General knowledge for competitive exams
#General knowledge #gk,#multiplechoice question and answer type questions সাধারণ জ্ঞান primary,bank, SSC, rail ,group-d, group-c psc ,miclenious etc. Any competitive exams question and answer.100 questions this page ,you can read this page for knowledge.
General knowledge
১. কেউ ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে কিনা তা আমরা কেমন করে বুঝি?
উঃ ঘুমের মধ্যে চোখের মনি যখন নড়াচড়া করে।
২. মহৎ হৃদয়ের জন্য কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী সুপরিচিত?
উঃ আর্থার হিকশন।
৩. ডোন কুইকজোট এর লেখক কে?
উঃ স্যার ভ্যান্টিস।
৪. গীতাঞ্জলির লেখক কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
৫. কুমারসম্ভব কে লিখেছিলেন?
উঃ কালিদাস।
৬. ইংরেজি মহাকাব্য প্যারাডাইস লস্ট কে লিখেছিলেন?
উঃ মিল্টন।
৭. চরক সংহিতার বিষয়বস্তু কি?
উঃ ঔষধ।
৮. শরীরের সমস্ত রকম কার্যকলাপ নিয়ন্ত্রণ করে কে?
উঃ গুরু মস্তিষ্ক।
৯. politics নামে বিখ্যাত বইটি কে লিখেছিলেন?
উঃ অ্যারিস্টোটল।
১০. রুডিয়ার্ড কিপলিং এর জঙ্গলের বইতে কচ্ছপটির নাম কি ছিল?
উঃ মুগগার।
১১. কে প্রথম লিখেছিলেন কাপুরুষরা মরার আগে অনেকবার মরে?
উঃ শেক্সপিয়ার।
১২. ধুমকেতুর লেজ কখন তৈরি হয়?
উঃ সূর্যের ও চন্দ্রের মাঝামাঝি ধূমকেতু এলে।
১৩. পৃথিবীর বৃহত্তম লবণ খনির নাম কি?
উঃ খেওড়া।
১৪. অজন্তা ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উঃ মহারাষ্ট্র।
১৫. মাদ্রাজের আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি?
উঃ মিনাবককম।
১৬. ইজরায়েল ও জর্ডানের সীমান্তে কোন সাগর অবস্থিত?
উঃ মরুসাগর।
১৭. এভারেস্ট কোন পাথর দিয়ে তৈরি?
উঃ চুনাপাথর।
১৮. এমন একটি কোন খনিজ পদার্থ আছে যা আগুনে পোড়ে না?
উঃ অ্যাসবেসটাস।
১৯. সবচেয়ে বড় সামুদ্রিক ঝিনুকের ওজন কত?
উঃ ৫৭৯ পাউন্ড।
২০. সবচেয়ে ভারী মাকড়সা কোনটি?
উঃ ট্যারান্টুলা।
২১. পৃথিবীর মধ্যে বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম কি?
উঃ সুপিরিয়র হ্রদ।
২২. সিন্চুলা কি?
উঃ সিন্চুলা একটি পর্বত।
২৩. কোন রাজ্যকে রাশিয়ার রুটির ঝুড়ি বলা হয়?
উঃ ইউক্রেন কে।
২৪. কোন অঞ্চলকে পৃথিবীর কসাইখানা বলা হয়?
উঃ চিকাগো কে।
২৫. পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি?
উঃ নীলনদ।
২৬. বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কিসের ওপর নির্ভর করে?
উঃ উষ্ণতার ওপর।
২৭. পৃথিবীর বৃহত্তম বন্দর কোনটি?
উঃ লন্ডন।
২৮. ডনবাস কিসের জন্য বিখ্যাত?
উঃ কয়লা খনির জন্য।
২৯. পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি?
উঃ কাস্পিয়ান সাগর।
৩০. পৃথিবীর মধ্যে বৃহত্তম জ্বালামুখ হ্রদের নাম কি?
উঃ সুমাত্রার টোবা হ্রদ।
৩১. কক্স বাজার কোথায়?
উঃ বাংলাদেশের দক্ষিণ পূর্বের একটি শহর।
৩২. পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি ম্যাঙ্গানিজ পাওয়া যায়?
উঃ আমেরিকায়।
৩৩. কোন যন্ত্রের সাহায্যে ভূকম্পন নির্ণয় করা হয়?
উঃ সিসমোগ্রাফ।
৩৪. বায়ুমণ্ডলে কোন গ্যাসের প্রাধান্য বেশি?
