History General knowledge
All subjects general knowledge for competitive exams like UPSC, railway,psc micleniousetc.
১. কোন দেশে চাষের জমির পরিমাণ বেশি?
উঃ ভারতে।
২. কোন ধরনের শিলাতে কয়লা ও পেট্রোলিয়াম পাওয়া যায়?
উঃ পাললিক শিলাতে।
৩. মোনালিসা ছবিটির শিল্পী কে?
উঃ লিওনার্দো দা ভিঞ্চি।
৪. ভারতের সবচেয়ে বড় পানীয় জলের হ্রদ কোনটি?
উঃ ডাল হ্রদ।
৫. দীন-ই-ইলাহী প্রবর্তিত হয় কবে?
উঃ ১৫৮২ সালে।
৬. রবীন্দ্রনাথের শেষ গদ্য রচনা কোনটি?
উঃ সভ্যতার সংকট।
৭. ভারতের উচ্চতম জলপ্রপাত কোন নদীতে?
উঃ সরাবতী।
৮. কোন মুঘল সম্রাট বহু গজল লিখেছিলেন?
উঃ বাহাদুর শাহ।
৯. মাতৃভাষা দিবস কবে পালন করা হয়?
উঃ ২১ শে ফেব্রুয়ারি।
১০. বিপাকজাত পদার্থকে কি বলে?
উঃ রেচন।
১১. কি বিপাকের ফলে জীবদেহে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ উৎপন্ন হয়?
উঃ প্রোটিন।
১২. সারে জাহা সে আচ্ছা গানটির সুরকার কে?
উঃ রবি শংকর।
১৩. ভারতের গভীরতম বন্দরের নাম কি?
উঃ বিশাখাপত্তনম।
১৪. মৌমাছির কটি চোখ?
উঃ পাঁচটি।
১৫. ইন্ডিয়া ডিভাইডেড কার রচনা?
উঃ রাজেন্দ্র প্রসাদের।
১৬. জিজিয়া কর কে তুলে দেন?
উঃ আকবর।
১৭. রেডক্রস সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
উঃ হেনরি ডুনান্ট।
১৮. শিবাজীর পিতার নাম কি?
উঃ শাহজি।
১৯. মানবদেহে অরনিথন চক্র কোথায় সাধিত হয়?
উঃ যকৃতে।
২০. "ভারতনাট্যম নৃত্য"কোন রাজ্যের সঙ্গে যুক্ত?
উঃ তামিলনাড়ু।
২১. দাক্ষিণাত্যের কাশি বলা হয় কোন শহরকে?
উঃ মাদুরাইকে।
২২. কোন শহরকে গোলাপি রঙের শহর বলা হয়?
উঃ জয়পুরকে।
২৩. বর্তমানে কত টাকার কাগজের নোট ভারত সরকারের অর্থ দপ্তর প্রচার করে?
উঃ এক টাকা।
২৪. রাজ্যপাল কে নিয়োগ করে?
উঃ রাষ্ট্রপতি।
২৫. ভারতের সবচেয়ে বেশি আখ উৎপন্ন হয় কোথায়?
উঃ উত্তরপ্রদেশে।
২৬. ভারতের জাতীয় আয়ের প্রধান উৎস কি?
উঃ কৃষি।
২৭. দুধ উৎপাদনে ভারতের স্থান কত?
উঃ প্রথম।
২৮. পরিবার কল্যাণ কর্মসূচি কোন পরিকল্পনায় প্রবর্তিত হয়?
উঃ চতুর্থ।
২৯. পরিক্রমণের সময়ে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বনিম্ন হয় কবে?
উঃ ৩ জানুয়ারি।
৩০. চীনে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠিত হয় কত সালে?
উঃ ১৯৫০ সালে।
৩১. মালেশিয়ার জাতীয় ফুল কী?
উঃ হিবিসকাস।
৩২. কোন গাছের কান্ড পাতার কাজ করে?
উঃ ক্যাকটাস।
৩৩. "সাইলক" চরিত্রটি কোন নাটকের?
উঃ মার্চেন্ট অফ ভেনিস।
৩৪. তানসেন পুরস্কার দেয় কোন রাজ্য?
