Life science (জীবন বিজ্ঞান)

জীবন বিজ্ঞান ছোট প্রশ্ন ও উত্তর/প্রতিযোগিতা মূলক পরীক্ষায় উপযোগী জীবন বিজ্ঞানের ছোট প্রশ্ন ও উত্তর 
Life science short questions and answers/multiple type questions and answers for life science.Any competitive exams like UPSC railway psc miclenious primary rail group-d group-c etc questions.


      জীবন বিজ্ঞান 


১) কিসের উপস্থিতিতে মূত্রের রং হলুদ হয়?

উঃ বিলিরুবিন 

২) রেসারপিন নামক উপক্ষার কোথা থেকে পাওয়া যায়

 উঃ সর্পগন্ধা গাছের মূলে 

৩) মেরুদন্ডী প্রাণীর সহায়ক রেচন অঙ্গের নাম কি ?

উঃ ফুসফুস 

৪) জিহ্বার অগ্রভাগে অবস্থিত স্বাদ কোরকের নাম কি?

উঃ মিষ্টি 

৫) অন্ধকারে দেখতে সাহায্য করে কোন কোষ ?

উঃ রড কোষ 

৬) একনেত্র দৃষ্টি দেখা যায় কোন প্রাণীতে ?

উঃ গরু ,ব্যাঙ 

৭) মস্তিষ্কের আবরণের নাম কি ?

উঃ মেনিনজেস 

৮) ফুসফুসের আবরণের নাম কি ?

উঃ প্লুরা 

৯) কোন প্রাণীকোশষ বিভাজিত হয় না ?

উঃ স্নায়ু কোষ 

১০.একটি অন্ড জরায়ুজ প্রাণীর নাম লেখ।

উঃ হাঙ্গর 

১১) একটি বংশগত রোগের নাম লেখ।

উঃ হিমোফিলিয়া 

১২. কোন প্রাণীর দেহে লোসিকা হৃৎপিণ্ড থাকে?

উঃ ব্যাঙ 

১৩. অরিজিন অফ স্পিসিস গ্রন্থের রচয়িতা কে ?

উঃ ডারউইন 

১৪. হেনলির লুপের আকৃতি কেমন ?

উঃ ইউ আকৃতি 

১৫) বংশগতির জনক কে ?

উঃ মেন্ডেল 

১৬) পটকা বিহীন মাছের একটি নাম লেখ।

উঃ হাঙ্গড় 

১৭) কোন পেশী মাছের গমনে সাহায্য করে ?

উঃ মায়াটোম পেশি 

১৮) একটি শিশুর দেহে কয়টি অস্থি থাকে?

উঃ ৩৫০ টি 

১৯) কোন বিভাগের রক্তের কোন অ্যান্টিজেন থাকে না?

উঃ o বিভাগ 

২০) শারীরবৃত্তিয় ও শুষ্ক মৃত্তিকার একটি উদাহরণ দাও।

উঃ নোনা মাটি 

২১) ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কি জাতীয় ভাইরাস?

উঃ আর এন এ ভাইরাস 

২২) অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা উভয় প্রকার পরিপাক দেখা যায় কোন প্রাণীর দেহে ?

উঃ হাইড্রার দেহে 

২৩) রক্তে কোন ধাতু থাকে ?

উঃ আয়রন 

২৪) কোন ভিটামিন ক্ষত নিরাময়ের দ্রুত সাহায্য করে ?

উঃ ভিটামিন সি 

২৫) রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি ?

উঃ স্ফিগমো ম্যানোমিটার 

২৬) কোন প্রাণী জল পান করে না ?

উঃ আফ্রিকার কৃষ্ণসার হরিণ 

২৭) কাদের চোখের পাতায় তিনটি পাতা থাকে ?

উঃ সরীসৃপ ও উভচর 

২৮) ওষুধ নিয়ে গবেষণার বৈজ্ঞানিক নাম কি ?

 উঃ 

২৯) মধুমেহ রোগ হয় কিসের অভাবে?

উঃ ইনসুলিন 

৩০) গ্রীবাদেশে কোন অনাল গ্রন্থি অবস্থিত ?

উঃ থাইরয়েড 

৩১) কর্ণের ভারসাম্য রক্ষাকারী অংশের নাম কি ?

উঃ অটোলিথ 

৩২) ক্রোধ ও লজ্জা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ?

উঃ থ্যালামাস 

৩৩) একটি অসম্পূর্ণ ফুলের নাম লেখ। 

উঃ মটর 

৩৪) অযৌন জননের এককের নাম কি ?

উঃ রেনু 

৩৫) যৌন জননের এককের নাম কি ?

উঃ গ্যামেট 

৩৬) মানুষের প্রতিটি ক্রোমোজোমে ক্রোমাটিডের সংখ্যা কটি?

উঃ দুটি 

৩৭) কোন প্রকার কোষ বিভাজনকে সদৃশ বিভাজন বলা হয়?

উঃ মাইটোসিস 

৩৮) কোন প্রকার কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয় ?

উঃ মিয়োসিস 

৩৯) কোন কোষ বিভাজনে একটি মাতৃকোষ চারটি অপত্য কোষের সৃষ্টি করে ?

উঃ মিয়োসিস 

৪০) জিন কোথায় থাকে ?

উঃ ক্রোমোজোমে 

৪১) তড়িৎ পরিমাপের একক কি ?

উঃ কুলম্ব 

৪২) অক্সিজেন গ্যাস বাতাসের চেয়ে ভারী না হালকা ?

উঃ সামান্য ভারী 

৪৩) ওজন গ্যাসের রং কেমন ?

উঃ বেগুনি 

৪৪) সর্বপ্রথম হাইড্রোজেন গ্যাস আবিষ্কার হয় কত সালে?

উঃ ১৬৬০ সালে 

৪৫) সবচেয়ে হালকা মৌলের নাম কি?

উঃ হাইড্রোজেন 

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)