উঃ নাইট্রোজেন।
৩৫. উত্তর আটলান্টিক স্রোত প্রকৃতপক্ষে কোন দেশকে উষ্ণ রাখে?
উঃ ইউরোপের উত্তর-পূর্ব উপকূলকে উষ্ণ রাখে।
৩৬. বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ট্রেনের নাম কি?
উঃ জাপানের নিউ ট্রোকাইডো এক্সপ্রেস।
৩৭. রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়?
উঃ ভিটামিন D।
৩৮. একটি অমেরুদন্ডী জীবন্ত জীবাশ্মের নাম লেখ?
উঃ লিমুলাস।
৩৯. শরীরের কোন অংশে পাচিত খাদ্য শোষিত হয়?
উঃ ক্ষুদ্রান্তের জেজুনামে।
৪০. কোন রাসায়নিক পাউরুটি তৈরি করতে ব্যবহৃত হয়?
উঃ সোডিয়াম বাই কার্বনেট।
৪১. মুঘল স্থাপত্যের প্রথম মার্বেল ব্যবহার করা হয় কোথায়?
উঃ তাজমহলে।
৪২. সরোজিনী নাইডু কাকে হিন্দু মুসলিম ঐকের দুত বলে অভিহিত করেন?
উঃ মৌলানা আজাদকে।
৪৩. রাজা কৃষ্ণদেব প্রায় এর সমসাময়িক ছিলেন কে?
উঃ বাবর।
৪৪. কোন উদ্ভিদ কে ইংরেজিতে 'লুকিং গ্লাস ট্রি' নামে অভিহিত করা হয়?
উঃ সুন্দরী গাছকে।
৪৫. ভলিবল কে আবিষ্কার করেন?
উঃ উইলিয়াম হিমর্গন।
৪৬. ভারত পাক রেলের নাম কি?
উঃ সমঝোতা এক্সপ্রেস।
৪৭. প্রতিধ্বনি শুনতে হলে শব্দ উৎস ও প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত?
উঃ ১৬.৬ মিটার।
৪৮. টেস্টোস্টেরন নামক হরমোনের কাজ কি?
উঃ শুক্রাণু উৎপাদনে সাহায্য করা।
৪৯. কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন?
উঃ দিব্য।
৫০. গুরু বিপিনসিংহ কোন ঘরানার শিল্পী?
উঃ মনিপুরী নৃত্য।
৫১. ভারতের জনসংখ্যার স্থায়িত্ব আসবে কোন সালে?
উঃ ২০২৫ সালে।
৫২. কোল উপজাতি কোথায় বাস করে?
উঃ মধ্যপ্রদেশে।
৫৩. পদ্মনাভ মন্দির কোথায় অবস্থিত?
উঃ তীরুবন্তপুরমে।
৫৪. উদ্ভিদ ও প্রাণী কলা সংক্রান্ত বিদ্যাকে কি বলে?
উঃ হিস্টোলজি।
৫৫. ভারতের কোন বন্দর সবচেয়ে বেশি কয়লা পরিবহন করেন?
উঃ তুতিকোরিন।
৫৬. কিসের অভাবে ডায়াবেটিস ইনসিপিডিস হয়?
উঃ ADH।
৫৭. কোন গভর্নর জেনারেলের আমলের ঠগীরা দমিত হয়েছিল?
উঃ বেন্টিঙ্ক।
৫৮. ম্যারাথন যুদ্ধ কার কার মধ্যে হয়?
উঃ গ্রিক ও পারস্যের মধ্যে।
৫৯. রবীন্দ্রনাথের শেষ গদ্য রচনা কোনটি?
উঃ সভ্যতার সংকট।
৬০. কোন প্রাণীকে ব্লাক উইডো বলা হয়?
উঃ মাকড়সা কে।
৬১. কোন হ্রদের জল থেকে লবণ তৈরি হয়?
উঃ সম্বর।
৬২. ভারতের প্রথম সম্পূর্ণ আবহাওয়া বিষয়ক উপগ্রহ কোনটি?
উঃ মেটস্যাট।
৬৩. মানুষ লোহার আগে কোন ধাতু আবিষ্কার করে?
উঃ তামা।
৬৪. ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কোন খ্রিস্টাব্দে বিধিবদ্ধ হয়?
উঃ ১৯০৪ খ্রিস্টাব্দে।
৬৫. জলকে বিশুদ্ধ করতে কি ব্যবহৃত হয়?
উঃ ক্লোরিন।
৬৬. মরুমৃত্তিকার অপর নাম কি?