উঃ মধ্য প্রদেশ।
৩৫. কম্পিউটার কে আবিষ্কার করেন?
উঃ চার্লস ব্যাবেজ।
৩৬. ভারতের জাতীয় পাখি হিসেবে ময়ূর কবে গৃহীত হয়?
উঃ ১৯৬৪ সালে।
৩৭. উদ্ভিদ পত্রমোচন এর মাধ্যমে কি ত্যাগ করে?
উঃ রেচন পদার্থ।
৩৮. কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম?
উঃ বেগুনি।
৩৯. নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উঃ ডোডাবেতা।
৪০. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে?
উঃ বিজয় লক্ষী পন্ডিত।
৪১. পশ্চিমবঙ্গের সর্বোত্তম শুষ্কতম স্থান কোনটি?
উঃ পুরুলিয়া।
৪২. রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উঃ মুম্বাইয়ে।
৪৩. দাঁতের অধিকাংশ উপাদান কি দ্বারা গঠিত?
উঃ এনামেল দ্বারা।
৪৪. ইন্দ্রাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত?
উঃ ওড়িশায়।
৪৫. লোথাল কোথায় অবস্থিত?
উঃ গুজরাটে।
৪৬. শ্রীরাম কোন লেখকের ছদ্মনাম?
উঃ মহেন্দ্রনাথ গুপ্ত।
৪৭. মানুষের মস্তিষ্কের ওজন কত?
উঃ ১৩৬০ গ্রাম।
৪৮. সবচেয়ে কম সংখ্যক শিক্ষিত মানুষ কোথায় বাস করে?
উঃ বিহারে।
৪৯. মানব শরীরের একটি মিশ্র গ্রন্থির নাম কি?
উঃ অগ্নাশয়।
৫০. চিকিৎসা বিজ্ঞানে বর্তমান যুগকে কি বলে?
উঃ অ্যান্টিবায়োটিক যুগ।
৫১. স্যাকারিনের উৎস কি?
উঃ চিনি।
৫২. সিন্থেটিক ডিটারজেন্ট তৈরি করতে কি দরকার হয়?
উঃ আলকিল বেনজিন।
৫৩. সবচেয়ে বেশি প্রজাতির ফুল পাওয়া যায় হিমালয়ের কোন পার্শে?
উঃ উত্তর।
৫৪. উত্তরাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উঃ নন্দা দেবী।
৫৫. প্রথম চালক বিহীন ট্রেন চালানো হয়েছে কোথায়?
উঃ সিঙ্গাপুরে।
৫৬. ভারতে প্রথমে কোন সময় হুন আক্রমণ হয়?
উঃ সমুদ্রগুপ্তের সময়ে।
৫৭. একটি শূন্য শ্রেণীর মৌলের নাম কি?
উঃ নিয়ন।
৫৮. জৈব বস্তুর পচন হয় কিসের দ্বারা?
উঃ ব্যাকটেরিয়া।
৫৯. একটি ধাতুকল্পের উদাহরণ কি?
উঃ আর্সেনিক।
৬০. বাংলার গদ্য সাহিত্যের প্রথম বই কি?
উঃ কথাপকথন।
৬১. পোস্টাল সিস্টেম ভারতে চালু হয় কবে?
উঃ ১৮৫০ সালে।
৬২. আঙ্গুরের চাষ কে কি বলা হয়?
উঃ ভিটিকালচার।
৬৩. প্রধানমন্ত্রী হিসাবে কে প্রথম ভারতরত্ন পান?
উঃ জহরলাল নেহেরু।
৬৪. আমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত?
উঃ সবরমতি।
৬৫. পেনিসিলিন থেকে রাসায়নিক পদ্ধতিতে তৈরি শক্তিশালী অ্যান্টিবায়োটিকের নাম কি?
উঃঅ্যামপিসিলিন।
৬৬. এন্টিবায়োটিক কি থেকে তৈরি হয়?
উঃ জীবাণু জীবদেহাবশেষ পূর্ণ মাটি বা বড় ধরনের লতা গাছ থেকে।
৬৭. ভারতে নির্মিত সবচেয়ে দামি সিনেমা কি?
