জেনারেল নলেজ ১০০টি Gk

General knowledge -100

১০০ টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে
সাধারণ জ্ঞান ১০০টি প্রশ্ন ও উত্তর।।কু্ইজ।।১০০ টি ক্যুইজ প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে।
GK for all subjects. Any competitive exams like ssc bank group-d group-c psc miclenious primary rail etc questions and answers take here 

১. নর্মদা নদীর নামের অর্থ কি?

উঃ গভীর নীল জল।

২.উত্তর পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উঃ গোরখপুরে।

৩.জেরোপথ্যালমিয়া রোগ কোন ভিটামিনের অভাবে হয়? 

উঃ ভিটামিন A। 

৪.আসামের রাজধানীর নাম কি ?

উঃ দিসপুর।

৫.মিথিলেটেড স্পিরিট কি?

উঃ মিথানল ও মিথেনের মিশ্রণ।

৬.মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন?

উঃ বৈশালীতে।

৭.ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন?

উঃ মোহাম্মদ বিন তুঘলক।

৮.ইজরায়েলের মুদ্রার নাম কি?

উঃ সেকেল।

৯.ড্রিবল কোন খেলার সঙ্গে যুক্ত?

উঃ ফুটবল।

১০.সরকারিভাবে ভারত অলিম্পিকে অংশগ্রহণ করে কবে?

উঃ ১৯৩২ সালে।

১১.নৈনিতাল শৈল শহর কোথায় অবস্থিত?

উঃ উত্তরাঞ্চলে।

১২.মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত?

উঃ মাদুরাইতে।

১৩.'Central Road Research Institute' কোথায় অবস্থিত ?

উঃ দিল্লিতে।

১৪.তামাক উৎপাদনে কোন দেশ প্রথম?

উঃ চীন।

১৫.আলজেরিয়ার ভাষা কি?

উঃ আরবি।

১৬.পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি?

উঃ প্রশান্ত মহাসাগর।

১৭.মুস্তাক আলী কিসের সঙ্গে যুক্ত ?

উঃ সেতার।

১৮.তামার পাত্রে যে সবুজ মরচে পরে তার নাম কি?

উঃ ম্যালাকাইট।

১৯.কোন মাটি তাপে সহজে গলে না ?

উঃ দুর্গল মাটি।

২০.ব্যারোমিটার কে আবিষ্কার করেন?

উঃ টরিসেলি।

২১.ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়?

উঃ আমেদাবাদ কে।

২২.বাংলা সাহিত্যে কাকে টেকচাঁদ ঠাকুর নামে অভিহিত করা হয় ?

উঃ প্যারীচাঁদ মিত্র।

২৩.আন্তর্জাতিক অর্থভাণ্ডার কোথায় অবস্থিত?

উঃ ওয়াশিংটনে।

২৪. ১২ ই জানুয়ারি কার জন্ম দিবস পালিত হয়?

উঃস্বামী বিবেকানন্দ।

২৫.বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন?

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

২৬.উপভোক্তা জোট এর রচয়িতা কে?

উঃ লর্ড ওয়েলেসলি।

২৭.এশিয়ার দীর্ঘতম নদী কোনটি ?

উঃ ইয়াং সিকিয়াঙ।

২৮.দিল্লির কোন সুলতান প্রথম রাজপুতানা জয় করেন?

উঃ আলাউদ্দিন খলজি।

২৯.দাড়ি কমানোর আয়নায় ব্যবহৃত দর্পণ কেমন?

উঃ অবতল।

৩০.যে ইঞ্জিনিয়ার রাজনীতিবিদ ভারতে অর্থনীতির পরিকল্পনার রূপকার ছিলেন তার নাম কি?

উঃ এম বিশ্বেশরায়।

৩১.কোন যুদ্ধ নেপোলিয়ান যুগের শেষের প্রতীক?

উঃ ওয়াটারলূর যুদ্ধ।

৩২.জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে?

উঃ বোম্বাইয়ে।

৩৩."সরকার জনগণের, সরকার জনগণের জন্য এবং জনগণের দ্বারা" একথা কে বলেছিলেন ?

