ভারতের ইতিহাস কুষাণ সাম্রাজ্য গুপ্ত বংশ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১) ভারতবর্ষের প্রাচীনতম নাম কি ?
উঃ জম্বুদ্বীপ
২) ভারতকে নৃতত্ত্বের জাদুঘর বলে অভিহিত করেছেন কে?
উঃ ভিনসেন্ট স্মিথ
৩) অশোকের শিলালিপির পাঠোদ্ধার হয় কত সালে?
উঃ ১৮৩৭ সালে
৪) রবতক লেখ থেকে কার সম্পর্কে জানা যায় ?
উঃ প্রথম কণিষ্ক
৫) মেহেরৌলি স্তম্ভ লেখ কার লেখা?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
৬) মান্দাসর লেখ কার লেখা ?
উঃ যশোবর্মনের
৭) গোয়ালিয়র প্রশস্তি কার লেখা ?
উঃ প্রতিহার ভোজ
৮) জগৎজীবনপুর তাম্র শাসন কার লেখা?
উঃ মহেন্দ্র পাল
৯) দেওপাড়া প্রশস্তি কার লেখা ?
উঃ উমাপতিধর
১০) গৌরবহো গ্রন্থটি কার লেখা ?
উঃ বাকপতিরাজ
১১) ভোজপ্রবন্ধ গ্রন্থটি কার লেখা ?
উঃ বল্লাল সেন
১২) কাব্যমীমাংসা গ্রন্থটি কার লেখা ?
উঃ রাজশেখর বসু
১৩) রাসমালা গ্রন্থটি কার লেখা ?
উঃ সোমেশ্বর
১৪) ফো-কুও-কি গ্রন্থটি কার লেখা ?
উঃ ফা-হিয়েন
১৫) সি -ইউ -কি গ্রন্থটি কার লেখা ?
উঃ ফা-হিয়েন
১৬) তবকাৎ ই নাসিরি গ্রন্থটি কার লেখা ?
উঃ মিনহাজ উদ্দিন
১৭) তারানাথ কোন দেশের লোক ছিলেন ?
উঃ তিব্বত
১৮) মানুষ কোন ধাতুর ব্যবহার শিখেছিল ?
উঃ তামা
১৯) হরপ্পা সভ্যতার নিদর্শন আবিষ্কার করেন কে ?
উঃ চার্লস ম্যাসন 1826 খ্রিস্টাব্দে
২০) মহেঞ্জোদারো আবিষ্কার করেন কে ?
উঃ রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে
২১) বিশাল স্নানাগার কোথায় অবস্থিত ?
উঃ মহেঞ্জোদারোতে
২২) শস্যাগার কোথায় পাওয়া গিয়েছিল ?
উঃ হরপ্পায়
২৩) আর্য কথার অর্থ কি ?
উঃ শ্রেষ্ঠ বা সদ্বংশজাত ব্যক্তি
২৪) গৌতম বুদ্ধ কার শিষ্যত্ব গ্রহণ করেন ?
উঃ আলারা কালাম
২৫) সূর্য রশ্মির কত শতাংশ বায়ুমণ্ডলে শোষিত হয়?
উঃ ১৯%
২৬) দ্বিতীয় অশোক বলা হয় কাকে ?
উঃ কনিষ্ককে
২৭):দক্ষিণা পথপতি উপাধি নেন কে ?
উঃ প্রথম সাতকর্ণি
২৮) বুদ্ধের সমসাময়িক রাজা কে ছিলেন ?
উঃ বিম্বিসার
২৯) বাংলার প্রথম স্বাধীন রাজা ছিলেন কে?
উঃ শশাঙ্ক
৩০) বাংলার প্রথম নির্বাচিত রাজা ছিলেন কে ?
উঃ গোপাল
৩১) উত্তরা পথস্বামী উপাধি কার ?
উঃ ধর্মপাল
৩২) বিক্রমশীলা মহাবিহার,ওদন্তপুরী,সোমপুরী বিহার এর প্রতিষ্ঠাতা কে ?
উঃ ধর্মপাল
৩৩) পালরাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয় ?
উঃ প্রথম মহীপাল
৩৪) কোন রাজার আমলে কৈবর্ত্য বিদ্রোহ হয়েছিল ?
উঃ প্রথম মহীপাল
৩৫) কৈবর্ত্য বিদ্রোহের একজন নেতার নাম লেখ।
উঃ দিব্যক
৩৬) কৈবর্ত্য বিদ্রোহ দমন করেন কে ?
উঃ রামপাল
৩৭) কুশন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উঃ দ্বিতীয় কদফিসিস
৩৮) দ্বিতীয় কদফিসিসের পর সিংহাসনে বসেন কে?
উঃ কনিষ্ক
৩৯) কুষান বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ?
উঃ কনিষ্ক
৪০) শকাব্দ প্রবর্তন করেন কে ?
উঃ কনিষ্ক ৭৮ খ্রিস্টাব্দে
৪১) রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে ?
উঃ কলহন
৪২) কনিষ্কের রাজধানী কোথায় ?
৪৩) চতুর্থ বৌদ্ধ সংগীতি কার আমলে হয়েছিল ?
