জেনারেল নলেজ ১০০ টি প্রশ্নোত্তর

General knowledge- 100

জেনারেল নলেজ ১০০টি  প্রশ্নোত্তর একসাথে 
মেধাবী ছাত্র ছাত্রীদের জ্ঞান বাড়ানোর উদ্দেশ্যে প্রশ্নগুলির উত্তর সহযোগে আলোচনা করা হয়েছে।

১. ডিগে শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?

উঃ বিলিয়ার্ড। 

২.২০০৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

উঃ বেজিং এ।

৩.অঙ্গজ জনন কোন উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়?

উঃ পাথরকুচি।

৪.ভারতের নির্বাচন কমিশন কোন কর্তৃপক্ষের অধীন?

উঃ কোনো কর্তৃপক্ষের অধিন নয়। 

৫.মুদ্রারাক্ষসের লেখক কে ?

উঃ বিশাখ দত্ত।

৬.হরতাল শব্দটি কোন সম্রাটের আমল থেকে প্রচলিত ?

উঃ আলাউদ্দিন খলজি।

৭.কোন শহরে সব থেকে বেশি বার এশিয়ান গেমস হয়?

উঃ ব্যাংকক।

৮.কোন জননে স্পোর তৈরি হয় ?

উঃ অযৌন জননে।

৯.কার লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে না?

উঃ মানুষের পরিণত লোহিত রক্তকণিকায়।

১০.কোনটি বেশিরভাগ ক্ষেত্রে খাদ্যে রং করবার জন্য প্রয়োজন হয়?

উঃ কোলটার।

১১.আশাপূর্ণ দেবীর 'সত্যবতী' কোন উপন্যাসের চরিত্র ?

উঃ বকুল কথা।

১২.'পেলেগ্রা' রোগ কোন ভিটামিনের অভাবে দেখা যায়? 

উঃ B5 ( নিয়াসিন)।

১৩. কোন গ্যাসটি ব্যাকটেরিয়া ধ্বংস করে থাকে ?

উঃ ক্লোরিন।

১৪.'চারমিনার' কোন শহরে অবস্থিত ?

উঃ হায়দ্রাবাদে।

১৫.যুগ যুগ জিয়ে কার লেখা উপন্যাস ?

উঃ মহেশ্বেতা দেবী। 

১৬.নিসা মিলেট কিসের সঙ্গে যুক্ত ?

উঃ সন্তরণ।

১৭.নাদির শাহ এবং মোহাম্মদ শাহের মধ্যে শালিমারের সন্ধি কবে হয়েছিল?

উঃ ১৭৪০ খ্রিস্টাব্দে।

১৮.ভারতের কোথায় 'নদী' গবেষণাগার কেন্দ্র আছে ?

উঃ সুন্দরবনে। 

১৯.২২ শে জুলাই কোন দেশের জাতীয় দিবস ?

উঃ আর্জেন্টিনা।

২০.বিশ্বের জনসংখ্যার কত ভাগ ভারতের জনসংখ্যা?

উঃ ১৬.৭ %।

২১.বারুদের কোন উপাদান কে গরম করলে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়?

উঃ পটাসিয়াম পার ম্যাঙ্গানেট।

২২.কবে থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়?

উঃ ১৯৬৯ খ্রিস্টাব্দে। 

২৩.'জিরো জিরো সেভেন বল্ড' সিরিজের স্রষ্টা কে ?

উঃ ইয়ং ফ্লেমিং।

২৪.গেট অফ টিয়ার্স কোন শহরকে বলা হয়?

উঃ বার এল মনদার।

২৫.যে প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া দ্বারা মৃত্তিকাস্থ অ্যামোনিয়া নাইট্রেট এ পরিবর্তিত হয় তাকে কি বলে?

উঃ নাইট্রিফিকেশন।

২৬.বাস্তুতন্ত্রে যারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে নিতে পারে তাদের কি বলে?

উঃ উৎপাদক।

২৭.ট্রামের বৈদ্যুতিক তারে কত ভোল্টেজ থাকে ?

উঃ ৫০০ ভোল্ট।

২৮.টাংস্টেন এর গলনাঙ্ক কত?

উঃ ৩৪১০ ডিগ্রী।

২৯.লালগুড়ি জয়রামন কিসের সঙ্গে যুক্ত ?

উঃ সরোদবাদক।

৩০.২০০২ সালের এশিয়াডে ভারতের কোন সোনা জয়ী খেলোয়াড়ের স্বর্ণপদক কেড়ে নেয়া হয়েছিল?

উঃ সুনিতা রানী।

৩১.ভারতের কোন রাজ্যে এখনো পঞ্চায়েতি রাজ প্রবর্তিত হয়নি?

