General knowledge primary SSC exam

General knowledge for competitive exams like UPSC, railway,psc, miclenious ,primary group d, group -c,ssc etc

                  Genaral knowledge


১.পৃথিবীর ঠিক যে অংশটিতে পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয় তাকে কি বলে?

উঃ গ্রাউন্ট জিরো ।

২."প্রভোদা" রাশিয়ার সংবাদপত্র- প্রাভদা শব্দের অর্থ কী?

উঃ সত্য।

৩. কোন ভারতীয় মহিলা দুইবার এভারেস্ট জয় করেছেন?

উঃ সন্তোষ যাদব।

৪. মুসলিম রাষ্ট্রে  প্রথম মহিলা নেত্রী কে?

উঃ বেনজির ভুট্টো।

৫. ই-মেইল শব্দে 'ই' শব্দের অর্থ কী?

উঃ ইলেকট্রনিক।

৬. জাপানে কিমনো পরে কারা ?

উঃ মহিলারা।

৭. বিশ্বের সর্বাধিক সম্মানিত ও প্রাচীনতম বিজ্ঞান পত্রিকার নাম কি?

উঃ নেচার।

৮. ভারতের প্রথম পাবলিক থিয়েটারের নাম কি?

উঃ স্টার থিয়েটার।

৯. প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে?

উঃ ভি এস রমা দেবী।

১০. মুর্শিদাবাদের হাজারদুয়ারির নির্মাতা কে?

উঃ নবাব নাজিম হুমায়ুন জা।

১১. কোন প্রযুক্তিবিদ ভাকরা বাঁধের নক্সা তৈরী করেন?

উঃ হেনরি।

১২. সূর্যের পিরামিড কোথায় পাওয়া গেছে?

উঃ মেক্সিকোতে।

১৩. কোন ভারতীয় দল ডুরান্ড কাপে প্রথম চ্যাম্পিয়ন হয়?

উঃ মোহামেডান স্পোর্টিং।

১৪. অলিম্পিকের প্রথম হকি খেলা হয়েছিল লন্ডনে কোন সালে?

উঃ ১৯০৮ সালে।

১৫. প্রথম কোন চলচ্চিত্র অভিনেত্রী পদ্মশ্রী পুরস্কার পান?

উঃ নার্গিস দত্ত।

১৬. পাকিস্তান কত সালে প্রজাতন্ত্র হয়?

উঃ ১৯৫৬ সালে।

১৭. কোন ব্রিটিশ রানী স্মল পক্স বা গুটি বসন্তে মারা যান?

উঃ ভিক্টোরিয়া।

১৮. আফ্রিকা গান্ধী নামে কে অভিহিত হন এবং?

উঃ কোয়ামে নক্রমা।

১৯. কত সালে চিরস্থায়ী বন্দোবস্তের বিলোপ ঘটে?

উঃ ১৯৫৩ সালে।

২০. আফ্রিকার ক্ষুদ্রতম দেশের নাম কি?

উঃ গাম্বিয়া।

২১. এশিয়ার কোন মহিলা প্রথম ইংলিশ চ্যানেল পার হন?

উঃ আরতি সাহা।

২২. ইভা ব্রাউন কার সঙ্গীনি ছিলেন?

উঃ হিটলারের।

২৩. কোন সালে হাওড়া স্টেশন নির্মিত হয়?

উঃ ১৯০৬ সালে।

২৪. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম শারদীয়া পত্রিকা কি?

উঃ পার্বনী।

২৫. ডেড সি কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত?

উঃ ইজরাইল ও জর্ডন।

২৬. ফ্যাচ ময়দান টেনিস স্টেডিয়াম কোথায় অবস্থিত?

উঃ হায়দ্রাবাদে।

২৭. কোন গলফ খেলোয়াড় টানা আঠারো বছর শ্রেষ্ঠত্ব বজায় রেখেছিলেন?

উঃ জ্যাক নিক ল্যান্স।

২৮. শার্লক হোমস প্রথম কোন গল্পে আবির্ভূত হন?

উঃ এ স্টাডি ইন স্কারলেট।

২৯. মার্টিনা নাভ্রাতিলোভার আত্মজীবনীর নাম কি?

উঃ বিইং মাইসেল্ফ।

৩০. এক নটিক্যাল কত ফুট?

উঃ ৬০৮০ ফুট।

৩১. তানপুরা বাদ্যযন্ত্রে কটি তার থাকে?

উঃ চারটি।

৩২. কাদের ডাক সেবা পুরস্কার দেওয়া হয়?

উঃ পিয়নদের।

৩৩. টেনিস খেলায় 'লাভ' মানে কি?

উঃ শূন্য।

৩৪. প্রথম ভারতরত্ন ভূষিতা মহিলা কে?

