সংস্কৃত সাহিত্যের ইতিহাস
সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে যে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন গুলি হয় সেগুলির উত্তর সহ এখানে আলোচনা করা হয়েছে। সংস্কৃত সাহিত্যের ইতিহাস।। সংস্কৃত ।।ছোট প্রশ্ন ও উত্তর
সংস্কৃত সাহিত্যের ইতিহাস
১) শূদ্রকের লেখা নাটকটির নাম কি?
উঃ মৃচ্ছকটিক
২) প্রতিজ্ঞাযৌগন্ধরায়ন কার লেখা?
উঃ মহাকবি ভাস
৩) অভিজ্ঞশকুন্তলম নাটকে বিদুষকের নাম কি ?
উঃ মাধব্য
৪) সংস্কৃত সাহিত্যের দৃশ্য কাব্য কি নামে পরিচিত ?
উঃ নাট্যশাস্ত্র নামে পরিচিত
৫) ভাস রচিত রামায়ণ নাটকগুলি কি কি ?
উঃ প্রতিমা ও অভিষেক
৬) ভাস রচিত শ্রেষ্ঠ নাটকের নাম কি?
উঃ স্বপ্নবাসবদত্তা
৭) বিক্রমোবর্ষীয়ম নাটকটি কার ? এটি কি জাতীয় রচনা ?
উঃ কালিদাসের ত্রোটক জাতীয় রচনা
৮) রূপক কয় প্রকার এবং কি কি ?
উঃ রূপক ১০ প্রকার - নাটক, প্রকরণ, ভান, ব্যায়োগ, সমবাকার, ডিম, ইহামৃগ, অংক, বীথী, প্রহসন ।
৯) প্রাচীনতম নাট্যশাস্ত্র গ্রন্থের প্রণেতা কে?
উঃ ভারতমুণি,
১০) ব্রহ্মা রচিত দুটি নাটকের নাম লেখ।
উঃ অমৃত মন্থন এবং ত্রিপুরদাহ
১১) পতঞ্জলির মহাভাষ্যে উল্লেখিত নাটক দুটি কী কী?
উঃ কংসবধ,বলীবদ্ধ
১২) প্রাক কালিদাস যুগের দুজন নাট্যকারের নাম লেখ।
উঃ অশ্বঘোষ এবং ভাস
১৩) ভাসের সর্বশ্রেষ্ঠ নাটক এবং তার নায়ক নায়িকার নাম লেখ ।
উঃ ভাসের সর্বশ্রেষ্ঠ নাটক হল স্বপ্নবাসবদত্তা। এই নাটকের নায়ক হলেন রাজা উদয়ন এবং নায়িকা হলেন বাসবত্তা
১৪) স্বপ্নবাসবদত্তা নাটকটি কয় অংকে রচিত ?
উঃ গুনাঢ্যের বৃহৎকথা অবলম্বনে নাটকটি ছয় অংকে রচিত।
১৫) ভাসো হাসো"- কথাটি কে বলেছে ?
উঃ সংস্কৃত নাট্যসাহিত্যে হাস্যরসের সার্থক প্রয়োগ কর্তা ছিলেন ভাস। তাই জয়দেব ভাসের প্রশংসা করে কথাটি বলেছে।
১৬) পতাকা স্থান কি ?
উঃ কোন একটি বিষয়ের চিন্তা করতে করতে সেরকমই অপর একটি ভাবের সূচনা অতর্কিতে ঘটে গেলে তাকে পতাকা স্থান বলা হয়।
১৭) ভাসের একাঙ্ক নাটকগুলির উদাহরণ দাও।
উঃ ঊরুভঙ্গ,দূতবাক্য,দূতঘটোৎকচ,কর্ণভার ও মধ্যমব্যায়োগ।
১৮) নান্দী কাকে বলে?
উঃ যে কাজে আশীর্বাদ, দেবদ্বিজ প্রভৃতির স্তুতি, রাজার প্রশংসা থাকায় সকলের আনন্দ উৎপন্ন হয় তাকে নান্দী বলে।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.