General knowledge 100

General knowledge 100

All competitive exams like ssc bank group-d group-c psc miclenious primary rail etc. Question and answers are here describe for the meritorious students. The questions are uploaded by the experience teachers.

GK/gk quiz/ general knowledge questions/সাধারণ জ্ঞান/ক্যুইজ প্রশ্ন ও উত্তর 


 ১.উপরাষ্ট্রপতির কার্যকাল কত বছর?

উঃ পাঁচ বছর।

২.বিশ্বের প্রথম টেস্ট খেলা হয় কত সালে?

উঃ ১৮৭৭ সালে।

৩."এলিসা" কি?

উঃ এইডস ধরার পদ্ধতি।

৪."মারডেকা" কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?

উঃ ফুটবল।

৫.বিশ্বের বৃষ্টি বহুল স্থান কোনটি ?

উঃ চেরাপুঞ্জি।

৬.ভারতে মনসবদারী প্রথা চালু করেন কে?

উঃ আকবর।

৭.ভারতের কোন অঞ্চলে জনঘনত্ব সবচেয়ে বেশি?

উঃ দিল্লিতে।

৮.পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কি?

উঃ পামির মালভূমি।

৯.ভারতের খনিজ ভান্ডার কোথায় অবস্থিত?

উঃ ছোটনাগপুর মালভূমি।

১০.সর্বাপেক্ষা তড়িৎ সুপরিবাহী ধাতু কোনটি?

উঃ সিলভার।

১১.বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কি?

উঃ ব্যারোমিটার।

১২.বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি?

উঃ অ্যানিমোমিটার।

১৩.উদ্ভিদ দেহে ক্লোরোসিস রোগ দেখা যায় কিসের অভাবে?

উঃ Mg এর অভাবে। 

১৪.নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন?

উঃ ধননন্দ।

১৫.অমৃতসরের স্বর্ণমন্দির নির্মাণের জন্য ভূমি দান করেন কে?

উঃ আকবর।

১৬."অব্যক্ত" কার লেখা ?

উঃ জগদীশচন্দ্র বসু।

১৭.অনেক সময় মুূত্রের রং হলুদ হয় কেন ?

উঃ পিত্তরসের বিলিরুবিনের উপস্থিতির জন্য।

১৮.কোন পদার্থকে তিনটি ভৌত অবস্থায় পাওয়া যায় না?

উঃ ক্যালসিয়াম অক্সাইড।

১৯."ফো কুয়ো কিং" এর রচয়িতা কে ?

উঃ ফা হিয়েন। 

২০."ইনকুবেটর" এর সাহায্যে কি করা হয়?

উঃ হাঁস মুরগির বাচ্চা তোলা হয়।

২১.নাগাল্যান্ডের সরকারি ভাষা কি?

উঃ ইংরেজি।

২২.প্রিপ্স মিশন কবে ভারতে আসেন?

উঃ ১৯৪২ সালে।

২৩.হাইকোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত?

উঃ ৬২ বছর।

২৪.রাজ্য বিধানসভার সর্বাধিক আসন কয়টি?

উঃ ৫০০ টি।

২৫.কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়?

উঃ পৃথিবীকে।

২৬.ভারতনাট্যম নৃত্য কোন রাজ্যের সঙ্গে যুক্ত?

উঃ কেরালা /তামিলনাড়ু।

২৭.নিকোলো কোন্টী কার আমলে ভারতে আসেন ?

উঃ দ্বিতীয় দেবরায়।

২৮."হে রাম " উক্তিটি কার ?

উঃ মহাত্মা গান্ধীর।

২৯."Central fuel research institute" কোথায় অবস্থিত?

উঃ ধান বাদে।

৩০."As you like it " গ্রন্থটির রচয়িতা কে?

উঃ শেক্সপীয়ার।

৩১.ডিনামাইট কে আবিষ্কার করেন?

উঃ এলফ্রেড নোবেল।

৩২.খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল?

উঃ ১৫২৭ সালে।

৩৩.ডিজেল রেল ইঞ্জিন কোথায় তৈরি হয়?