উঃ ইন্দিরা গান্ধী।

৩৫. ভারতের কোন রাজ্য "ঈশ্বরের নিজের দেশ" নামে পরিচিত?

উঃ কেরালা।

৩৬. ব্রিটেনের হাউস অফ কমন্সে নির্বাচিত প্রথম মহিলা প্রতিনিধির নাম কি?

উঃ ন্যান্সি এ্যাস্টর।

৩৭. তাই চি বলতে কী বোঝায়?

উঃ চীনা মার্শাল আর্ট।

৩৮. কলকাতার "অক্লান্ড সার্কাস"এর বর্তমান নাম কি?

উঃ ইডেন।

৩৯. জেমস বন্ডের প্রথম ছবির নাম কি?

উঃ ডক্টর নো।

৪০. কোন গ্রিক দার্শনিক বলেছিলেন একই নদীতে দুইবার স্নান করা যায় না?

উঃ হেরোক্লিটাস।

৪১. ভারতের প্রথম রাজনৈতিক মানচিত্র কবে তৈরি হয়?

উঃ ১৮৫৭ সালে।

৪২. পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী ঝড়ের নাম কি?

উঃ টর্নেডো।

৪৩. "খনি শ্রমিকের বন্ধু" কাকে বলা হত?

উঃ হামফ্রে ডভিকে।

৪৪. প্রথম তেল রং দিয়ে ছবি আঁকেন কে?

উঃ হুয়েবার্ট।

৪৫. বিশ্বের দক্ষিণতম শহর কোনটি?

উঃ পুন্টাএরেনাস।

৪৬. সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি?

উঃ প্রবোধ কুমার ব্যানার্জি।

৪৭. গান্ধী ছবিতে প্যাটেল কে হয়েছিলেন?

উঃ সৈয়দ জাফরী।

৪৮. ভারতের প্রাচীনতম বার অ্যাসোসিয়েশন কোনটি?

উঃ আলিপুর বার অ্যাসোসিয়েশন।

৪৯. হেমন্ত ঋতুর সঙ্গে কোন রাগ সম্পর্কিত?

উঃ মালকোষ রাগ।

৫০. আনফ্রেড নোবেল পেশায় কি ছিলেন?

উঃ ইঞ্জিনিয়ার।

৫১. অলিম্পিকে প্রথমবার হকিতে সোনা জয়ী ভারতীয় দলের অধিনায়ক কে ছিলেন?

উঃ জয়পাল সিং।

৫২. ইতালির কোন শহরে সর্বসমক্ষে মুসোলিনিকে ফাঁসি দেওয়া হয়?

উঃ মিলন সাহেব।

৫৩.সুপ্রিম কোর্ট প্রথম কবে স্থাপিত হয়?

উঃ 1774 খ্রিস্টাব্দে।

৫৪. ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে প্রথম পর্ক করসপনডেন্স কোর্স চালু হয়?

উঃ দিল্লি।

৫৫. কোন রাজ্যের বিধানসভায় প্রথম মোবাইল ফোন নিষিদ্ধ হয়?

উঃ মহারাষ্ট্র।

৫৬. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় অধ্যাপক কে ছিলেন?

উঃ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণাণ।

৫৭. অভিনেতা অশোক কুমারকে সর্বপ্রথম দাদামনি নামে  কে অভিহিত করেন?

উঃ সিতারানী মুখার্জী।

৫৮. তিব্বতি ভাষায় চমোলাংমা - বাংলা ভাষায় অর্থ কি?

উঃ মাউন্ট এভারেস্ট।

৫৯. মানবদেহে যে ক্যান্সার জিনটি প্রথম শনাক্ত করা হয় সেটি কি?

উঃ রেটিনোব্লাস্টোমা।

৬০. বিশ্বকাপ ফুটবল ফাইনালে কে তিনটি গোল করেন?

উঃ জিওফ হারস্ট।

৬১. মাথার খুলিতে কতগুলি হাড় থাকে?

উঃ ২২ টি।

৬২. কোন খেলোয়ার তার ফ্যানদের কাছে বেবি গোল নামে পরিচিত?

উঃ বাতিস্তূতা।

৬৩. পর্তুগালের চাইতেও বেশি পর্তুগিজ ভাষী মানুষের বাস কোন দেশে?

উঃ ব্রাজিল।

৬৪. দলমা স্যাঙ্কচুয়ারী কোথায় অবস্থিত?

উঃ ঝাড়খন্ডে।

৬৫. ভারতের কোন অভিনেতার মোমের পূর্ণ  বায়োব মূর্তি মাদাম তুসোর সংগ্রহশালায় স্থাপিত হয়েছে?

উঃ অমিতাভ বচ্চন।

৬৬. আর্জিনিন কি?

উঃ অ্যামিনো অ্যাসিড।

৬৭. কলকাতার পার্ক স্ট্রিট এর পূর্ব নাম কি ছিল?