উঃ নাগাল্যান্ডে।

৩২.বিশ্বের কোন ক্রিকেটার তার দেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট ও ফুটবল দুটো খেলাতেই প্রতিনিধিত্ব করেছেন?

উঃ ডেনিস কমটন।

৩৩.সুলতান মামুদ ভারত আক্রমণ করার সময় কে ভারতে এসেছিলেন ?

উঃ আল বিরুনী।

৩৪.বাংলা সাহিত্যে কাকে অভিনব জয়দেব বলা হয়?

উঃ বিদ্যাপতিকে।

৩৫.পৃথিবীর কোথায় বছরে ৩৫০ দিন বৃষ্টি হওয়ার রেকর্ড আছে?

উঃ হাওয়ালিতে।

৩৬.নীললোহিত কার ছদ্মনাম?

উঃ সুনীল গঙ্গোপাধ্যায়ের।

৩৭.বিশ্বকাপ ফুটবল কবে শুরু হয়েছিল?

উঃ ১৯৩০ সালে।

৩৮.এম. গোর্কির লেখা বিখ্যাত বইটির নাম কি ?

উঃ মাদার।

৩৯.পরিবর্তনশীল যোজ্যতা আছে কোন ধাতুর ?

উঃ AI ।

৪০.রেসারপিন কোন গাছে থাকে ?

উঃ সর্পগন্ধা গাছের মূলে।

৪১.অ্যামালগাম কি ?

উঃ পারদ এর অন্য ধাতুর সাথে মিশ্রণ।

৪২.সত্যজিৎ রায় নির্মিত শেষ ছবিটির নাম কি ?

উঃ আগন্তুক।

৪৩.শুকর পালনে পৃথিবীতে প্রথম কোন দেশ ?

উঃ চীন।

৪৫.পৃথিবীর কেন্দ্রে সকল বস্তুর ওজন কত ?

উঃ শূন্য।

৪৬.নির্দিষ্ট বস্তুর ওজন বিশুব অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে কেমন ?

উঃ বেশি।

৪৭.আকবর কোন সালে মৃত্যুবরণ করেছিলেন ?

উঃ ১৬০৫ সালে।

৪৮.আন্তর্জাতিক তারিখ রেখা কত ?

উঃ ১৮০° দ্রাঘিমা রেখা।

৪৯.কেরালার প্রধান বন্দর কোনটি ?

উঃ আলেপ্পি।

৫০.কাকে 'সাদা কয়লা' বলা হয় ?

উঃ বরফকে / হীরককে।

৫১.রক্ত জমাট বাঁধার জন্য আবশ্যক কোন ভিটামিন ?

উঃ ভিটামিন k।

৫২.বাতাসে শব্দের গতিবেগ কত ?

উঃ ৩৩২ মিটার/সেকেন্ড।

৫৩.রামধনুর প্রান্তদ্বয়ের রং কি ?

উঃ বেগুনি , লাল।

৫৪.সালোকসংশ্লেষ দ্রুত হয় কোন আলোতে ?

উঃ লাল আলোতে।

৫৫.কোন ভিটামিনে কোবাল্ট থাকে ?

উঃ B12।

৫৬.টেস্ট ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহক কে ?

উঃ বর্ডার।

৫৭.সোরা কোন দেশের সংসদের নাম কি?

উঃ আফগানিস্তানের।

৫৮.প্রাচীন ভারতের মহাভাষ্য বইটি কে লিখেছিলেন?

উঃ পতঞ্জলি।

৫৯.তিতলি চলচ্চিত্রের পরিচালক কে ?

উঃ ঋতুপর্ণ ঘোষ।

৬০.দিল্লি হাইকোর্ট কত সালে স্থাপিত হয় ?

উঃ ১৯৬৬ সালে।

৬১.পশ্চিমবঙ্গে যখন বামফ্রন্ট ক্ষমতায় আসে তখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে ছিলেন ?

উঃ টি. ভি. রাজ্যেশ্বর।

৬২.রাজ্যসভার সভাপতি কে ?

উঃ উপরাষ্ট্রপতি।

'৬৩.লাইভ ডিভাইন' বইটির লেখক কে ?

উঃ শ্রী অরবিন্দ।

৬৪.বিখ্যাত বই 'মাই লাইফ এন্ড টাইমস' এর লেখক কে? 

উঃ ভি. ভি. গিরি।

৬৫.নির্দিষ্ট চাপে একটি নির্দিষ্ট উষ্ণতার তরল কঠিনে পরিণত হয় ওই তাপমাত্রাকে কি বলে ?

