General knowledge/Gk for all subjects

General knowledge 

১. পেরুর রাজধানীর নাম কি?

উঃ লিমা।

২.কোন তারিখকে জাতীয় শান্তি দিবস হিসাoবে পালন করা হয়?

উঃ ৭ই এপ্রিল ।

৩.নীলকন্ঠ কার ছদ্মনাম?

উঃ দিপ্তেন্দ্রনাথ সান্যাল।

৪.ধারিয়াল কোন শিল্পের জন্য বিখ্যাত ?

উঃ পশম।

৫.ডিব্রুগড় কোন নদীর তীরে অবস্থিত?

উঃ ব্রহ্মপুত্র।

৬.সঙ্গম বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন?

উঃ দ্বিতীয় দেববায়।

৭.'বানসাগর পরিকল্পনা' কোন রাজ্যে অবস্থিত ?

উঃ বিহারে।

৮.হকিকত ছায়াছবির পরিচালক কে ?

উঃ চেতন আনন্দ।

৯.কার গল্প নিয়ে 'কাবুলিওয়ালা' ছবি তৈরি হয় ?

উঃ রবীন্দ্রনাথ ঠাকুরের।

১০.'এপসম' স্থানটি কোন খেলার জন্য বিখ্যাত ?

উঃ ডার্বি ঘোড়দৌড়।

১১.নলকূপের হাতল কোন শ্রেণীর লিভার?

উঃ প্রথম শ্রেণীর।

১২.বর্তমানে কোন যন্ত্রের সাহায্যে বহু দূরের ঝড়ের মেঘ কালবৈশাখীর মেঘ এবং সাইক্লোন ঝড়ের অবস্থান জানা সম্ভব হয়েছে ?

উঃ র‍্যাডার যন্ত্রের সাহায্যে।

১৩.জলপাই গাছের ডাল কিসের প্রতীক ?

উঃ শান্তির।

১৪.শিক্ষার মূল উদ্দেশ্য কি?

উঃ সমাজ বিকাশে নিজের চিন্তা চেতনাকে কাজে লাগানোর জ্ঞান অর্জন।

১৫.কালবৈশাখী মেঘের বিস্তৃতি কত?

উঃ ১৫ থেকে ২০ কিলোমিটার।

১৬.ধূমপান বিরোধী দিবস প্রথম উদযাপন করা হয়েছিল কবে?

উঃ ৭ই এপ্রিল ১৯৮৬ সালে।

১৭.টাটকা ডিম ও পুরনো ডিম পৃথক করা যাবে কিভাবে?

উঃ এক্সরে দ্বারা।

১৮.ভারতের প্রথম বিশ্ব সুন্দরী কে?

উঃ রিতা ফারিয়া।

১৯.আজমির যুগ্ম আন্দোলনের প্রবক্তা কে?

উঃ মঈন উদ্দিন চিস্তী।

২০.ভারতের প্রথম গ্রাম আদালত কোন রাজ্যে চালু হয়েছে?

উঃ উত্তরাঞ্চলে।

২১.ছত্রিশগড়ের রাজধানীর নাম কি?

উঃ রাইপুর।

২২.উত্তরাঞ্চল ভারতের কততম রাজ্য?

উঃ ২৭তম।

২৩.মোট কতগুলি জেলা নিয়ে উত্তরাঞ্চল রাজ্য গঠিত হয়েছে?

উঃ ১৩ টি।

২৪.'দ্য গড অফ স্মল থিংস' এর রচয়িতা কে ?

উঃ অরুন্ধতী রায়।

২৫.সিন্ধু সভ্যতার লোকেরা কাকে পূজা করত?

উঃ ইন্দ্রকে।

২৬.কলকাতা মহানগরীর অন্য নাম কি?

উঃ মিছিল নগরী।

২৭.ভারতে ফুটবলের ইতিহাসে প্রথম টুর্নামেন্ট কোনটি?

উঃ ট্রেডস স্কাপ।

২৮.আনাকারে নিনা উপন্যাসটি কে লিখেছেন ?

উঃ লিও টলস্টয়।

২৯.পদ্ম পাতার ওপর এক ফোটা জল চকচক করে  কেন?

উঃ আলোক রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য।

৩০.চাঁদ কি ধরনের বস্তু?

উঃ অপ্রভ বস্তু।

৩১.রোনাল্ডো রস নোবেল পুরস্কার পেয়েছিলেন কি জন্য?

উঃ ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কারের জন্য।

৩২.মেডিকেল কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮৩৫ সালে।

৩৩.রাশিয়ার বলশেভিক বিপ্লব হয় কবে ?

উঃ ১৯১৭ সালে।

৩৪.অশ্বক্ষুরাকৃতি হ্রদ পাওয়া যায় নদীর কোন গতিতে?

