১০০টি জেনারেল নলেজ
জেনারেল নলেজ ১০০ general knowledge for competitive exams like UPSC railway psc miclenious primary group d group -c ssc bank etc.
General knowledge
১. সুপারম্যান ছবিতে সুপারম্যানের অভিনয় কে করেছেন?
উঃ ক্রিস্টোফার রিভ।
২.উত্তম কুমারের আসল নাম কি?
উঃ অরুন কুমার চট্টোপাধ্যায়।
৩.সবারে জানি আমি কোন বিখ্যাত অভিনেত্রীর আত্মজীবনী?
উঃ কানন দেবী।
৪.মার্কিন দেশের মুক্তি সংগ্রামে বিখ্যাত সেই গান 'উই শ্যাল ওভারকাম' কার রচিত ?
উঃ পিট সিগার।
৫.রবীন্দ্রনাথ কোন গায়িকাকে সুরশ্রী উপাধি দিয়েছিলেন ?
উঃ কেশরবাঈ।
৬.চলচ্চিত্রের কোন দুই প্রধান ব্যক্তিত্ব অক্সফোর্ডের আনারারি, ডি. লিট উপাধি পেয়েছেন ?
উঃ চার্লি চ্যাপলিন এবং সত্যজিৎ রায়।
৭.বিখ্যাত গায়ক কুমার শানুর আসল নাম কি?
উঃ কেদার ভট্টাচার্য।
৮.অভিনেতা মিঠুন চক্রবর্তীর আসল নাম কি?
উঃ গৌরাঙ্গ চক্রবর্তী।
৯.'দাদামনি' নামে কোন অভিনেতা পরিচিত ?
উঃ অশোক কুমার।
১০.'গোরা' ছবির সুরকার কে?
উঃ কাজী নজরুল ইসলাম।
১১. LAMP কথাটির পুরো নাম কি?
উঃ লিবারল অ্যাসোসিয়েশন ফর দা মুভমেন্ট অফ পিপল।
১২.ফিনিক্স পুরস্কার কিসের সাথে যুক্ত?
উঃ যাদুবিদ্যা।
১৩.কলকাতার পুলিশের ডগ স্কোয়ড এর প্রথম আলোড়ন সৃষ্টিকারী কুকুর দুটির নাম কি ?
উঃ লাকি ও মিতা।
১৪. পৃথিবীর সব থেকে বড় জাহাজ কোনটি?
উঃ কুইন এলিজাবেথ।
১৫.কোন শহরকে 'অরেঞ্জ মিট অফ ইন্ডিয়া' বলা হয় ?
উঃ নাগপুরকে।
১৬.কোন প্রাণীর 11 টি মস্তিষ্ক?
উঃ রেশম গুটি পোকার।
১৭.'স্বাধীনতা ,সাম্য ,ভ্রাতৃত্ব' কিসের স্লোগান ?
উঃ ফরাসি বিপ্লবের।
১৮.ফেরোমোন কি ?
উঃ পিঁপড়ের শরীর থেকে নিঃসৃত হরমোন।
১৯.ভারতের কোন বিজ্ঞানী উদ্ভিদের ক্রোমোজোম নিয়ে গবেষণা করে পদ্মভূষণ উপাধি পেয়েছেন ?
উঃ অর্চনা শর্মা।
২০.আলোর গতি কে আবিষ্কার করেন?
উঃ এম. মাইকেলসনস।
২১.পরমাণুর নিউক্লিয়াসের ব্যাস মাপার একক কি ?
উঃ বার্ণ।
২২.প্লাস্টিকের উদ্ভাবক কে?
উঃ আলেকজান্ডার পার্কস।
২৩.আলফা ক্যানিস মাজোরিস কী ?
উঃ উজ্জ্বলতম তারা।
২৪.পৃথিবীর সূর্য ঘড়িটি কোথায়? ও তার নাম কি?