উঃ বেনারসে।

৩৪.বেরিং প্রণালী কাদের পৃথক করেছে?

উঃ এশিয়া এবং উত্তর আমেরিকাকে।

৩৫.কোন দেশে সব থেকে বেশি রূপো উৎপাদন হয় ?

উঃ মেক্সিকো।

৩৬.নাগিন হ্রদ কোথায় অবস্থিত ?

উঃ শ্রীনগরে।

৩৭.লেবুতে কোন ভিটামিন সর্বোচ্চ পরিমাণে আছে?

উঃ ভিটামিন সি।

৩৮.প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল কত সালে?

উঃ ১৯৫১ সালে।

৩৯.ম্যালাকাইট কোন ধাতুর প্রধান আকরিক?

উঃ তামা।

৪০.কোন গাছের পাতায় সিস্টোলিথ থাকে ?

উঃ বটগাছের পাতায়।

৪১.প্লানেরিয়ার রেচন অঙ্গ কি ?

উঃ ফ্লেমকোষ।

৪২.কত রকমের রোবট হয়?

উঃ তিন রকমের।

৪৩.ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উঃ নিউইয়র্কে।

৪৪.বাংলা সাহিত্যে বীরবল নামে কে পরিচিত?

উঃ প্রমথ চৌধুরী।

৪৫.মুসলমান সাহিত্য সমাজ স্থাপন করেছিলেন কে?

উঃ সৈয়দ আমির আলী।

৪৬.কালাহারি মরুভূমি কোন মহাদেশের অবস্থিত?

উঃ আফ্রিকা।

৪৭.দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি?

উঃ প্লীহা।

৪৮.বাংলা সাহিত্যে কাকে স্বপনবুড়ো নামে অভিহিত করা হয়?

উঃ অখিল নিয়োগী।

৪৯.রেল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত?

উঃ কাপুর তালাতে।

৫০.ইউরেনিয়াম উৎপাদনে কোন দেশ প্রথম?

উঃ কানাডা।

৫১."Central drug research institute" কোথায়

 অবস্থিত?

উঃ লখনউ।

৫২.আর্টিফিশিয়াল জিন আবিষ্কার করেন কে ?

উঃ হরগোবিন্দ খোরানা।

৫৩.জ্যাক এম কার সময়ে ভারতে এসেছিলেন ?

উঃ রঞ্জিত সিং।

৫৪.তুলসীদাস কার আমলের লোক?

উঃ আকবরের।

৫৫.এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে?

উঃ ১৭৮৪ সালে।

৫৬.অনুচক্রিকার অপর নাম কি?

উঃ থ্রম্বোসাইট।

৫৭.জয় জওয়ান জয় কিষান উক্তিটি কার?

উঃ লাল বাহাদুর শাস্ত্রীর।

৫৮.কুকি উপজাতিরা কোথায় বসবাস করে?

উঃ মণিপুরে।

৫৯..মিচিগান হ্রদ টি কোন দেশে অবস্থিত ?

উঃ আমেরিকায়।

৬০.টেনিসে সর্বকনিষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন কে ?

উঃ মার্টিনা হিঙ্গিস।

৬১.নরেন্দ্রদিত্য উপাধি গ্রহণ করেছিলেন কে ?

উঃ শশাঙ্ক।

৬২."Artificial limb centre" কোথায় অবস্থিত?

উঃ পুনেতে।

৬৩.সিদি সাইদ মসজিদ কোথায় অবস্থিত ?

উঃ আহমেদাবাদে।

৬৪.টাইপ রাইটার আবিষ্কার করেন কে?

উঃ সোলস।

৬৫.কোন দেশে সব থেকে বেশি চা উৎপন্ন হয়?

উঃ চীনে।

৬৬.আল মতি বাঁধ কোন কোন রাজ্যের মধ্যে অবস্থিত?

উঃ কর্ণাটক ও কেরালা।

৬৭.'মন্ট্রিল' কোন নদীর তীরে অবস্থিত?

উঃ ওটোয়া।

৬৮.'মুন্ডা' উপজাতি কোন রাজ্যে দেখা যায় ?