উঃ নিম্ন গতিতে।

৩৫.প্রেমেন্দ্র মিত্রের সৃষ্ট চরিত্র কি?

উঃ ঘনাদা।

৩৬.স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন?

উঃ রাজা গোপাল চারি

৩৭.দক্ষিণ রোডেশিয়া কোন দেশের পুরনো নাম ?

উঃ জাম্বিয়া।

৩৮.ভারতের প্রথম জাতীয় কংগ্রেসের বিদেশী মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন?

উঃ অ্যানি বেসান্ত।

৩৯.কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন?

উঃ সৈয়দ বদরউদ্দিন তৈয়বজি।

৪০.ভারতে খনিজ তেল প্রথম কোথায় আবিষ্কৃত হয়?

উঃ ডিগবয়ে।

৪১.দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেওয়া হয় ?

উঃ চলচ্চিত্র।

৪২.পানিনি কে ছিলেন?

উঃ প্রাচীন ভারতের সংস্কৃত ব্যাকরণবিদ।

৪৩.১২০০ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে পাকিস্তানের তৈরি এমন ক্ষেপণাস্ত্রের নাম কি?

উঃ ঘাউরি।

৪৪.ঝাড়খন্ড রাজ্য কবে প্রতিষ্ঠা হয়েছে?

উঃ ২০০০ সালের ১৪ ই নভেম্বর।

৪৫.মিডনাইটস চিলড্রেন্স বইটির লেখক কে ?

উঃ সালমান রুশদি।

৪৬.বাংলা সাহিত্য প্রথম মহিলা ঔপন্যাসিক কে?

উঃ স্বর্মকুমারী দেবী।

৪৭.কোন কোষ হাড়ের ক্ষয় সাধন করে ?

উঃ অস্টিওক্লাস্ট।

৪৮.ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটির স্রষ্টা কে?

উঃ ইকবাল।

৪৯.'দি রুবাইয়াত' কার সঙ্গে জড়িত ?

উঃ অমর খইরামের।

৫০.বাংলার খেলোয়াড় ফুটবল ও ক্রিকেট রাজ্য দলের নেতৃত্ব দিয়েছিলেন কে?

উঃ চুনি গোস্বামী।

৫১.দিল্লি কবে কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত হয়?

উঃ ১৯৫৭ সালে।

৫২.লোকসভায় কতজন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন?

উঃ দুজন।

৫৩.ভারতের কোথায় পশুমেলা মেলা হয় ?

উঃ সোনপুরে।

৫৩.তানসেনের প্রকৃত নাম কী ছিল ?

উঃ রামতনু পান্ডে।

৫৪.লোকসভাতে কতগুলি আসন তপশিলি উপজাতিদের জন্য বরাদ্দ আছে?

উঃ ৩০ টি।

৫৫.কোন রাজ্যে পঞ্চায়েতিরাজ গঠিত হয়নি? 

উঃ নাগাল্যান্ডে।

৫৬.ক্রিকেট ইতিহাসে প্রথম টাইটেস্ট কাদের মধ্যে অনুষ্ঠিত হয়?

উঃ ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া।

৫৭.মহাকাশে অবতরণকারী প্রথম যানটির নাম কি ?

উঃ লুনো খণ্ড।

৫৮.গোবর গ্যাসের মূল উপাদান কি ?

উঃ মিথেন।

৫৯.পৃথিবীতে সবচেয়ে বেশি দিন বাঁচে কোন প্রাণী ?

উঃ কচ্ছপ।

৬৯.মরীচিকা কিসের জন্য সৃষ্টি হয়?

উঃ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য।

৬০.বেশ বড় ধরনের কোষ গহবর কোথায় থাকে ?

উঃ পরিণত উদ্ভিদ কোষে।

৬১.একটি গাছের বেঁচে থাকার বয়স মাপা যেতে পারে কিভাবে ?

উঃ গাছের গুড়ির বলয়ের হিসেব কষে।

৬২.মঞ্জুশ্রী চাকী সরকার কে ছিলেন?

উঃ একজন বিশিষ্ট নৃত্যশিল্পী।

৬৩.সার্কের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

উঃ কাঠমান্ডুতে।

৬৪.ভারতীয় সংবিধানের কয়টি তপশিল সংযুক্ত আছে?

উঃ ১২ টি।

৬৫.ভারতের সবচেয়ে পুরাতন পর্বতশ্রেণী কোনটি?

উঃ আরাবল্লী।

৬৬.অলকানন্দা ও মন্দাকিনী নদীর দুটির সঙ্গমস্থল কী? 

উঃ রুদ্র প্রয়োগ।

৬৭.বিশ্ব পরিবেশ দিবস কোন দিনটিতে পালিত হয় ?

উঃ ৫ ই জুন।

৬৮.শিবাজীর রাজ্যভিষেক কোথায় হয়েছিল ?

