পৃথিবীর গতি সমূহ থেকে অনুশীলনের প্রশ্ন ও উত্তর

     পৃথিবীর গতিসমূহ 


১) বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ ।                                                  প্রতিটি প্রশ্নের মান- ১

১.১) নিজের অক্ষের চারিদিকে একবার সম্পূর্ণ আবর্তনে পৃথিবীর সময় লাগে প্রায় -ক) ৯ ঘন্টা ৫৬ মিনিট/খ) ২৪ ঘন্টা / গ) ২৪ ঘন্টা ৩৭ মিনিট /ঘ) ২৪ ঘন্টা ৫৮ মিনিট। 

উঃ ২৪ ঘন্টা 

১.২) পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে তা প্রমাণ করেন - ক) গ্যালিলিও / খ) অ্যারিস্টোটল / গ) টলেমি / ঘ) আলেকজান্ডার। 

উঃ গ্যালিলিও

১.৩) পৃথিবীর আবর্তনের গতিবেগ সর্বাধিক- ক) নিরক্ষরেখায়/ খ) কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখায় / গ) মেরু বৃত্তে / ঘ) মেরু বিন্দুতে ।

উঃ নিরক্ষরেখায়

১.৪) আবর্তন গতির জন্য হয় - ক) দিনরাত্রি / খ) দিনরাত্রির হ্রাস বৃদ্ধি / গ) ঋতু পরিবর্তন / ঘ) বিষুব।

উঃ দিনরাত্রি 

১.৫) পৃথিবীর কক্ষপথের আকৃতি -ক) গোল / খ) উপবৃত্তাকার / গ) ত্রিভুজাকার / ঘ) সমকোণীযুক্ত 

উঃ উপবৃত্তাকার

১.৬) পরিক্রমণ গতির জন্য হয় -ক) সমুদ্রে জোয়ার ভাটা / খ) বায়ু প্রবাহের দিক বিক্ষেপ / গ) সূর্যোদয় ও সূর্যাস্ত / ঘ) অধিবর্ষ। 

উঃ অধিবর্ষ

                                    বিভাগ - খ 

২) নিম্নলিখিত বাক্য গুলি শুদ্ধ হলে সুখ এবং অশুদ্ধ হলে অ লেখ।                            প্রতিটি প্রশ্নের মান- ১ 

২.১) পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি মেরু বিন্দুতে।

উঃ মিথ্যা

২.২)  পৃথিবী পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে।

উঃ মিথ্যা

২.৩) অনুসুর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় ১৫ কোটি কিলোমিটার।  

উঃ মিথ্যা

২.৪) ১৯০০ এবং ২০০০ খ্রিস্টাব্দ অধিবর্ষ ।

উঃ সত্য 

২.৫) পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে ৬৬১/২ ডিগ্রী কোণে অবস্থান করে।  

উঃ সত্য

২.৬) ভূপৃষ্ঠের সর্বত্র দিনরাত্রি দৈর্ঘ্য সমান হয় বছরে মাত্র দুদিন।  

উঃ সত্য 

৩) উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ কর প্রতিটি প্রশ্নের মান এক

৩.১) অহ্ন কথার অর্থ ___________। 

উঃ দিন 

৩.২) সৌর পরিবারের আটটি গ্রহের মধ্যে ___________ টি গ্রহ পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে।

উঃ ৬টি

৩.৩) নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ প্রতি ঘন্টায় ____________কিলোমিটার। 

উঃ ১৬৩০ কিলোমিটার

৩.৪) পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয় __________ অবস্থানে । 

উঃ অপসুর

৩.৫) _____________অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না । 

উঃ মেরু অঞ্চলে

৩.৬) ______________ প্রতিদিন নিরক্ষরেখাকে খন্ডিত করে ।

উঃ ছায়াবৃত্ত

৩.৭) পৃথিবীর __________ জন্য কোরিওলিসিস বল সৃষ্টি হয় ।

উঃ আবর্তন গতির 

৩.৮) শতাব্দীর যেসব বছর _________ দিয়ে বিভাজ্য শুধু সেই বছরগুলি অধিবর্ষ। 

উঃ চার(৪)

৪) স্তম্ভ মেলাও                          প্রতিটি প্রশ্নের মান ১

          ক - স্তম্ভ                            খ - স্তম্ভ 

ক) ২১ মার্চ                             ক) অধিবর্ষ 

খ) ২১ জুন                         খ) কলকাতায় প্রতি ঘন্টায়                                                আবর্তনের গতিবেগ 