উঃ দেবদাস।
৬৮. সবচেয়ে হালকা গ্রহ কোনটি?
উঃ শনি।
৬৯. পৃথিবীর আকৃতিকে কি বলা হয়ে থাকে?
উঃ অভিগত গোলক।
৭০. তেগেগাওয়ের যুদ্ধে কোন মারাঠা সেনাপতি ইংরেজদের শোচনীয় ভাবে পরাজিত করেন?
উঃ মহাদজী সিন্ধিয়া।
৭১. দশম শিখ গুরুর পদ কে অলংকৃত করেন?
উঃ গুরু গোবিন্দ সিংহ।
৭২. কোন যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয়?
উঃ চতুর্থ ইঙ্গো মহিশূর যুদ্ধে।
৭৩. কে প্রথম প্রমাণ করেছিলেন যে পৃথিবী চ্যাপ্টা নয় এর আকৃতি গোলকের মতো?
উঃ নিউটন।
৭৪. আয়তনে সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
উঃ বৃহস্পতি।
৭৫. এক ডিগ্রি দ্রাঘিমা অন্তর সময়ের পার্থক্য কত?
উঃ ৪ মিনিট।
৭৬. ইবন বতুতা কোন গ্রন্থটির রচয়িতা?
উঃ রাহেলা।
৭৭. টোকিও কোন নদীর তীরে অবস্থিত?
উঃ দানিয়ুব।
৭৮. আর্মি ,নৌ বাহিনী ও বায়ুসেনার প্রধান সেনানায়ক কে?
উঃ রাষ্ট্রপতি।
৭৯. এলাহি সম্বত কে রচনা করেন?
উঃ আকবর।
৮০. রাজ্য বিধানসভার সদস্যকে কত বছর বয়স্ক হতে হবে?
উঃ ২৫ বছর।
৮১. কর্পূর উবে যায় কেন?
উঃ উদ্বায়ী পদার্থ বলে।
৮২. লক্ষণ সেনের শ্রেষ্ঠ সভাকবি কে?
উঃ জয়দেব।
৮৩. পাল ও সেন যুগের শ্রেষ্ঠ বন্দর কোনটি?
উঃ তাম্রলিপ্ত।
৮৪. কাপড় কাচার সোডা যে যৌগের সাধারণ নাম কি?
উঃ সোডিয়াম কার্বনেট।
৮৫. দিল্লি কবে কেন্দ্র শাসিত অঞ্চলের পরিণত হয়?
উঃ ১৯৫৭ সালে।
৮৬. কোকো কোন গাছের ফল?
উঃ ক্যাকোও গাছের ফল।
৮৭. লোকসভার নেতার নাম কি?
উঃ প্রধানমন্ত্রী।
৮৮. ভারতের ইতিহাসে কাকে পাগলা রাজা বলা হয়?
উঃ মোহাম্মদ বিন তুঘলক কে।
৮৯. আকবরের সভাকবি কে ছিলেন?
উঃ বীরবল।
৯০. কে বাংলার বার্ক নামে পরিচিত?
উঃ বিপিনচন্দ্র পাল।
৯১. বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় কোন সালে?
উঃ ১৩৩৬ সালে।
৯২. স্বর্ণমুদ্রা আবিষ্কার করেন কে?
উঃ কনিষ্ক।
৯৩. বাবর এর বাবার নাম কি?
উঃ ওমর শেখ মির্জা।
৯৪. কুতুব মিনার নির্মাণ হয় কবে?
উঃ ১২৩২ সালে।
৯৫. কোকো কে চিনিয়ে দেন?
উঃ কলম্বাস।
৯৬. নারীদের বাল্যবিবাহ ও সতীদাহ প্রথা কবে শুরু হয়?
উঃ গুপ্তযুগে।
৯৭. দিল্লির দাস বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ কুতুবউদ্দিন আইবক।
৯৮. আন্তর্জাতিক বিচারালয় কতজন বিচারপতি নিয়ে গঠিত হয়?
উঃ ১৫ জন।
৯৯. কোন আলোর চ্যুতি সবচেয়ে কম?
উঃ লাল।
১০০. দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উঃ কুতুবউদ্দিন আইবক।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.