General knowledge for all competitive exams 100 pices

General knowledge 100 pices

১০০ টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে 
GK/General knowledge for all competitive exams.

১. বাঁকুড়া কোন নদীর তীরে অবস্থিত?

উঃ দ্বারকেশ্বর।

২.নীলাভ সবুজ শৈবালের নাম কি?

উঃ নস্টক।

৩.পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল?

উঃ ১৭৬১ সালে।

৪.টাকলা মাকান কি?

উঃ একটি মরুভূমি।

৫.পারাদ্বীপ বন্দর কোন রাজ্যে অবস্থিত?

উঃ ওড়িশা।

৬.ব্লিচিং পাউডারের মধ্যে ঝাঁঝালো গন্ধের কারণ কি?

উঃ CI2 ।

৭.রবার কে শক্ত করতে কোন পদার্থ ব্যবহৃত হয় ?

উঃ গন্ধক।

৮.ইলেকট্রনিক্সের শুরু কবে থেকে?

উঃ ট্রানজিস্টার আবিষ্কারের সময় থেকে।

৯.'কবিপ্রিয়া' উপাধি কে গ্রহণ করেছিলেন ?

উঃ গোপাল।

১০.'তারাপদ' কোন গল্প এর চরিত্র ?

উঃ অতিথি।

১১.একশৃঙ্গ গন্ডার কোন জাতীয় পার্কে দেখা যায়?

উঃ কাজিরাঙ্গা।

১২.কঙ্গো নামে দেশটির প্রাচীন নাম কি ছিল?

উঃ জাইরি।

১৩.মানুষের ফুসফুসের আবরণীকে কি বলে ?

উঃ প্লুরা।

১৪.UNHCR এর সদর দফতর কোথায় ?

উঃ জেনেভা।

১৫.ভারতবর্ষের প্রথম ডেপুটি প্রধানমন্ত্রী কে?

উঃ বল্লভ ভাই প্যাটেল।

১৬.Sunda প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে  ?

উঃ জাভা ও সুমাত্রা ।

১৭.'গণদেবতা' বইটির রচয়িতা কে ?

উঃ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।

১৮.'দুর্গেশ নন্দিনী' বইটি কার লেখা ?

উঃ বঙ্কিমচন্দ্রের।

১৯.'ম্যাকমোহন' লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?

উঃ ভারত ও চীন। 

২০.ইরানের মুদ্রার নাম কি?

উঃ রিয়াল।

২১.অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন?

উঃ বি. ডি. সাভারকর।

২২.ডালহৌসি শৈল শহর কোন রাজ্যে অবস্থিত?

উঃ হিমাচল প্রদেশ।

২৩.থোরিয়াম উৎপাদনে প্রথম কোন দেশ?

উঃ আমেরিকা।

২৪.সোনালী পশমের দেশ কাকে বলে ?

উঃ অস্ট্রেলিয়াকে।

২৫. 'Sports museum' কোথায় অবস্থিত ?

উঃ পাতিয়ালাতে।

২৬.মেগাস্থিনিস কার আমলে আসেন?

উঃ চন্দ্রগুপ্ত মৌর্যের।

২৭.কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?

উঃ মধ্যপ্রদেশ।

২৮.মাকালু কি ?

উঃ একটি পর্বত।

২৯.আকবরের সমাধি কোথায় অবস্থিত?

উঃ আগ্রাতে।

৩০.বার্লিন কোন নদীর তীরে অবস্থিত?

উঃ স্প্রী।

৩১.ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায়?

উঃ ওয়াশিংটন।

৩২.ভারতবর্ষের আয়তনে সবথেকে বড় রাজ্য কোনটি?

উঃ রাজস্থান।

৩৩.সোলার সিস্টেম কে আবিষ্কার করেছেন?

উঃ কোপার্নিকাস।

৩‌৪. টিভির পর্দায় কিসের আস্তরণ লাগানো থাকে ?

উঃ ফসফর জাতীয় প্রতিপ্রভ পদার্থ।

৩৫.প্রথম রোবট কে তৈরি করেছিলেন?

