পরিবেশ বিদ্যা পরিবেশ ব্যবস্থাপনা Environment science

 Environment science (পরিবেশ বিদ্যা)

পরিবেশ ব্যবস্থাপনা থেকে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। প্রতিটি প্রশ্নের মান-১


১)  UNCED- র পুরো কথাটি কি?

উঃ ইউনাইটেড নেশনস্ কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট।

২) ভারতবর্ষে ব্যাঘ্র প্রকল্প চালু হয় কবে?

উঃ ১৯৭৩ খ্রিঃ ১লা এপ্রিল 

৩) গ্রীন ট্রাইব্যুনাল কী ?

উঃ গ্রীন ট্রাইব্যুনাল হল ভারতীয় পার্লামেন্টে ২০১০খ্রি গৃহীত একটি ট্রাইব্যুনাল যা নিষ্পত্তি না হওয়া পরিবেশ সংক্রান্ত বিচারের বিষয়গুলিকে সমর্থনযোগ্য সিদ্ধান্তের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করে।

৪) স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয় কবে ?

উঃ ১৯৭২খ্রিঃ 

৫) ভারত সরকারের পরিবেশ মন্ত্রক স্থাপিত হয় কবে ?

উঃ ১৯৮০ খ্রিঃ

৬) বঙ্গীয় ধুম দূষণ আইন কত খ্রিস্টাব্দে চালু হয়?

উঃ ১৯০৫ সালে

৭) ফ্যাক্টরি আইন চালু হয় কবে? 

উঃ ১৯৪৮ খ্রিস্টাব্দে, 

৮) কীটনাশক আইন কত সালে প্রণয়ন হয়েছিল ?

উঃ 1968 খ্রিস্টাব্দে 

৯) ভারতবর্ষে মোটরযান আইন কত খ্রিস্টাব্দে জারি করা হয় ?

উঃ 1938 খ্রিস্টাব্দে 

১০) মোটর আইন জারি করা হয় কবে?

উঃ 1938 খ্রিঃ, যা 1988 খ্রিস্টাব্দে সংশোধিত করা হয়।

১১)  ভারতবর্ষের খনি ও খনিজ আইন কত খ্রিস্টাব্দে জারি করা হয় ?

উঃ 1947খ্রি 

১২) ভারতীয় বন আইন কত খ্রিস্টাব্দে প্রণয়ন হয়েছিল?

উঃ 1927 খ্রিস্টাব্দে। 

১৩) জলদায় বিমা আইন কবে চালু হয় ?

উঃ 1991 খ্রিস্টাব্দে।

১৪) ভারতীয় পেট্রোলিয়াম আইন কত সালে প্রণয়ন করা হয় ?

উঃ 19 34 খ্রিস্টাব্দে, 

১৫) আই এস ১০৫০০ অনুযায়ী পানীয় জলে ক্লোরাইডের অনুমোদিত সীমা কত ?

উঃ ২৫০ মিলিগ্রাম / লিটার 

১৬) পানীয় জলের কাঠিন্য বলতে কী বোঝো?

উঃ পানীয় জলের কাঠিন্য বলতে জলে উপস্থিত চুনা পদার্থকে বোঝায়।

১৭) সংবেদনশীল এলাকার ভাসমান ধূলিকণার বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান কত ?

উঃ ৭০ মাইক্রগ্রাম / ঘনমিটার 

১৮) শিল্পাঞ্চলে বাতাসের শ্বসনযোগ্য ভাসমান ধূলিকণার বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান কত ?

উঃ ১২০ মাইক্রো গ্রাম / ঘনমিটার 

১৯) শিল্পাঞ্চলে দিনের বেলায় শব্দের সর্বাধিক অনুমোদিত মাত্রা কত ?

উঃ ৭৫ ডেসিবেল 

২০) বসতি এলাকার বাতাসে নাইট্রোজেন অক্সাইডের বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান কত ?

উঃ 60 মাইক্রগ্রাম / ঘনমিটার 

২১) ইউট্রোফিকেশন কি ?

