General knowledge all subjects for compititive examination
১. পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বৃষ্টি কোন ধরনের?
উঃ পরিচলন বৃষ্টি।
২. কোন হ্রদের গভীরতা বেশি?
উঃ বৈকাল।
৩. কোন স্রোতটির প্রকৃতি উষ্ণ?
উঃ আটলান্টিক স্রোত।
৪. পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম কি?
উঃ সুপিরিয়র হ্রদ।
৫. পরাধীন ভারতে কয়টি রাজ্য ছিল?
উঃ ৫৬২ টি।
৬. কোন দেশে হিমবাহজাত হ্রদ দেখা যায়?
উঃ স্কটল্যান্ডে।
৭. সূর্যরশ্মীর কত শতাংশ বায়ুমণ্ডলের শোষিত হয়?
উঃ ১৯%।
৮. মাটির রং লাল হয় কেন?
উঃ লৌহের উপস্থিতিতে।
৯. রবিশস্য কোন মাটিতে ভালো জন্মায়?
উঃ পলি।
১০. চক্ষুর কোন স্তরে প্রতিবিম্ব গঠিত হয়?
উঃ রেটিনা।
১১. কোন শহর সরাসরি সূর্যের কিরণ পায় না?
উঃ শ্রীনগর।
১২. অল ইন্ডিয়া ম্যালেরিয়া ইনস্টিটিউট কোথায়?
উঃ দিল্লিতে।
১৩. বুলগেরিয়ার রাজধানী কোনটি?
উঃ সোফিয়া।
১৪. ভারতবর্ষের প্রথম কোন ইংরেজ আসেন?
উঃ টমাস স্টিফেনসন।
১৫. ভারতে কোথায় প্রথম ক্রিকেট খেলা শুরু হয়?
উঃ বোম্বাইয়ে।
১৬. ভারতের সর্বাধিক ব্যস্ততম রেল স্টেশন কোনটি?
উঃ হাওড়া।
১৭. দোবা নং প্রীয়, প্রিয়দর্শী উপাধি কে গ্রহণ করেন?
উঃ অশোক।
১৮. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে?
উঃ মঙ্গল পান্ডে।
১৯. 'A Bend in the River' এর লেখক কে?
উঃ V,S Naipaul ।
২০. কালপেচা কার ছদ্মনাম?
উঃ বিনয় ঘোষের।
২১. সিনেমার মেশিন কে আবিষ্কার করেন?
উঃ এডিসন।
২২. জহরলাল নেহেরুর মৃত্যু কত সালে?
উঃ ১৯৬৪ সালে।
২৩. পর্যায়ক্রমিক চাষ দ্বারা কি সংরক্ষণ করা যায়?
উঃ ভূমি।
২৪. ভারতের পার্লামেন্টের কয়টি কক্ষ আছে?
উঃ ২ টি।
২৫. মাদার টেরিজা কোন দেশে জন্মগ্রহণ করেন?
উঃ যুগোশ্লাভিয়া/আলবেনিয়া।
২৬. টাইটান কাপ কিসের সঙ্গে যুক্ত?
উঃ ক্রিকেট।
২৭.নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ কাকে বলে?
উঃ রণজিৎ সিংহকে।
২৮.টিনের তলোয়ার কে পরিচালনা করেন?
উঃ উৎপল দত্ত।
২৯.একটি মিশ্র স্নায়ুর নাম কি ?
উঃ ভেগাস।
৩০.মানবদেহে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম কি?
উঃ প্লাসমোডিয়াম ভাইভাক্স।
৩১.মানবদেহে কলেরা রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম কি?
উঃ ভিব্রিও কলেরি।
৩২. রবিশস্য কোন মাটি তে ভালো জন্মে?
উঃ পলি।
৩৩.প্রাণীদেহের বর্ণ গঠনের সাহায্যকারী হরমোনের নাম কি?
উঃ M. S. H।
৩৪. বিজের দ্রুত অঙ্কুরোদগম ঘটায় কে?
উঃ জিববারেলিন।
৩৫. আগ্রার অন্ধপক্ষী বলে অভিহিত কে?