উঃ ভারতের জয়পুরে। তার নাম সম্রাট যন্ত্র।
২৫.উড স্পিরিট কি ?
উঃ মিথাইল অ্যালকোহল।
২৬.পায়োনোমিটার কি?
উঃ মাটি, পাথর বা খনিজ কণার আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব মাপার যন্ত্র।
২৭.ইয়োলো ফিভার কি ?
উঃ একপ্রকার জ্বর।
২৮.জাহাজের গতি মাপার একক কি ?
উঃ নট।
২৯.ম্যাগনেটোস্ফিয়ার কি?
উঃ পৃথিবীর বায়ুমণ্ডলের সবথেকে উপরের অংশ।
৩০.ফসফরাস থেকে আলো সৃষ্টি করে কে?
উঃ হেরিং এ্যাণ্ড।
৩১.ব্লাক ফরেস্ট কোথায় ফরেস্ট কোথায়?
উঃ জার্মানিতে।
৩২.আফ্রিকার ক্ষুদ্রতম দেশ কোনটি?
উঃ গাম্বিয়া।
৩৩.কন্টিনেন্টাল ড্রিফট কি ?
উঃ মহাদেশীয় সঞ্চালন।
৩৪.প্রোটেস্টান্ট রোম নামে কে পরিচিত ?
উঃ জেনিভা।
৩৫'ডাচ ইস্ট ইন্ডিজ' কোন দেশের প্রাচীন নাম ?
উঃ ইন্দোনেশিয়ার।
৩৬.পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরির নাম কি ?
উঃ কটোপ্যাক্সি।
৩৭.এটনা কি ও কোথায় ?
উঃ আগ্নেয়গির। সিসিলি দ্বীপে।
৩৮.আর্জেন্টিনা কথার অর্থ কি ?
উঃ রুপোর দেশ।
৩৯.সিরিয়ার আগের নাম কি ?
উঃ আরান।
৪০.কুয়ালালামপুর কোন দুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত ?
উঃ কেলাম ও গোম্বক।
৪১.বাংলাদেশে পদ্মা ও ব্রহ্মপুত্র নদ মিলনের পর কি নামে প্রবাহিত ?
উঃ মেঘনা।
৪২.নিপার নদী কোন সাগরে পড়েছে ?
উঃ কৃষ্ণ সাগরে।
৪৩.মৃত্যু শয্যায় শুয়ে কে বলেছিলেন নৌকা ডুবছে তবুও আমি সূর্যদয় দেখব ?
উঃ ভগিনী নিবেদিতা।
৪৪.ভাস্কো দা গামা যে জাহাজে চড়ে ভারতে এসেছিলেন তার নাম কি ?
উঃ সার্ড দ্রাবিয়েল।
৪৫.বিরলা প্লানেটরিয়াম কোন শৌধের আদলে?
উঃ সাঁচি স্তূপের।
৪৬.ভুটানের বিমান পরিবহন সংস্থার নাম কি ?
উঃ ড্রুক এয়ার।
৪৭.পারিবারিক ইতিহাস নিয়ে পড়াশোনা কে কি বলে ?
উঃ জেনোলজি।
৪৮.গ্রীকরা কোন জিনিসকে স্বর্গের প্রাসাদে যাওয়ার রাস্তা বলতেন ?
উঃ ছায়াপথকে।
'৪৯.'নোবেলস সেফটি পাওয়ার' কি ?
উঃ ডিনামাইট।
৫০.হাতির দাঁতে সুরমুড়ি দিচ্ছে প্রবাদটির অর্থ কি ?
উঃ পিয়ানো বাজাচ্ছে।
৫০.বিবলিও ক্লেপ্ট কি ?
উঃ বই চুরি করা যার অভ্যাস তাকে বলে বিবলিও ক্লেপ্ট।
৫১.প্যানকেক ল্যান্ডিং কি ?
