Soumitra Chatterjee
১) বাংলা চলচ্চিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো।
উঃ বাংলা চলচ্চিত্রে অভিনয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় এক অতি পরিচিত নাম। বাংলা নাটক ও চলচ্চিত্রের আঙ্গিনায় তিনি বাঙালির হৃদয়ে স্থান করে নিয়েছেন।বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলা সিনেমায় তিনি অসামান্য প্রতিভার পরিচয় দিয়েছেন।
1959 খ্রিস্টাব্দে অপুর সংসার ছবিতে তিনি প্রথম বাংলা সিনেমা জগতে আত্মপ্রকাশ করেন। এই সিনেমায় তিনি অপুর চারিত্রিক ভূমিকায় অভিনয় করেন। তিনি সত্যজিৎ রায়ের প্রায় প্রতিটি ছবিতেই কেন্দ্রীয় চরিত্রের ভূমিকায় অভিনয় করেছেন। উদাহরণস্বরূপ বলা যায়, দেবী, অভিযান, চারুলতা, অরণ্যের দিনরাত্রি, ঘরে-বাইরে প্রভৃতি সিনেমাতে তিনি অভিনয় করেছেন । এছাড়াও সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ গোয়েন্দা প্রদোষ চন্দ্র মিত্র তথা ফেলুদার কথা বলা যেতে পারে।
সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁর সুদীর্ঘ কর্মজীবনে নানা দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হয়েছেন। 1970 খ্রিস্টাব্দে তিনি পদ্মশ্রী পুরস্কার প্রত্যাখ্যান করেন। 2004 খ্রিস্টাব্দে তিনি পদ্মভূষণ খেতাব লাভ করেন। এছাড়াও তিনি 2012 খ্রিস্টাব্দে দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন।
পরিশেষে বলা যায় অভিনেতা আবৃত্তিকার কবি নাট্যকার রূপে তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। বর্তমানে তার কর্মধারা বহু দিকে প্রসারিত হয়েছে।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.