উঃ বৈজুবাওড়া।
৩৬. 'আদি গ্রন্থ' বা 'গ্রন্থসাহেব' কে রচনা করেন?
উঃ গুরু অর্জুন।
৩৭. স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন?
উঃ লর্ড ডালহৌসি।
৩৮.১৭৯২ তে শ্রীরঙ্গপত্তমের সন্ধি টিপু সুলতান ও কার মধ্যে স্বাক্ষরিত হয়?
উঃ কর্ণওয়ালিশ।
৩৯. ১৮৭৭ সালে ভারতের প্রথম শ্রমিক ধর্মঘট কোথায় হয়েছিল?
উঃ নাগপুরে।
৪০. বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উঃ বাজিরাও ও ওয়েলেসলি।
৪১. হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন?
উঃ হর্ষবর্ধনের।
৪২. গুরু নানকের বানী সম্বলিত পুস্তকের নাম কি?
উঃ গ্রন্থ সাহেব।
৪৩. ভক্তিবাদের সাধক কবিরের গুরু কে ছিলেন?
উঃ রামানন্দ।
৪৪. আকবর কাকে 'কবিপ্রিয়' উপাধি দিয়েছিলেন?
উঃ বীরবল কে।
৪৫. পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়?
উঃ ১৮০২ খ্রিস্টাব্দে।
৪৬. বৈদিক সাহিত্যের দুটি ভাগ কি কি?
উঃ বেদ ও বেদাঙ্গ।
৪৭. ব্রিটিশ ভারতের ইতিহাস কে লিখেছেন?
উঃ জেমস মিল।
৪৮. নিমাই পণ্ডিত কার নিকট দীক্ষা লাভ করেন?
উঃ শ্রীঈশ্বরপুরী।
৪৯. গ্লুকোজ কি?
উঃ মনোস্যাকারাইড।
৫০. রোবট কথার অর্থ কি?
উঃ যন্ত্র দাস।
৫১. রুপদর্শী কার ছদ্মনাম?
উঃ গৌর কিশোর ঘোষের।
৫২. বিমলা কোন উপন্যাসের চরিত্র?
উঃ ঘরে বাইরে।
৫৩. 'হান্টার কমিশন' কার আমলে ভারতে এসেছিল?
উঃ লর্ড রিপনের।
৫৪. জার্মানির ও পোল্যান্ডের মধ্যে সীমানা নির্দেশক রেখা কে কি বলে?
উঃ হিনডেনবার্গ লাইন।
৫৫. ক্রুনোলজি কিসের সঙ্গে যুক্ত?
উঃ জীবনের সময় সংক্রান্ত।
৫৬. মাটি নিয়ে গবেষণা কে কি বলে?
উঃ পিডোলজি।
৫৭. জালাউদ্দিন ফিরোজ খিলজির রাজত্বকালে কোন মঙ্গল নেতা ভারতের এসেছিলেন?
উঃ কতলু।
৫৮. পরিব্যক্তিবাদের জনক কাকে বলা হয়?
উঃ দ্য ভ্রিস।
৫৯. পটল কিসের সাহায্যে অঙ্গজ জনন ক্রিয়ার বংশবিস্তার করে?
উঃ মূলজ মুকুলের।
৬০. কোন এককোষী ছত্রাকে কোরকোদগম দেখা যায়?
উঃ ইষ্টের।
৬১. পারদ এর অপর নাম কি?
উঃ quick silver।
৬২. 'চামেলী দেবী' পুরষ্কার কিসের জন্য দেওয়া হয়?
উঃ সাংবাদিকতা।
৬৩. নেদারল্যান্ড এর মুদ্রার নাম কি?
উঃ গিল্ডার।
৬৪.সাধুদের দেশ কাকে বলা হয়?
উঃ কোরিয়াকে।
৬৫.জামশেদপুরের পূর্ব নাম কি?
উঃ জামদা।
৬৬. চিনে ও তিব্বতে বৌদ্ধ ধর্ম কে প্রচার করেন?