উঃ উইলিয়াম গ্রে. ওয়াল্টার ।

৩৬.কোন তারিখে দিন ও রাত্রি সমান?

উঃ ২১ শে মার্চ।

৩৭.বিভাব ও পার্থক্যের ব্যবহারিক একক কি?

উঃ ভোল্ট।

৩৮.২৬ শে এপ্রিল কার জন্মদিন পালিত হয়?

উঃ শিবাজীর।

৩৯.অস্থি কি ধরনের কলা?

উঃ কঠিন যোগ কলা।

৪০.দিলওয়ালা মন্দির কোথায় অবস্থিত?

উঃ মাউন্ট আবুতে।

৪১.আরব সাগরের রানী কাকে বলা হয়?

কোচীকে।

৪২.মৌলিক কর্তব্যসমূহ সংবিধানের প্রবিষ্ট হয়েছে কততম সংশোধনীর দ্বারা?

উঃ ৪২ তম।

৪৩.বারবাটি স্টেডিয়াম কোথায় অবস্থিত ?

উঃ কটকে।

৪৪.'সানফ্লাওয়ার' চিত্রটির অঙ্কন শিল্পী কে ?

উঃ ভ্যান গঘ। 

৪৫.জহরলাল নেহেরু বন্দর কোন রাজ্যে অবস্থিত?

উঃ মহারাষ্ট্রে।

৪৬.সিকিম হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯৭৫ সালে।

৪৭.ওডিসি নৃত্য কোন রাজ্যের সঙ্গে যুক্ত?

উঃ ওড়িশা।

৪৮.কোন ধাতুর মিশ্রণে জার্মান সিলভার তৈরি হয়?

উঃ তামা, দস্তা, নিকেল। 

৪৯.ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপ কি?

উঃ ত্রিনিদাদ।

৫০.'ইন্ডিয়ান নভেল একাডেমি' কোথায় অবস্থিত?

উঃ কোচীতে।

৫১.শেরশাহের সমাধি কোথায় অবস্থিত?

উঃ সাসারামে।

৫২.ভারতবর্ষের প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহন করেছিলেন তিনি কে?

উঃ বাচেন্দ্রি পাল। 

৫৩.জ্ঞানপীঠ পুরস্কার প্রথম কোন বাঙালি পেয়েছিলেন? 

উঃ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।

৫৪.একটি উজ্জ্বল অধাতু কি ?

উঃ আয়োডিন।

৫৫.বেতার তরঙ্গ কি?

উঃ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ।

৫৬.মোটর গাড়িতে ব্যবহৃত দর্পণ কি?

উঃ উত্তল।

৫৭.আল বিরুনী কার রাজত্বকালে ভারত ভ্রমণে আসেন? 

উঃ সুলতান মামুদের।

৫৮.ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত ?

উঃ পেরাম্বুর।

৫৯.পানামা প্যানেল কাদের যুক্ত করেছে?

উঃ আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর।

৬০.সূর্যের নিকটতম গ্রহের নাম কি?

উঃ বুধ।

৬১.ইজরায়েলের পার্লামেন্টের নাম কি?

উঃ নেসেট।

৬২.কাকে শান্তির মানুষ নামে অভিহিত করা হয়?

উঃ লাল বাহাদুর শাস্ত্রী কে।

৬৩.'Brevity is the soul of wit'উক্তিটি কার?

উঃ শেক্সপিয়ারের।

৬৪.৩০ শে জানুয়ারি কার মৃত্যুবার্ষিকী পালিত হয়?

উঃ মহাত্মা গান্ধী।

৬৫.মুর্শিদকুলি খা ঢাকা থেকে কোথায় তার রাজধানীর স্থানান্তরিত করেন ?

উঃ মুর্শিদাবাদে।

৬৬.গান্ধীসাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত?

উঃ মধ্যপ্রদেশে।

৬৭.পন্ডিত রবিশঙ্কর কিসের সঙ্গে যুক্ত?

উঃ সেতার।

৬৮.খুদাই খিদমতগর কে প্রতিষ্ঠা করেন ?