উঃ জলের পুষ্টি মাত্রা বেড়ে যাওয়ার ঘটনাকে ইউট্রোফিকেশন বলে 

২২) গ্রীন হাউস গ্যাসের দুটি উৎস লেখ।

 উঃ ১) জীবাশ্ম জ্বালানির দহন 

       ২) রেফ্রিজারেটর ,এয়ার কন্ডিশন প্রভৃতি 

 ২৩) ভোপাল গ্যাস দুর্ঘটনার দায়ী কোন গ্যাস ?

উঃ মিথাইল আইসো সায়ানাইট 

২৪) এরোসল কি ?

উঃ এরোসল হলো  বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কণা। যেমন দূষক কণা ,ধূলিকণা ,খনিজ কণা, ছাই, কুয়াশা ইত্যাদি।

২৫) ফ্লোরাইড দূষণের একটি ক্ষতিকারক প্রভাব লেখ

উঃ ফ্লুওরাইড দূষণের ফলে ফ্লুওরোসিস রোগ হয়। ফ্লুওরাইড দাঁতের ও হাড়ের ক্যালসিয়ামের সঙ্গে বিক্রিয়া করে তাকে দুর্বল ও ভঙ্গুর করে। 

২৬) ইটাই ইটাই রোগ কোন মৌলের জন্য দেখা যায়?

উঃ ক্যাডমিয়াম 

২৭) বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কি ?

উঃ যে পরিমাণ অক্সিজেন জলে উপস্থিত জৈব উপাদানকে বিয়োজনের জন্য প্রয়োজন তাকে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলে ।

২৮) দুটি বিপদজনক বর্জ্যের উদাহরণ দাও।

উঃ তেজস্ক্রিয় বর্জ্য আর ভারী ধাতু 

২৯) প্রাকৃতিক বৃক্ক কাকে বলে? 

উঃ জলাভূমি 

৩০) 1992 খ্রিস্টাব্দে বসুন্ধরা সম্মেলন কতদিন ধরে চলেছিল?

উঃ ত রা জুন থেকে ১৪ই জুন পর্যন্ত চলেছিল। 

৩১) ভৌমজল স্তর নেমে যাওয়ার ফলে কি ধরনের জল দূষণ হতে পারে? 

উঃ আর্সেনিক দূষণ বাড়ে এবং ভারী ধাতুজনিত দূষণ সৃষ্টি হয় 

৩২) মৃত্তিকার একটি মান নির্ণায়ক সূচকের নাম বলো?

উঃ পি এইচ 

৩৩) বাতাসের একটি মান নির্ণায়ক সুযোগের নাম বলো

 উঃ ভাসমান ধূলিকণা 

৩৪) সংবিধানের 48A ধারায় কি বলা হয়েছে?

উঃ রাষ্ট্র পরিবেশ রক্ষা ও উন্নয়নের চেষ্টা করবে এবং বনাঞ্চল ও বন্যপ্রাণী রক্ষা করার ব্যবস্থা গ্রহণ করবে।

৩৫) কোন দেশ গ্রিনহাউস গ্যাস কমাতে কার্বন ট্যাক্স চালু করে ?

উঃ অস্ট্রেলিয়া 

৩৬) ধূমপানে নির্গত ধোঁয়ায় উপস্থিত ক্ষতিকারক পদার্থের নাম কি ?

উঃ ক্লোরোবেঞ্জিন 

৩৭) রামসার কনভেনশন কোন দেশে হয়েছিল ?

উঃ ইরান 

৩৮) গ্রিন বেঞ্চ কাকে বলে? 

উঃ কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 1986 খ্রিস্টাব্দে 16 এপ্রিল পরিবেশ সংক্রান্ত বিভিন্ন মামলার সমাধান করার জন্য গ্রীন বেঞ্চ  গঠন করে। এর ফলে সাধারণ মানুষ এখানে দূষণ সংক্রান্ত কোনো অভিযোগ দায়ের করতে পারে। এই কারণে গ্রীন অর্থাৎ সবুজায়নের জন্য যে বিচারালয় তাই গ্রীন বেঞ্চ নামে পরিচিত।

৩৯) এজেন্ডা ২১ কি?