উঃ ইঞ্জিন গোটনা অবস্থায় বিমানের জরুরি অবতরণ।
৫১.ইউক্রোরী সাইড কি ?
উঃ পত্নীহত্যা।
৫২.ক্রয়োজনিক চুক্তি কি ?
উঃ মিসাইল তৈরি করার উপর নিষেধাজ্ঞা জারি করা।
৫৩.পৃথিবীর সবচেয়ে বড় অমেরুদন্ডী প্রাণী কোনটি ?
উঃ জায়ান্ট স্কুইড।
৫৪.মানবিক কাজকর্মের জন্য মৌলানা আব্দুস সাত্তার কি নামে পরিচিত ?
উঃ ফাদার টেরেসা।
৫৫. কোয়ার্টজ ঘড়ি যে কার্যনীতিতে চলে তাকে কি বলে ?
উঃ Piezo Electric effect।
৫৬.PVC কথাটির অর্থ কি?
উঃ পলি ভিনাইল ক্লোরাইড।
৫৭.ওজোন স্তর নষ্ট করে এরূপ দুটি পদার্থের নাম কি?
উঃ CFC।
৫৮.প্লাটিনাম হাইড্রোজেনকে শুষে নিলে তাকে কি বলে ?
উঃ অন্তর্ধিতি।
৫৯.পেট্রোল দহনে কোন ধাতু পরিবেশ দূষণ করে?
উঃ সীসা বা লেড।
৬০.কৃত্রিম মৌলিক পদার্থ টির নাম কি?
উঃ প্লুটোনিয়াম।
৬১.কোন যৌগকে সামান্য উত্তপ্ত করলে O2 পাওয়া যায়?
উঃ মার কিউরিক অক্সাইড।
৬২.একটি টেপরেকর্ডরের ফিতা কি দিয়ে প্রলেপ দেয়া হয় ?
উঃ ফেরোম্যাগনেটিক পাউডার।
৬৩.কি থেকে রিয়ন প্রস্তুতি করা হয় ?
উঃ সেলুলোজ থেকে।
৬৪.পত্ররন্ধ্র পাতার তলার দিকে থাকে কেন ?
উঃ বাষ্পমোচন ভারসাম্য রক্ষার জন্য।
৬৫.আলোর দ্বীপন মাত্রার একক কি?
উঃ ক্যাণ্ডেলা।
৬৬.নিনিউক্লিয়াস বিহীন উদ্ভিদ কোষের নাম কি?
উঃ সীভনল।
৬৭.উদ্ভিদ দেহের মৃত কলা কোনটি ?
উঃ ফ্লোয়েম তন্তু।
৬৮.চায়নাম্যান কি ?
উঃ ডান হাতে ব্যাটম্যান বা বাঁ হাতি স্পিনারের অফ ব্রেক।
৬৯.ভারতীয় ক্রিকেটে আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা টি কী ?
উঃ রোহিনটন বাড়িয়া ট্রফি।
৭০.ক্রিকেটে প্লেয়ার অফ স্পেকটেকলম কাকে বলা হয়?
উঃ দুই ইনিংসেই শূন্য রান করলে।
৭১.ক্রিকেটে কিং দপেয়ার কথাটির অর্থ কি ?
উঃ পরপর দুটি ইনিংসেই প্রথম বলে আউট হয়ে যাওয়া।
৭২.ক্রিকেটের পরিভাষায় 'গ্রেভ ডি গার্স' কাদের বলা হয় ?
উঃ মিডল অর্ডার ব্যাটসম্যান।
৭৩.ট্রায়থলন কোন তিনটি খেলার সমাহার ?
উঃ সাইক্লিং, সাঁতার এবং দৌড়।
৭৪.ক্যারাটের জীবন্ত ঈশ্বর কাকে বলা হয় ?