উঃ কনিষ্কের আমলে
৪৪) মহাজান ধর্মমত সংগঠিত হয়েছিল কোন বৌদ্ধ সংগীতিতে ?
উঃ চতুর্থ বৌদ্ধ সংগতিতে
৪৫) কনিষ্কের সভাকবি কে ছিলেন ?
উঃ বসুবন্ধু
৪৬) বুদ্ধচরিতের রচনা করেন কে ?
উঃ অশ্বঘোষ
৪৭) প্রজ্ঞা পারমিতা সূত্র রচনা করেন কে?
উঃ নাগার্জুন
৪৮) কণিষ্কের শাসনকালে দুজন চিকিৎসকের নাম লেখ।
উঃ চরক,শুশ্রুত
৪৯) কনিষ্কের মৃত্যুর পর সিংহাসনে বসেন কে ?
উঃ দ্বিতীয় কনিষ্ক ,বাসুদেব
৫০) সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ?
উঃ সিমুক
৫১) সিমুকের রাজধানী কোথায় ?
উঃ পৈথান
৫২) দক্ষিণাপতি উপাধি ধারণ করেন কে ?
উঃ প্রথম সাতকর্নি
৫৩) সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
উঃ গৌতমীপুত্র সাতকর্ণি
৫৪) নাসিক প্রশস্হি থেকে কার সম্পর্কে জানা যায়?
উঃ সাতকর্ণি
৫৫) সাতবাহন বংশের শেষ রাজা কে ছিলেন ?
উঃ যজ্ঞশ্রী সাতকর্ণি
৫৬) গুপ্ত বংশের প্রথম ও স্বাধীন সার্বভৌম রাজা কে ছিলেন ?
উঃ ঘটোৎকচের পুত্র প্রথম চন্দ্রগুপ্ত
৫৭) গুপ্তাব্দ গণনার প্রচলন করেন কে ?
উঃ প্রথম চন্দ্রগুপ্ত
৫৮) প্রথম চন্দ্রগুপ্তের মৃত্যুর পর সিংহাসনে বসেন কে ?
উঃ সমুদ্র গুপ্ত
৫৯) সর্ব রাজোচ্ছেত্তা উপাধি গ্রহণ করেন কে ?
উঃ সমুদ্র গুপ্ত
৬০) মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেন কে ?
উঃ প্রথম চন্দ্রগুপ্ত
৬১) সমুদ্রগুপ্ত কাকে পরাজিত করেন ?
উঃ সমুদ্র গুপ্ত।
৬২) এলাহাবাদ প্রশস্তি কার রচনা?
উঃ হরিষেন
৬৩) পরাক্রমাংক উপাধি গ্রহণ করেন কে ?
উঃ সমুদ্র গুপ্ত
৬৪) ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় ?
উঃ সমুদ্রগুপ্ত
৬৫) সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলে কে অভিহিত করেন ?
উঃ ভিনসেন্ট স্মিথ
৬৬) এলাহাবাদ প্রশস্তিতে কবিরাজ বলে আখ্যায়িত করা হয় কাকে ?
উঃ সমুদ্র গুপ্তকে
৬৭) সমুদ্রগুপ্তের সমসাময়িক দুজন কবির নাম করো।
উঃ হরিষেন, বসুবন্ধু
৬৮) সমুদ্রগুপ্তের সমসাময়িক দুজন বিজ্ঞানীর নাম লেখ
উঃ আর্যভট্ট, সমুদ্রগুপ্ত
৬৯) সমুদ্রগুপ্তকে প্রাচীন ভারতের সুবর্ণ যুগের অগ্রদূত বলেছেন কে ?
উঃ গোখলে
৭০) সমুদ্রগুপ্তের পুত্রের নাম কি ?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
৭১) দেবীচন্দ্রগুপ্ত রচনা করেন কে ?
উঃ বিশাখা দত্ত
৭২) সমুদ্রগুপ্তের পর পরবর্তী রাজা কে ছিলেন ?
উঃ রামগুপ্ত
৭৩) রামগুপ্তকে হত্যা করেন কে ?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
৭৪) গুপ্ত সাম্রাজ্যের উন্নতি চরম শিখরে ওঠে কার সময়ে?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে
৭৫) শক রাজারা পরিচিত ছিলেন কি নামে ?
উঃ ক্ষত্রপ
৭৬) শকারি উপাধি গ্রহণ করেন কে ?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
৭৭) বিশ্ববিজেতা বলে উল্লেখ করা হয় কাকে ?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্তকে
৭৮) কিংবদন্তি বিক্রমাদিত্য বলে মনে করা হয় কাকে ?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্তকে
৭৯) বিক্রমাদিত্যের সভাকবিরা পরিচিত ছিলেন কি নামে?
উঃ নবরত্ন নামে
৮০) নবরত্নের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কে ?
উঃ কালিদাস
৮১) বিক্রমাদিত্যের রাজধানী কোথায় ছিল ?
উঃ উজ্জয়িনী
৮২) মহেন্দ্রাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন কে ?
উঃ কুমার গুপ্ত
Comments
Post a Comment
Haven't doubt please let me know.