উঃ ১৯৯২ খ্রিস্টাব্দের ৩ জুন থেকে ১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনিরোতে আন্তর্জাতিক পরিবেশ সম্পর্কিত বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে বিশ্ব পরিবেশ সংকট নিয়ে ২১ দফা কর্মসূচি গৃহীত হয়। এই কর্মসূচিতে এজেন্ডা-২১ নামে পরিচিত। 

৪০) ভারতে বাস্তুতন্ত্র চিহ্নিতকরণ আদেশ নামা জারি হয় কবে? 

উঃ ১৯৯৪ খ্রিস্টাব্দে।  

৪১) অতিরিক্ত মাত্রায় নাইট্রোজেনের প্রভাবে কোন রোগ সৃষ্টি হয় ?

উঃ নীল শিশু সিনড্রোম 

৪২) বিশ্বের কোন নদীর সবচেয়ে বেশি জনবহুল ?

উঃ আমাজন 

৪৩) কোন ব্যারেজের জন্য পাঞ্জাবে সবুজ বিপ্লব সম্ভব হয়েছে ?

উঃ ভাকরা নাঙ্গাল 

৪৪) পরিবেশ সম্পর্কে বিখ্যাত 3p সূত্রটি কি ?

উঃ পপুলেশন পভার্টি পলিউশন

৪৫) চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন কে? 

উঃ সুন্দরলাল বহুগুনা 

৪৬) দুধের কোন উপাদান প্লাস্টিক তৈরির জন্য ব্যবহৃত হয় ?

উঃ কেসিন 

৪৭) পরিবেশ প্রসঙ্গে গাইয়ার উদগাতা কে ?

উঃ জেমস লাভলক 

৪৮) বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কবে ?

উঃ ৫ জুন 

৪৯) পানীয় জলের দ্রবীভূত অত্যাবশকীয় মৌলটির নাম কি ?

উঃ অক্সিজেন 

৫০) মানব সভ্যতার অগ্রগতির সঙ্গে পরিবেশের নানা সমস্যা কমেছে না বেড়েছে ?

উঃ বেড়েছে 

৫১) পৃথিবীর উষ্ণতাবর্ধক গ্যাস নয় কোনটি ?

উঃ সালফার ডাই অক্সাইড 

৫২) ৫ জুন পরিবেশ দিবস হিসেবে পালিত হয় কেন?

উঃ ওই দিনে সুইডেনের স্টকহোমে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বলে। 

৫৩) মোটর গাড়িতে ব্যবহৃত ক্যাটিলিটিক কনভার্টার কোন গ্যাসকে কমাতে সাহায্য করে ?

উঃ কার্বন মনোক্সাইড 

৫৪) অম্লবৃষ্টির দ্বারা কোন ধরনের সৌধ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ?

উঃ মার্বেল পাথরের তৈরি 

৫৫) কিসের প্রভাবে তাজমহল বিপন্ন ?

উঃ সালফার ডাই অক্সাইড 

৫৬) গৃহস্থালির বর্জ্য ফেলার জন্য শহরের সন্নিকটে কি দরকার ?

উঃ ভরাট করার মতো নিচু জমি 

৫৭) জাপানের ফুকুসিমায় সম্প্রতি যে পরিবেশ বিপর্যয় ঘটেছে তার মূল কারণ কি?

উঃ সুনামি ও পারমাণবিক চুল্লির বিস্ফোরণ। 

৫৮) সূর্য থেকে আগত ক্ষতিকারক অতিবেগুনে রশ্মি পৃথিবীপৃষ্ঠে পৌঁছাতে পারেনা কারণ কি ?

উঃ বায়ুমণ্ডলের উপরিস্তরে ওজনের উপস্থিতি 

৫৯) ইউট্রোফিকেশন হলে জলাশয়ের কি পরিবর্তন ঘটে?

