
৮৭.বিশ্বের প্রাচীনতম ধর্ম কোনটি?
উঃ হিন্দু।
৮৮. "সত্যার্থ প্রকাশ" বইটি কার লেখা?
উঃ দয়ানন্দ সরস্বতী।
৮৯.আকবরের শিক্ষক ও অভিভাবক কে ছিলেন?
উঃ বৈরাম খাঁ।
৯০.ভারতের সর্বোচ্চ সম্মান কোনটি?
উঃ ভারতরত্ন।
৯১.সোনার আঁশ কাকে বলা হয়?
উঃ পাটকে।
৯২.ভারতের প্রথম পারমাণবিক ষ্টেশন কোথায় স্থাপিত হয়?
উঃ তারাপুরে।
৯৩.কিডনি প্রতিদিন প্রায় কত লিটার রক্ত পরিষ্কার করে?
উঃ ২০০ লিটার।
৯৪.বংশগতির ভূমিকা কে উল্লেখ করেন?
উঃ মেন্ডেল।
৯৫.ভারতের প্রথম সাইকেল প্রচলন হয় কবে?
উঃ ১৮৯০ সালে।
৯৬.ললিত কলা একাডেমী কোথায় অবস্থিত?
উঃ নতুন দিল্লিতে।
৯৭.সারদা আইন কেন চালু করা হয়?
উঃ বাল্যবিবাহ বন্ধ করার জন্য।
৯৮. সৌদি আরবের বালির নিচে লুকায়িত নদীটির নাম কি?
উঃ ওয়ার্ডি।
৯৯. পোলো খেলায় একটি দলে কতজন থাকে?
উঃ সাতজন।
১০০. পুলিৎযার পুরস্কারটি কোন বিষয়ে দেয়া হয়ে থাকে?
উঃ সাহিত্যে।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.