আমি দেখি শক্তি চট্টোপাধ্যায়
আমি দেখি শক্তি চট্টোপাধ্যায় (১) "এই সবুজের ভীষণ দরকার"- ওই সবুজ বলতে কি বোঝানো হয়েছে? তা ভীষণ দরকার কেন আলোচনা কর? উঃ অরণ্য প্রেমিক কবি শক্তি চট্টোপাধ্যায় 'আমি দেখি' কবিতায় আলোচ্য উক্তিটি করেছেন। এখানে গাছের প্রতীক হিসাবে তিনি সবুজ কথাটি ব্যবহার করেন। গাছ হল মানুষের পরম বন্ধু। সভ্যতার উষা লগ্নে আমাদের পৃথিবী গাছপালায় পরিপূর্ণ ছিল। তখন মানুষ এই বৃক্ষ তথা অরণ্যের কোলে সুখে লালিত-পালিত হয়েছে। মানুষ তখন ছিল অরণ্যচারী। সেই অরণ্যেরই ফলমূল খেয়ে তারা দিন কাটিয়েছে। অরণ্যের তাজা অক্সিজেন গ্রহণ করে প্রকৃতির মুক্ত পরিবেশে নিজেদের বিলিয়ে দিয়েছেন। কিন্তু যখন মানুষ সভ্য হলো নগর গড়ে তুলল তখন গাছপালা ধ্বংস হতে থাকল। মানুষের শরীরের মধ্যে দেখা দিল রোগের আস্তানা। তাই বর্তমান নগর জীবনের ব্যস্ততা ক্লান্তি আর একঘেয়েমি থেকে মুক্তির জন্য মানুষ প্রকৃতির প্রয়োজনীয়তা অনুভব করতে থাকলো। কবিতার শুরুতেই আমরা দেখি যে, গাছ দেখে যাওয়াই কব...