উঃ সিরোজেম।
৬৭. পাট চাষের গবেষণাগার কোথায় অবস্থিত?
উঃ ব্যারাকপুরে।
৬৮. সামাজিক চুক্তি গ্রন্থটির প্রণেতা কে?
উঃ রুশো।
৬৯. ব্রোঞ্জ সভ্যতা নামে পরিচিত কোন সভ্যতা?
উঃ হরপ্পা সভ্যতা।
৭০. মারাঠাড়া সবচেয়ে বেশি শক্তিশালী হয় কার সময়ে?
উঃ শিবাজীর সময়ে।
৭১.অরুণাচল প্রদেশের পূর্ব নাম কি?
উঃ নেফা।
৭২.পদার্থবিদ্যায় প্রথম নোবেল পুরস্কার পান কে?
উঃ রন্ট জেন।
৭৩.নিষেক ছাড়া বীজহীন ফল উৎপাদন কে কি বলে?
উঃ পার্থোনোকার্পি।
৭৪.গ্রাসনালির বিচলন প্রক্রিয়া কোন ধরনের?
উঃ পেরিস্টলসিস।
৭৫.অ্যাসিড রাখার পাত্রের নাম কি?
উঃ জার।
৭৬.কাশ্মীরের বিখ্যাত শালিমার বাগ কে নির্মাণ করেন?
উঃ জাহাঙ্গীর।
৭৭.আমান আলী বাঙ্গাস কোন বাদ্যযন্ত্রের বিখ্যাত শিল্পী?
উঃ সরোদ।
৭৮.নিশান ই ইমতিয়াজ পুরস্কার কে পেয়েছেন?
উঃ দিলীপ কুমার।
৭৯.বঙ্গীয় সাহিত্য পরিষদ কবে গঠিত হয়?
উঃ ১৯৬১ সালে।
৮০.সবচাইতে কার্যকরী ইঞ্জিন কি?
উঃ ইলেকট্রিক।
৮১.শারীরিক ভারসাম্য কে রক্ষা করে?
উঃ কান।
৮২.দ্য গুড অর্থ কে লিখেছেন?
উঃ পালবার্ক।
৮৩.হারকিউলাসের থাম কাকে বলা হয়?
উঃ জিব্রাল্টার কে।
৮৪.নাট্যশাস্ত্র গ্রন্থ কে লেখেন?
উঃ ভরত মুনি।
৮৫.সেন্ট্রাল গ্লাস এন্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউশন কোথায় ?
উঃ যাদবপুরে।
৮৬.সোনার পরী কাপটির অপর নাম কি?
উঃ জুলেরীমা।
৮৭.গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ?
উঃ আরাবল্লী।
৮৮.কেন্দ্রীয় সরকার কোথা থেকে আভ্যন্তরীণ ঋণ নেয় ?
উঃ প্রফিডেন্ট ফান্ড।
৮৯.সংবিধানসম্মত সরকারের দুটি মৌলমান কি?
উঃ স্থায়িত্ব ও বিচার।
৯০.ভারতের প্রথম মহিলা গণিতবিদ লীলাবতীর জন্মস্থান কোথায়?
উঃ দাক্ষিণাত্যে।
৯১.আকবরের আমলে অর্থমন্ত্রী কে কি বলা হত?
উঃ দেওয়ান।
৯২.আদি বা প্রাথমিক শিলা কোনটি ?
উঃ আগ্নেয় শিলা।
৯৩.পুকুর থেকে সর্বাধিক জলসেচ হয় কোথায় ?
উঃ তামিলনাড়ুতে।
৯৪. হাওড়া কোন ধরনের ব্রিজ?
উঃ ক্যান্টিলিভার।
৯৫. শেখ নাসির উদ্দিন চিরাগ কোন সুখী সংগঠনের সদস্য ছিলেন?
উঃ চিস্তি।
৯৬. মালবিকাগ্নিমিত্রম নাটকটির রচয়িতা কে?
উঃ কালিদাস।
৯৭. চাণক্যর আসল নাম কি?
উঃ বিষ্ণু গুপ্ত।
৯৮. চেচনিয়া কোন সাগরের কাছাকাছি?
উঃ কাস্পিয়ান।
৯৯. কর্নাটকের হাম্পি তে মধ্যযুগের কোন সাম্রাজ্যের ধ্বংসাবশেষ পাওয়া গেছে?
উঃ বিজয়নগর।
১০০. সৌরজগতের সবচেয়ে দ্রুতগামী গ্রহ কোনটি?
উঃ বুধ।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.