চতুর্থ শ্রেণীর গণিত class -4 mathamatic

      Mathamatic 

            গণিত 

                                           প্রতিটি প্রশ্নের মান - ১ 
ক) নীচের প্রশ্নগুলির উত্তর দাও।

১) ৯৭৪৫ সংখ্যাটিকে বিস্তার করে লেখ।

উঃ ৯০০০+৭০০+৪০+৫


২) ৮৫৫৭ সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখ।

উঃ ৮০০০+৫০০+৫০+৭ আট হাজার পাঁচশত সাতান্ন।


৩) ৩,০,৫ দিয়ে গঠিত তিন অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাটি লেখ।

উঃ বৃহত্তম সংখ্যা = ৫৩০

    ক্ষুদ্রতম সংখ্যা = ৩০৫


৪) ১২ ঘন্টার ঘড়িতে রাত ১২ টা বাজলে ২৪ ঘন্টার ঘড়িতে কটা বাজবে?

উঃ ২৪টা


৫) ১ বছর = কতগুলো সপ্তাহ? 

উঃ ৫২ টি


৬) কোনো সংখ্যার বামদিকে _______ বসলে সংখ্যাটির মান ___________ থাকে।

উঃ ০,একই


৭) ভাজক ভাগশেষের থেকে ________( ছোটো/বড়ো)

উঃ বড়ো 


৮) এক বছরে কত সপ্তাহ কত দিন হয় ?

উঃ ৫২ সপ্তাহ ১ দিন


৯) ৫৭৯  সংখ্যাটিতে ৯ এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য _________।

উঃ ৯ এর স্থানীয় মান = ৯

    ৯ এর প্রকৃত মান = ৯ 

স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য = ০


১০) ______×৪০=১২০০ 

উঃ ৩০

১১) ভাগফল ভাগশেষের চেয়ে সর্বদা বড়ো হয় ( সত্য/মিথ্যা)।

উঃ বড়ো

১২) গুণক × গুণফল= গুণ্য ( সত্য/মিথ্যা)

উঃ মিথ্যা

১৪) চার অঙ্কের বৃহত্তম সংখ্যা (১০০০/৯৯৯৯/৯৯৯)।

উঃ ৯৯৯৯

১৫) ১৭৮৫ সংখ্যায় ৭ এর স্থানীয় মান (৭০০/৭০/৭)।

উঃ ৭০০

১৬) ২০০০ সালে ফেব্রুয়ারি মাসের দিনসংখ্যা-(২৮/২৯/৩০/৩১)।

উঃ ২৯

১৭) তিনটি সংখ্যার গড় ৩০ হলে, তাদের সমষ্টি হবে - (৩০/৬০/৯০/১২০)।

উঃ ৩০ × ৩ = ৯০

১৮) কোন সংখ্যার স্থানীয় মান ও প্রকৃত মান একই হবে - (০/১/৫/৯)

উঃ ০

১৯) গুণ্য ও গুণক পরস্পর স্থান বদলালে গুণফল -( বেড়ে যায়/কমে যায়/একই থাকে/শূন্য হয়ে যায়)।

উঃ একই থাকে 

২০) ৮২৩৯ সংখ্যাটির শতকের ঘরের স্থানীয় মান হলো _______।

উঃ ২০০

২১) ৫৪৮৩ সংখ্যাটিতে ৮ এর স্থানীয় মান ও প্রকৃত মানের বিয়োগফল ________।

উঃ ৮ এর স্থানীয় মান ৮০ 

      ৮ এর প্রকৃত মান ৮ 

এদের মধ্যে পার্থক্য = ৮০ - ৮ = ৭২

২২) লিপইয়ার হয় ________বছর অন্তর।

উঃ ৩৬৬ দিনে

২৩) ৬ সপ্তাহ ৮ দিন = _______ দিন।

উঃ ৫০ দিন

২৪) লিপইয়ার হল ২০০৮,______, _______, _______ ।

উঃ ২০১২,২০১৬,২০২০

২৫) ১ ডজন = _______ টি‌।

উঃ ১২ টি

২৬) লিপইয়ার বছরের দিনসংখ্যা কত?

উঃ ৩৬৬ 

২৭) ৩ ঘন্টা এবং ১২০ মিনিট এই দুটি সময়ের মধ্যে কোনটি বড়ো ?

উঃ ৩ ঘন্টা = ৩ × ৬০ = ১৮০ মিনিট

      তাই ৩ ঘন্টা বড়ো।

২৮) ভাজক= ১২ , ভাগফল = ৯, ভাগশেষ=১০ হলে, ভাজ্য = কত ?

উঃ ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ 

                 = ১২ × ৯ + ১০ 

                 = ১১৮

২৯) ২,০,১,৭ অংকগুলি দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল _________

উঃ বৃহত্তম সংখ্যা = ৭২১০ 

     ক্ষুদ্রতম সংখ্যা = ১০২৭ 

     বিয়োগফল = ৬১৮৩

৩০) সানিয়া সুপ্তির থেকে ৬ মাসের ছোট। সুপ্তির বয়স ১০ বছর ৫ মাস হলে, সানিয়ার বয়স কত ? 

উঃ  ৯ বছর ১১ মাস


৩১) ৬৯১৫ সংখ্যাটিতে ৯ এর প্রকৃত মান এবং ১ এর স্থানীয় মান কত ? 

উঃ  ৯ এর প্রকৃত মান = ৯           হা শ দ এ

     ১ এর স্থানীয় মান= ১০           ৬ ৯ ১ ৫ 




,




Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)