উঃ দীপঙ্কর।
৬৭. হাতে গুম্ফা লিপি কার?
উঃ কলিঙ্গরাজ খারবেলের।
৬৮. সুভাষচন্দ্র আই সি এস পরীক্ষার কোন স্থান অর্জন করেন?
উঃ চতুর্থ।
৬৯. সুভাষচন্দ্র কোথায় 'আজাদ হিন্দ সংঘ' গঠন করেন?
উঃ জার্মানিতে।
৭০. সিন্ধু সভ্যতার পর ভারতে যে সভ্যতার বিকাশ হয় তা কি নামে পরিচিত?
উঃ আর্য বা বৈদিক সভ্যতা।
৭১. সুভাষচন্দ্র হরিপুরা কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন কবে?
উঃ ১৯৩৮ সালে।
৭২. পেশয়া তন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ বালাজি বিশ্বনাথ।
৭৩. কাশ্মীরের আকবর কাকে বলা হত?
উঃ জয়নাল আবেদীনকে।
৭৪. 'মীরার ভজন' কোন ভাষায় রচিত হয়েছিল?
উঃ ব্রজ বা ব্রজবুলি।
৭৫. কোন যন্ত্রের সাহায্যে হৃৎ স্পন্দন শোনা যায়?
উঃ স্টেথোস্কোপ।
৭৬. কোন দেশের জাতীয় নৃত্য হাইল্যান্ড কিং নামে পরিচিত?
উঃ স্কটল্যান্ড।
৭৭. মহেঞ্জোদারো স্থানটি কোথায় অবস্থিত?
উঃ সিন্ধু প্রদেশের লারাকোনা জেলায়।
৭৮. এক সেকেন্ডে কতগুলি ফ্রেম দেখানো হলে টিভিতে চলচ্চিত্র আমরা দেখতে পাই?
উঃ ৩০ টি।
৭৯. লর্ড মাউন্টব্যাটেন কবে নতুন ভাইসরয় নিযুক্ত হন?
উঃ ১৯৪৪ সালে।
৮০. ক্যাবিনেট মিশনের প্রস্তাব কে করেন?
উঃ এ্যাটলি।
৮১. কোন আন্দোলনে গান্ধীজি করেঙ্গে ইয়ে মরেঙ্গে ডাক দিয়েছিলেন?
উঃ ভারতছাড়ো আন্দোলন।
৮২. গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে?
উঃ ১৯৪৬ সালে ৯ ডিসেম্বর।
৮৩. ক্রিপস মিশন কার নেতৃত্বে গঠিত হয়?
উঃ স্টেফোর্ড ক্রিপস।
৮৪. সংবিধানের খসড়া প্রকাশিত হয় কবে?
উঃ ১৯৫০ সালের ২৪ শে জানুয়ারি।
৮৫. পাহারাদার পাখি কাকে বলা হয়?
উঃ ফিঙেকে।
৮৬. মিজো শব্দটির অর্থ কি?
উঃ পিউপিল অব দ্য হিলস।
৮৭. আয়তনের দিক হতে ভারতের 26 তম রাজ্য কোনটি?
উঃ ছত্তিশগড়।
৮৮. গুচ্ছ মূল প্রধানত দেখা যায় কোন উদ্ভিদে?
উঃ একবীজপত্রী উদ্ভিদে।
৮৯. রাবার উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য?
উঃ কেরালা।
৯০. ক্যাসিওপিয়া নক্ষত্র মন্ডল এর আকৃতি কেমন?
উঃ W এর মতন।
৯১. ছত্রিশগড় নাম নিয়ে প্রথম রাজনৈতিক সংগঠন গড়ে তোলেন কে?
উঃ শংকর গুহ নিয়োগী।
৯২. মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা কি?
উঃ বেসবল।
৯৩. মেঘালয়ের উচ্চতম শৃঙ্গের নাম কি?
উঃ শিলং পিক।
৯৪.কাবেরী নদীর ওপর নির্মিত বৃহত্তম বাঁধ কোনটি?
উঃ মেকুর।
৯৫.
Comments
Post a Comment
Haven't doubt please let me know.