উঃ আব্রাহাম লিঙ্কন।

৩৪.আমেরিকার স্বাধীনতা যুদ্ধ হয় কাদের সঙ্গে ?

উঃ ব্রিটেনের সঙ্গে। 

৩৫.প্রাথমিক শিক্ষার ধারণা দেন কে?

উঃ মহাত্মা গান্ধী।

৩৬.মহাত্মা গান্ধী কোথায় জন্মগ্রহণ করেন?

উঃ পোরবন্দরে।

৩৭.মহাত্মা গান্ধীর জন্ম হয় কত তারিখে?

উঃ ২রা অক্টোবর।

৩৮.বিজয়নগর সাম্রাজ্য কোথায় অবস্থিত?

উঃ তুঙ্গাভদ্রা নদীর তীরে।

৩৯.পূর্ণ স্বরাজের দাবি ওঠে কোন কংগ্রেসের সম্মেলনে?

উঃ লাহোর।

৪০.স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা চালু করেন কে?

উঃ লর্ড রিপন।

৪১.ইব্রাহিম লোদী সিংহাসনে আরোহন করেন কবে?

উঃ ১৫১৭ সালে।

৪২.শরীরে কোন ভিটামিনের ঘাটতি হলে রাতকানা রোগ হয় ?

উঃ ভিটামিন A ।

৪৩.হৃদপিণ্ড যে ঝিল্লির দ্বারা আবৃত থাকে তার নাম কি? 

উঃ পেরিকার্ডিয়াম।

৪৪.প্রভু গ্রন্থি কাকে বলা হয়?

উঃ পিটুইটারি গ্রন্থি কে।

৪৫.রাইবোজোমের প্রধান কাজ কি?

উঃ প্রোটিন সংশ্লেষণ করা।

৪৬.পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন

উঃ লোকসভার স্পিকার।

৪৭.ভারতে কে ইংরেজি শিক্ষা ব্যবস্থা চালু করেন?

উঃ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।

৪৮.বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?

উঃ শ্রীমতি শ্রীমাভ বন্দর নায়েক।

৪৯.লাক্ষা দ্বীপের প্রধান ক্রিয়াস্থল কোথায়?

উঃ কাভেত্রী।

৫০.সিকিম ভারতের রাজ্য হিসেবে পরিগণিত হয় কবে?

উঃ ১৯৭৫ সালে ২৬ শে এপ্রিল।

৫১.ভারতের রাষ্ট্রপতির সঠিক পরিচয় কি?

উঃ প্রধান রায় দাতা ও সেনাবাহিনীর শ্রেষ্ঠ কমান্ডার।

৫২.ভারতের সংবিধান গৃহীত হয় কবে?

উঃ ১৯৪৯ সালে ২৬ শে নভেম্বর।

৫৩.ভারতের জাতীয় সংগীতের পঙক্তি সংখ্যা কয়টি ?

উঃ পাঁচটি।

৫৪.কলকাতা স্থাপিত হয় কবে?

উঃ ১৬৯০ সালে।

৫৫.বিক্রমাদিত্যের রাজধানী কোথায়?

উঃ উজ্জয়িনী।

৫৬.ফতেপুর সিক্রী তৈরি করেন কে ?

উঃ আকবর।

৫৭.দিদিল্লিতে লাল দুর্গ তৈরি করেন কে?

উঃ শাহজাহান।

৫৮.চেঙ্গিস খানের আসল নাম কি ছিল?

উঃ তেমুজিন।

৫৯.ভারতের সংবিধানের রূপকার ছিলেন কে?

উঃ বি. আর আম্বেদকর।

৬০.UNO প্রতিষ্ঠা হয় কবে ?

উঃ ১৯৪৫ সালে।

৬১.কোন খনিজের অভাবে রক্তাল্পতা রোগ হয়?

উঃ লৌহ।

৬২.ভারতের প্রাচীন রাজধানী কোনটি?

উঃ ইন্দ্রপ্রস্থ।

৬৩.বেসবল খেলায় কতজন খেলোয়াড় থাকে ?

উঃ ৯ জন।

৬৪.ভিসুবিয়াস কোথায় অবস্থিত ?

উঃ ইতালিতে।

৬৫.মেগাস্থিনিস কে?