উঃ রায়গড় দুর্গে। ‌

৬৯.গ্রামাফোন কোম্পানির নাম বদলে গিয়ে কি নাম রাখা হয়েছে ?

উঃ সা রে গা মা ইন্ডিয়া।

৭০.এশিয়ান গেম কবে শুরু হয়েছিল ?

উঃ ১৯৫১ সালে।

৭১.ক্যামেরায়, মাইক্রোস্কোপ ও টেলিস্কোপে কি ধরনের লেন্স ব্যবহৃত হয়  ?

উঃ প্রত্যেক ক্ষেত্রে উত্তল লেন্স ব্যবহৃত হয়।

৭২.কোন রঙের আলোর প্রতিসরাঙ্ক সর্বাপেক্ষা বেশি?

উঃ লাল।

৭৩.একটি লাল গোলাপ ফুলকে নীল আলোতে দেখালে কেমন দেখাবে?

উঃ কালো।

৭৪.'ওয়ার এন্ড পিস' এর রচয়িতার নাম কি ?

উঃ লিও টলস্টয়। 

৭৫.ভারতের রাজাদের মধ্যে কাকে কবিরাজ বলে?

উঃ সমুদ্রগুপ্ত কে।

৭৬.ভারতের প্রাচীনতম ইংরাজী ভাষায় প্রকাশিত সংবাদপত্রটির নাম কি?

উঃ টাইমস অব ইন্ডিয়া।

৭৭.বিহু কোন রাজ্যের উৎসব?

উঃ অসম।

৭৮.উৎপল দত্তের পরিচালিত একটি নাটকের নাম কি?

উঃ টিনের তলোয়ার।

৭৯.বিরিঞ্চি বাবার স্রষ্টা কে ?

উঃ রাজশেখর বসু।

৮০.কোন ধরনের রোগীকে ডায়ালিসিস করা হয় হয়?

উঃ কিডনির সমস্যায় আক্রান্ত রোগী।

৮১.জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় কোন বিষয়ে?

উঃ সাহিত্যে।

৮২.লোকসভা তে সদস্য হতে গেলে একজন ব্যক্তির কমপক্ষে কত বছর বয়স হতে হবে?

উঃ ২৫ বছর।

৮৩.ওয়াটার ছবির পর আর কোন ছবির শুটিং নিয়ে বারানসিতে আপত্তি উঠেছিল?

উঃ গদর।

৮৪.একটি হ্রদের কত গভীরে জলের চাপ বায়ুমন্ডলীয় চাপের দ্বিগুণ হবে?

উঃ ১০.৩ মিটার।

৮৫.কোন ফুটবলার প্রথম নাইট উপাধি পেয়েছিলেন?

উঃ ভালদারামা।

৮৬.প্রথম বিশ্বকাপ ক্রিকেট কত সালে অনুষ্ঠিত হয়?

উঃ ১৯৭৫ সালে।

৮৭.কৈলাস মন্দির কোথায় অবস্থিত?

উঃ মুম্বাইতে।

৮৮.ভারতের সবচেয়ে দ্রুতগতির ট্রেন কোনটি?

উঃ শতাব্দি এক্সপ্রেস।

৮৯. ভারত আবার বিশ্ব জয় করবে একথা কে বলেছিলেন?

উঃ স্বামী বিবেকানন্দ।

৯০. প্রথম সিনেমা থিয়েটার কোথায় স্থাপিত হয়?

উঃ পিটার্সবার্গে।

৯১. চোখে আলো ঢোকে কোথা দিয়ে?

উঃ চোখের মনির মধ্যে দিয়ে।

৯২.অন্ধকারে আমরা দেখতে পাই না কেন? 

উঃ অন্ধকারে চোখের রড কোষ সাড়া দেয় না বলে।

৯৩. ইউসিনোফিল কি ধরনের শ্বেত কণিকা?

উঃ দানাদার।

৯৪. ডুবোজাহাজ কে আবিষ্কার করেন?

উঃ বুসওয়েল ও ক্যাভেভাস।

৯৫. 'ড্যান্সার ইন দা ডার্ক' ছবিটির পরিচালক কে?

উঃ কুরোসিওয়া।

৯৬. পদাতিক কবি কে?

উঃ সুভাষ মুখোপাধ্যায়।

৯৭. চারমিনার কোথায় অবস্থিত?

উঃ হায়দ্রাবাদে।

৯৮. ম্যাঙ্গানিজ উৎপাদনে সেরা কোন রাজ্য?

উঃ উড়িষ্যা।

৯৯. কুতুব মিনারের উচ্চতা কত?

উঃ ২৩৪ ফুট।

১০০. রাজ কাপুরের কাছে প্রধান প্লেব্যাক গায়ক কে ছিলেন?

উঃ মুকেশ।























Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)