উঃ বেরিয়াল গ্রাউন্ড।

৬৮. সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি?

উঃ গানিমিড।

৬৯. বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার কি?

উঃ ইনিয়াক।

৭০. কোন দেশটি গান পাউডার আবিষ্কার করেছিল?

উঃ চীন।

৭১. অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কমিশন কবে গঠিত হয়েছিল?

উঃ 1956 খ্রিস্টাব্দে।

৭২. কোনটিকে খাদ হিসেবে ঝালাই দেয়া হয়ে থাকে?

উঃ টিন ও সিসা।

৭৩. কোন গ্রহের চারিপাশে বলয়টি চকচকে জিনিস দিয়ে তৈরি?

উঃ শনি।

৭৪. দুধ যখন টক হয়ে যায় তখন কোন অ্যাসিড উৎপন্ন হয়?

উঃ ল্যাকটিক অ্যাসিড।

৭৫. কোন পাখিকে snake bird বলা হয়?

উঃ ডার্টার।

৭৬. কোন আকাশ যানটি প্রথম মহাকাশযাত্রা করে?

উঃ স্পুটনিক।

৭৭. আফগানিস্তানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

উঃ নোশাক।

৭৮. কোন মহাদেশকে সাদা মহাদেশ বলা হয়?

উঃ আন্টার্কটিকাকে।

৭৯. ভিক্টোরিয়া ফলস কোন নদীর উপর অবস্থিত?

উঃ জাম্বিসি নদীর ওপর।

৮০. কোন হারটি মাথার সঙ্গে সম্পর্কযুক্ত?

উঃ স্ক্যাল।

৮১. দেহের কোন অঙ্গটি রক্ত পরিষ্কার করে?

উঃ কিডনি।

৮২. কোনটি প্রোটিন হিসেবে মানব দেহে থাকে?

উঃ হিমোগ্লোবিন।

৮৩. সুস্থ দাঁতের জন্য কোন খাদ্যটি পরিহার করা উচিত?

উঃ মিষ্টি জাতীয় খাদ্য।

৮৪. ভারতের কোন শহরে প্রথম টেস্টটিউব শিশু জন্মগ্রহণ করেছিল?

উঃ মুম্বাই।

৮৫. কোন নদীর উপর আসোয়ান বাঁধ তৈরি করা হয়েছিল?

উঃ ব্রহ্মপুত্র।

৮৬. কোন দ্বীপুঞ্জ টি পৃথিবীর মধ্যে দূরতম বাসযোগ্য দ্বীপপুঞ্জ?

উঃ ত্রিস্তান দা কুনহা।

৮৭. বিজ্ঞানকে জনপ্রিয় করবার জন্য কোন আন্তর্জাতিক সংস্থা কলিঙ্গ পুরস্কার দিয়ে থাকেন?

উঃ UNESCO।

৮৮. জাপানের হিরোশিমাতে যে বোমাটি ফেলা হয়েছিল তার কোড নামটি কি ছিল?

উঃ লিটল বয়।

৮৯. কোন সমুদ্র সবচেয়ে বেশি দূষিত?

উঃ নর্থ সি।

৯০. কোন মাছ বাতাসে নিঃশ্বাস নেয়?

উঃ মাডফিশ।

৯১. কোন গাছ বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অতি পবিত্র?

উঃ অশোক।

৯২. পান্না দিয়ে তৈরি বুদ্ধমূর্তি কোথায় অবস্থিত?

উঃ ব্যাংককে।

৯৩. আধুনিক ডিজিটাল কম্পিউটারের জনক কাকে বলা হয়?

উঃ চার্লস ব্যাবেজকে।

৯৪. শিবসমুদ্রম জলপ্রপাত অবস্থিত কোন নদীর গতিপথে?

উঃ কাবেরী।

৯৫. রাতের আকাশে খালি চোখে দেখতে পাওয়া তারাদের মধ্যে উজ্জ্বলতম তারা কোনটি?

উঃ বানরাজ বা রাইগেল।

৯৬. কোন গ্রহের চারিপাশে বল এটি চকচকে জিনিস দিয়ে তৈরি?

উঃ শনি।

৯৭. জেমস বন্ড উপন্যাসের লেখক কে?

উঃ ইয়ান ফ্লেমিং।

৯৮. পৃথিবীর দীর্ঘতম সুরঙ্গ পথ কোথায়?

উঃ সান্ডাকেন।

৯৯. দুষ্মন্ত নামে বিখ্যাত চরিত্রটি কে সৃষ্টি করেছিলেন?

উঃ কালিদাস।

১০০. the childs is the father of man এই কথাটি কার বিখ্যাত উক্তি?

উঃ ওয়ার্ডস ওয়ার্থের।







Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)