উঃ হানসি ইয়ামানুচিকে।
৭৫.অলিম্পিকের তিন নীতি বাক্য মিটিয়াস, অলটিয়াস,ফরটিয়াস এর স্রষ্টা কে ?
উঃ ফাদার দিদো।
৭৬.অন্তঃকর্মের অভ্যন্তরে কোন যন্ত্র দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে ?
উঃ ভেস্টিবিউলার অ্যাপারেটার্স।
৭৭.প্যাসিনিয়ান করপাসল কি ?
উঃ ত্বকে অবস্থিত চাপ গ্রাহক।
৭৮.হামাদা কি?
উঃ শিলাময় মরুভূমিকে হামাদা বলে।
৭৯.আন্টার্টিকায় স্থায়ী গবেষণাগার কি কি ?
উঃ গঙ্গোত্রী ও মৈত্রেয়ী।
৮০.কোন শিলায় 'ফ্লোরা মিনি ক্লোরা' নামক সামুদ্রিক কীট দেখা যায় ?
উঃ পাললিক শিলায়।
৮১. পাঞ্জাবের ধরিয়াল কি জন্য বিখ্যাত ?
উঃ পশম।
৮২.লেন্টিশেল/ কিউটিকল কি ?
উঃ কাণ্ডের ক্ষুদ্র ছিদ্র যে পথে উদ্ভিদ গ্যাসের আদান প্রদান করে থাকে।
৮৩.আত্তিকরন মূল এর উদাহরণ দাও?
উঃ গুলঞ্চ।
৮৪.কালার ভিশন হয় কোথায় ?
উঃ রড কোষে।
৮৫.ইউরিয়া ও পিওলবণ সংশ্লেষিত হয় কোথায় ?
উঃ লিভারে।
৮৬.ডাক্ট অফ বেলিনির অবস্থান কোথায় ?
উঃ নেফ্রনের সংগ্রাহী নালীর নিম্ন প্রান্তে।
৮৭.অগ্নাশয় এর কোন কোষ থেকে উৎসেচক ক্ষরিত হয়?
উঃ অ্যাসিনার সেল থেকে।
৮৮.শুক্রাশয় এর আবরণীর নাম কি?
উঃ টিউনিকা অ্যালবুজিনিয়া।
৮৯.মেনিনজেস কি?
উঃ মস্তিষ্কের আবরণী।
৯০.অনুচক্রিকা কত দিন বাঁচে?
উঃ দুই থেকে তিন দিন।
৯১. থার্মোন্যাস্টি দেখা যায় কোথায় ?
উঃ তেঁতুল গাছে।
৯২.পোটোসাইট কোষ কোথায় দেখা যায় ?
উঃ নেফ্রনের ব্যাওমেন ক্যাপসুল এর অর্ন্তগাত্রে।
৯৩.সামার সলটিং গমন কোন প্রাণীতে ?
উঃ তারা মাছে।
৯৪.ব্রুনারগ্রন্থি কোথায় দেখা যায় ?
উঃ ক্ষুদ্রান্তে।
৯৫.দেহ থেকে গলব্লাডার বাদ দিলে কি হবে?
উঃ ফ্যাট শোষণে ব্যাঘাত ঘটবে।
৯৬.পেরিস্টলসিক চলন কোথায় দেখা যায়?
উঃ গ্রাস নালীতে।
৯৭. ত্বকের উষ্ণতা বৃদ্ধিকারী গ্রাহকটির নাম কি?
উঃ রাফিনির প্রান্তস্থান।
৯৮. ল্যাকটিয়াল এর কাজ কি?
উঃ ফ্যাটি এ্যাসিড ও গ্লিসারল শোষণে সাহায্য করা।
৯৯. মেসো ভ্যারিয়াম কোথায় থাকে?
উঃ ওভারি বা ডিম্বাশয়।
১০০. পিয়ারের প্যাঁচ দেখতে পাওয়া যায় কোথায়?
উঃ লিম্ফোসাইটে।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.