উঃ হিমাঙ্ক।

৬৬.মাটির কুজোর জল কুজোর বাইরে এসে বাষ্পীভূত হবার সময় কোথা থেকে লীন তাপ সংগ্রহ করে ?

উঃ কুজোর জল থেকে।

৬৭.কোন নির্দিষ্ট অঞ্চলের জীবের সংখ্যাকে কি বলে ?

উঃ বায়োমাস।

৬৮.জুবেইদা ছবি পরিচালনা করেছে কে ?

উঃ শ্যাম বেনেগাল।

৬৯.ঝাড়খণ্ডের রাজধানীর নাম কি ?

উঃ রাঁচি।

৭০.পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রিসভা গঠিত হয়েছিল কত সালে ?

 উঃ ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট।

৭১.নদীয়া জেলার পুরনো নাম কি ছিল?

উঃ নবদ্বীপ।

৭২.প্রণবী কার ছদ্মনাম?

উঃ প্রমথনাথ বিশীর।

৭৩.বিড়াল প্রবন্ধের লেখক কে?

উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

৭৪.কোন দেশকে পিরামিডের শহর বলা হয় ?

উঃ মিশর।

৭৫.আকাশ ছোঁয়া শহর কোনটি?

উঃ নিউ ইয়র্ক।

৭৬.কানাডার রাজধানীর নাম কি?

উঃ ওটাওয়া।

৭৭.সুনন্দা কার ছদ্মনাম?

উঃ নারায়ণ গাঙ্গুলীর।

৭৮.ক্যানন স্টেডিয়াম কোথায় অবস্থিত?

উঃ জামশেদপুরে।

৭৯.ড্রাইসেলে কোন প্রকার শক্তি সঞ্চয় করা হয়?

উঃ বৈদ্যুতিক।

৮০.বরদল সত্যাগ্রহ এর সঙ্গে জড়িত কে?

উঃ এম. কো গান্ধী।

৮১.১৮৮৩ খ্রিস্টাব্দে ন্যাশনাল কনফারেন্স কে স্থাপন করেন?

উঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

৮২.গুরু গোবিন্দ সিংহ কোন রাজ্যে জন্মগ্রহণ করেন ?

উঃ বিহারে।

৮৩.কোন পদার্থের গলনে আয়তন হ্রাস পায়?

উঃ বরফের।

৮৪.প্রেম ভাটিয়া পুরস্কার কোনটির সঙ্গে যুক্ত ?

উঃ সাংবাদিকতা।

৮৫.বিদ্যোৎসাহিনী সভা স্থাপন করেন কে?

উঃ কালীপ্রসন্ন সিংহ।

৮৬.কোন চিত্র তারকা সর্বপ্রথম রাজ্যসভায় মনোনীত হন

?

উঃ নার্গিস দত্ত।

৮৭.কোন গ্রহটি আয়তনে প্রায় পৃথিবী সমান?

উঃ শুক্র।

৮৮.হিন্দু মেলার প্রবর্তক কে?

উঃ নবগোপাল মিত্র।

৮৯.শিবাজী উৎসব কে প্রবর্তন করেন?

উঃ বালগঙ্গাধর তিলক।

৯০.অরবিন্দ কোণ ইংরেজি পত্রিকার সম্পাদক ছিলেন?

উঃ বন্দে মাতরম।

৯১.নিষ্ক্রিয় প্রতিরোধ নীতির প্রবর্তক কে ছিলেন?

উঃ বিপিনচন্দ্র পাল।

৯২. ভারত আত্মা কার রচনা?

উঃ বিপিনচন্দ্র পালের।

৯৩. ভারতের কোথায় বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প আছে?

উঃ অন্ধ্রপ্রদেশ।

৯৪. কত সালে বিবেকানন্দ দ্বারা রামকৃষ্ণ মিশন স্থাপিত হয়?

উঃ ১৮৯৭ সালে।

৯৫. সব থেকে বেশি দিন ফল দেয় কোন গাছ?

উঃ নাশপাতি।

৯৬. শহীদ মিনারের উচ্চতা কত?

উঃ ১৫২ ফুট।

৯৭. সবচেয়ে কম সময় রাজত্ব করেন কোন রাজা?

উঃ বিক্রম বাহু।

৯৮. পৃথিবীর নিম্নতম হ্রদ কোনটি?

উঃ মরুসাগর।

৯৯. 'ল্যান্ড অব মর্নিং' কাকে বলে?

উঃ কোরিয়াকে।

১০০. রিভার্স সুইং এর আবিষ্কর্তা কে?

উঃ সফর রাজ খান।












Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)