উঃ আব্দুল গফফার খান।

৬৯.গ্যাসীয় মাধ্যম অপেক্ষা কঠিন মাধ্যমে শব্দের বেগ কেমন ?

উঃ বেশি হয়।

৭৯.তড়িৎ প্রবাহের একক কি?

উঃ এম্পিয়ার।

৭১.ক্যানন কোন খেলার সঙ্গে যুক্ত ?

উঃ বিলিয়ার্ডস।

৭২.দৈবপুত্র উপাধি কে গ্রহণ করেছিলেন?

উঃ কনিষ্ক।

৭৩.ইন্ডিয়ান ক্যান্সার রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত?

উঃ মুম্বাইয়ে।

৭৪.সাবুদানা কি থেকে তৈরি হয়?

উঃ ট্যাপি ওকা নামে এক ধরনের গাছের শিকড়ের নির্যাস থেকে

৭৫.রেফ্রিজারেটরের কম্প্রেসার এর মধ্যে যে তরল ব্যবহার করা হয় তার নাম কি?

উঃ ফ্রিওন।

৭৬.তিতিমি মাছের গমন অঙ্গের নাম কি ?

উঃ ফ্লিপার।

৭৭.মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান ১৯৩০ সালের কত তারিখে শুরু করেছিলেন?

উঃ 12 ই মার্চ।

৭৮ অধীনতামূলক মিত্রতা নীতি কার সঙ্গে যুক্ত?

উঃ লর্ড ওয়েলেসলি।

৭৯.উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?

উঃ ব্যাডমিন্টন।

৮৯.কুকেনাম কি ?

উঃ একটি জলপ্রপাত।

৮১.নেতাজি সুভাষচন্দ্র বোস কোন কংগ্রেস অধিবেশনের সভাপতি হয়েছিলেন?

উঃ হরিপুরা।

৮২.সীমান্ত গান্ধী কাকে বলা হয়?

উঃ আব্দুল গফফার খানকে।

৮৩.ক্রীতদাস প্রথা বিলুপ্ত হয়েছিল কোন গভর্নর জেনারেলের সময়?

উঃ বেন্টিঙ্ক।

৮৪.তরল অক্সিজেনের রং কি?

 উঃ ফিকে নীল।

৮৫.রঙিন টেলিভিশন প্রথম দেখানো হয় কোন বছরে?

উঃ ১৯২৯ খ্রিস্টাব্দে।

৮৬.পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত? হয়েছিল

উঃ আকবর ও হিমুর মধ্যে।

৮৭.কথাকলি নাচ কোন রাজ্যের সঙ্গে যুক্ত?

উঃ কেরালা।

৮৮.বিজয়ওদা কোন নদীর তীরে অবস্থিত ?

উঃ কৃষ্ণা।

৮৯.ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে?

উঃ অ্যানি বেসান্ত। 

৯০.আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন?

উঃ রামমোহন রায়।

৯১.শৈবালিনী কোন উপন্যাসের মহিলা চরিত্র?

উঃ চন্দ্রশেখর।

৯২ লোহিত রক্তকণিকা কত দিন বাঁচে?

উঃ ১২০ দিন।

৯৩.মহেন্দ্রদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন ?

উঃ কুমার গুপ্ত।

৯৪.ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে?

উঃ জওহরলাল নেহেরু।

৯৫.ইউরেকা। ইউরেকা। উক্তিটি কার ?

উঃ আর্কিমিডিসের।

৯৬.পাট উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?

উঃ পশ্চিমবঙ্গ।

৯৭. ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন?

উঃ জি ভি মাভলঙ্কার 

৯৮. ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রথম বাঙালি প্রধান বিচারপতি কে ছিলেন?

উঃ বিজন কুমার মুখার্জী

৯৯. একটি মিথোজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ দাও

উঃ রাইজোবিয়াম 

১০০. মানবদেহে ভিটামিন সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার নাম কি?

উঃ এসেরিকিয়া কোলাই 


এরকম আরো অসংখ্য জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর পেতে আমাদের এই ব্লগারটি ফলো করে রাখুন এবং কোন কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করুন। আমি কমেন্টে তার উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব।















Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)