উঃ উদ্ভিদের সংখ্যা বাড়ে, যদিও প্রাণীর সংখ্যা কমে।

৬০) পারমাণবিক চুল্লি বিস্ফোরণ ঘটলে সবচেয়ে যে মারাত্মক দূষণ ঘটে তার নাম কি ?

উঃ তেজস্ক্রিয় বিকিরণ 

৬১) বর্জ্যদহন পদ্ধতিতে কি অসুবিধা হয় ?

উঃ স্থল দূষণ কমলেও বায়ু দূষণ বাড়তে পারে

 ৬২) বিস্ফোরণের বিপদ সংকুল পদার্থ কে কি বলে?

উঃ তেজস্ক্রিয় পদার্থ 

৬৩) পরিবেশের দূষণ মোকাবিলা করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য, প্রতিরোধ করার জন্য এবং সর্বোপরি পরিবেশের সুরক্ষা এবং মান উন্নয়নের জন্য যে আইনে কেন্দ্রীয় সরকারকে সব রকম প্রয়োজনীয় এবং আবশ্যিক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে তার নাম কি ?

উঃ পরিবেশ সুরক্ষা আইন, ১৯৮৬ 

৬৪) জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে পরিবেশে কিসের পরিমাণ বেড়ে যায়?

উঃ কার্বন ডাই-অক্সাইড 

৬৫) শিল্প ক্ষেত্রে ধোঁয়া ও ভাসমান ধূলিকণা নিয়ন্ত্রণ করা হয় কি দ্বারা ?

উঃ ইকেটোস্ট্রাটিক প্রেসিপিটেটর দ্বারা 

৬৬) নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে কার নাম জড়িত ?

উঃ মেধা পাটেকর 

৬৭) রামসার সম্মেলনের মুখ্য বিষয় কি ছিল ?

উঃ জলাভূমি 

৬৮) পরিবেশের সম্পদ গুলি রক্ষার জন্য ভারতে ২০০৩ সালে কি চালু হয়েছিল ?

উঃ জীববৈচিত্র্য আইন 

৬৯) জাপানের মিনামাটা রোগের পাদুর্ভাবের কারণ কি ?

উঃ পারদ 

৭০) ভারতের অরণ্য গবেষণা কোথায় অবস্থিত ?

উঃ উত্তরপ্রদেশের দেরাদুনে 

৭১) গ্রীনবেঞ্চ কী ?

উঃ  কলকাতা হাইকোর্টের পরিবেশ বিষয়ক বেঞ্চ 

৭১) কালো মাটি দেখতে পাওয়া যায় কোথায় ?

উঃ গুজরাট 

৭২) ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া র কার্যালয় কোথায় অবস্থিত?

উঃ দেরাদুন 

৭৩) ন্যাশনাল বায়ওডাইভারসিটি অথরিটি কোথায় স্থাপিত হয়েছে ?

উঃ চেন্নাই 

৭৪) পশ্চিমবঙ্গে কোন জেলায় যৌথবন পরিচালনা ব্যবস্থা প্রথম শুরু হয়?

উঃ পশ্চিম মেদিনীপুর 

৭৫) রাচেল কারসন তার সাইলেন্ট স্প্রিং গ্রন্থে কি দেখিয়েছেন ?

উঃ ডি ডি টির বিষক্রিয়া।

৭৬) নীরব অঞ্চল কাকে বলে?

উঃ হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ,আদালত চত্বরের ১০০ মিটার দূরত্ব ব্যাপী এলাকা জুড়ে শব্দের মাত্রা নির্ধারণ করা হয়েছে । যা দিনের বেলা ৫০ ডেসিবেল এবং রাতের বেলা ৪০ ডেসিবেল ,এই অঞ্চলকে নীরব অঞ্চল বা সাইলেন্ট জোন বলে।

৭৭) ভারতের দুটি পরিবেশ আন্দোলনের নাম করো।

ক) চিপকো আন্দোলন, উত্তরপ্রদেশ

খ) অমৃতা দেবী বিষ্ণোই (জয়পুর) আন্দোলন।








Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)