উঃ গ্রীক দূত।

৬৬.অশোকের বাবা কে ছিলেন ?

উঃ বিন্দুসার।

৬৭.শত্রুদের আত্মসমর্পণের পতাকার রং কি?

উঃ সাদা।

৬৮.বাবার শব্দের অর্থ কি?

উঃ বাঘ।

৬৯.জিজিয়া কর কে তুলে নেন?

উঃ আকবর।

৭০.মাটির লুথার কিং কে?

উঃ আমেরিকার নেতা। 

৭১.বরাদলি সত্যাগ্রহ কে করেন?

উঃ মহাত্মা গান্ধী।

৭২.মাও সে তুং মারা যায় কবে ?

উঃ ১৯৭৬ সালে।

৭৩.শ্রীমতি ইন্দিরা গান্ধী কবে মারা যান?

উঃ ১৯৮৪ সালে।

৭৪.প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় কবে?

উঃ ১৯১৮ সালে।

৭৫.ইংরেজি সাহিত্যের পিতা বলা হয় কাকে?

উঃ বেজকে। 

৭৬.ইংরেজি গদ্যের জনক বলা হয় কাকে ?

উঃ চসারকে।

৭৭.ইংরেজি কবিতার জনক বলা হয় কাকে?

উঃ ওয়ার্ড সোয়ার্থকে। 

৭৮.আগ্রার আগের নাম কি ছিল?

উঃ আগ্রাবাদ।

৭৯.আমেরিকার স্বাধীনতা যুদ্ধ হয় কবে?

উঃ ১৭৭৫ - ১৭৮৩ সালে।

৮০.মহাবলীপুরম স্থাপন করেন কে?

উঃ নরসিংহ বর্মা।

৮১.মোহাম্মদ গজনী সোমনাথ মন্দির লুট করেন কত সালে ?

উঃ ১০২৫ সালে।

৮২.মানবদেহে হিমোগ্লোবিন উৎপাদনের জন্য কোন খনিজ পদার্থের প্রয়োজন?

উঃ লৌহ।

৮৩.যকৃত থেকে উৎপন্ন পদার্থ কে কি বলে?

উঃ পিত্ত রস।

৮৪.সকল উৎসেচক কি জাতীয় পদার্থ?

উঃ প্রোটিন জাতীয়।

৮৫.ভারতের স্বাধীনতা সময় গান্ধীজী কোথায় ছিলেন ?

উঃ কলকাতাতে।

৮৬."সারে জাহা সে আচ্ছা" গানটি কে লিখেছিলেন?

উঃ মোহাম্মদ ইকবাল।

৮৬.কোন শহরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল?

উঃ অমৃতসরে।

৮৮.ভারতের পতাকা দিবস পালিত হয় কোন মাসে?

উঃ ডিসেম্বরে।

৮৯.সপ্তম শতকে ভারতের বিখ্যাত বিশ্ববিদ্যালয় কোনটি ছিল?

উঃ নালন্দা।

৯০.পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি?

উঃ নীলনদ।

৯১.এশিয়ার শ্রেষ্ঠ শিল্প উন্নত দেশ কোনটি?

উঃ জাপান।

৯২.আন্দামানে দ্বীপের সংখ্যা কয়টি?

উঃ ২০৫ টি।

৯৩.বিশ্বে মোট দেশের সংখ্যা কয়টি?

উঃ ২১২টি।

৯৪.কুরুক্ষেত্রের যুদ্ধ হয় কতদিন ধরে?

উঃ ১৮ দিন ধরে।

৯৫. বিশ্বের সর্বাধিক কফি পাওয়া যায় কোথায়?

উঃ ব্রাজিলে। 

৯৬.ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য কত? 

উঃ ৫৬৪ কিলোমিটার। 

৯৭.কে ভারতে প্রথম গোলাপ গাছ নিয়ে আসেন? 

উঃ বাবর।

৯৮. ভারতের দীর্ঘতম দিন কোনটি?

উঃ একুশে জুন।

৯৯. ২৪ ঘন্টায় জোয়ার ভাটা আসে কতবার?

উঃ দুবার।

১০০. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?

উঃ শুক্র ।




Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)