উঃ বিহারে।

৬৯.ম্যাককিনলে হল কি ?

উঃ একটি পর্বত শীর্ষ।

৭০.পৃথিবীতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল কোথায়?

উঃ রাশিয়াতে।

৭১.এন্নোর বন্দর কোথায় অবস্থিত ?

উঃ তামিলনাড়ুতে।

৭২.মূর্শিদকুলি বাংলার সুবেদার হন কবে ?

উঃ ১৭০১ সালে।

৭৩.নুমালিগড় তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত ?

উঃ আসামে।

৭৪.বাংলার দুঃখের নদী কাকে বলা হয়?

উঃ দামোদর কে।

৭৫.পান্নালাল ঘোষ কিসের সঙ্গে যুক্ত ?

উঃ বাঁশি।

৭৬.নরওয়ের মুদ্রার নাম কি?

উঃ ক্রোন।

৭৭.রেচন কি?

উঃ একপ্রকার অপচিতি বিপাক।

৭৮.নিকেল স্টিলে কত শতাংশ নিকেল থাকে?

উঃ ৩.২৫ শতাংশ।

৭৯.ডিভাইন কমেডি কে লিখেছিলেন ?

উঃ দান্তে।

৮০.আহমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত?

উঃ সবরমতি।

৮১.সমুদ্রের জলে ভাসমান ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবকে কি বলে?

উঃ প্লাংকটন।

৮২.শারীরবৃত্তিয় ও শুষ্ক মৃত্তিকা কাকে বলে ?

উঃ নোনা মাটিকে।

৮৩.আলোক এবং তাপমাত্রার তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের ব্যাক্তি চলন কে কি বলে?

উঃ নিকটি ন্যাস্টি।

৮৪.কথক নাচ কোন অঞ্চলের সাথে যুক্ত ?

উঃ উত্তর ভারত।

৮৫.টিন উৎপাদনে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে?

উঃ মালয়েশিয়া।

৮৬.মালাক্কা প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে?

উঃ সুমাত্রা ও মালয়েশিয়া।

৮৭.সর্ববৃহৎ চিড়িয়াখানা কোথায় অবস্থিত?

উঃ কলকাতাতে।

৮৮.ওভাল গ্রাউন্ড কোথায় অবস্থিত?

উঃ লন্ডনে।

৮৯.কয়ালি তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত?

উঃ গুজরাটে।

৯০.বলাইচাঁদ মুখোপাধ্যায় এর ছদ্মনাম কি?

উঃ বনফুল।

৯১.বৈদ্যুতিক রেল ইঞ্জিন কোথায় তৈরি হয়?

উঃ চিত্তরঞ্জনে।

৯২.কোনার শৈল শিখর কোথায় অবস্থিত ?

উঃ তামিলনাড়ুতে।

৯৩.খোন জলপ্রপাত কোন দেশের ?

উঃ ইন্দোচীনের।

৯৪.কমনওয়েলথের সদর দপ্তর কোথায়?

উঃ লন্ডন।

৯৫.কোন ভাইসরয়ের আমলে বঙ্গভঙ্গ শুরু হয়েছিল?

উঃ লর্ড কার্জন।

৯৬.সাইমন কমিশন নিযুক্ত করা হয়েছিল কত সালে?

উঃ ১৯২৭ সালে।

৯৭.Between the lines গ্রন্থটি কে ‌‌ লিখেছিলেন ?

উঃ কুলদীপ নায়ার।

৯৮.বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়?

উঃ ১ লা ডিসেম্বর।

৯৯.হাওয়া মহল কোথায় অবস্থিত?

উঃ জয়পুরে।

১০০.আর্য সমাজ প্রতিষ্ঠা করেন কে?

উঃ দয়ানন্দ সরস্বতী।

১০১.লাল ,হলুদ , কমলাকে কি ধরনের রং বলে ?

উঃ ওয়ার্ম কালার।

১০২. ১৯৪৬ সালের সংবিধান সভার সভাপতি কে ছিলেন?

উঃ রাজেন্দ্র প্রসাদ।



















Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)