গ) ১৪৩৮ কিঃমি                     গ) অপসুর 

ঘ) ৩ জানুয়ারি                        ঘ) কর্কটক্রান্তি 

ঙ) ২৩ সেপ্টেম্বর                     ঙ) অধিবর্ষ 

চ) ২২ ডিসেম্বর                       চ) জলবিষুব 

ছ) ২০০০ খ্রিস্টাব্দ                   ছ) মহাবিষুব 

জ) ১৫৩৬ কিঃমি                    জ) অনুসূর 

ঝ)৪ জুলাই                            ঝ) ৩০ ডিগ্রি অক্ষাংশে প্রতি                                                  ঘন্টায়  আবর্তনের গতিবেগ 

ঞ) ১৯০০ খ্রিস্টাব্দ                  ঞ) মকর ক্রান্তি 

উঃ ক ----------> ছ 

খ ----------> ঘ 

গ ----------> ঝ

ঘ ---------> জ 

ঙ ----------> চ 

চ ----------> ঞ

ছ ----------> ঙ

জ ----------> খ

ঝ ----------> গ

ঞ ----------> ক


৫) দু এক কথায় উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান এক 

৫.১) আবর্তনের সময় পৃথিবীর কোন দিক থেকে কোন দিকে ঘরে? 

উঃ পশ্চিম থেকে পূর্বদিকে 

৫.২) ৬০° অক্ষাংশে পৃথিবীর আবর্তনের গতিবেগ কত ? 

উঃ ৯৯০ কিমি

৫.৩) ভূপৃষ্ঠের কোথায় সারাবছর দিনরাত্রি দৈর্ঘ্য সমান? 

উঃ নিরক্ষরেখায়

৫.৪) ভূপৃষ্ঠে দিন ও রাত্রির বৃত্তাকার সীমারেখাকে কি বলে ?

উঃ ছায়াবৃত্ত 

৫.৫)  পৃথিবী কক্ষপথটি মহাশূন্যে যে সমতলে আছে তাকে কি বলে ? 

উঃ কক্ষতল

৫.৬) ভূপৃষ্ঠের কোথায় কোরিওলিস বলের কোনো প্রভাব থাকে না ? 

উঃ নিরক্ষরেখায়

৫.৭) ২০২০ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হবে ? 

উঃ ২৯ দিন

৫.৭) পৃথিবী কক্ষের পরিধি কত ? 

উঃ ৪০,০০০ কিমি

৫.৮) আবর্তনের ফলে গতিশীল পদার্থের দিক বিক্ষেপ হয় - এই সূত্রটি কে আবিষ্কার করেন ? 

উঃ গাসপার্ড গুস্তাভ কোরিওলিস 

৫.৯)  ভূপৃষ্ঠের কোথায় বছরের ছ মাস দিন ও ছয় মাস রাত্রি হয় ? 

উঃ দুই মেরুতে

 ৫.১০) 23½° দক্ষিণ অক্ষরেখাটির নাম কি।

উঃ মকরক্রান্তি রেখা

৫.১১) 23½° উত্তর অক্ষরেখাটির নাম কি ? 

উঃ কর্কটক্রান্তি রেখা 

৫.১২) কোরিওলিস বলের মান সবচেয়ে বেশি কোথায় ?

উঃ দুই মেরুতে 

                                বিভাগ - গ 

৬) নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখ।

                                                  প্রতিটি প্রশ্নের মান ২ 

৬.১) সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে ?

উঃ পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে চলেছে বলে আকাশে সূর্যকেও আমরা বিপরীত দিকে অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে যেতে দেখি। প্রতিদিনের আকাশে সূর্যের এই পূর্ব থেকে পশ্চিমে যাওয়াকে সূর্যের দৈনিক আপাত গতি বলা হয়।

৬.২) অধিবর্ষ বা লিপ ইয়ার কি ?

উঃ সূর্যকে একবার সম্পূর্ণ পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড। কিন্তু বছর গণনার সুবিধার জন্য আমরা ৩৬৫ দিনকে এক বছর হিসাবে ধরি। এর ফলে প্রায় ৬ ঘন্টা সময় বেশি থেকে যায়। প্রতি চার বছর অন্তর ফেব্রুয়ারি মাসের একদিন যোগ করে ওই বছরটিকে ৩৬৬ ধরে এই ভুল সংশোধন করা হয়।তাই প্রতি চার বছর অন্তর ফেব্রুয়ারি মাস ২৯ দিনের এবং সেই বছর থেকে ৩৬৬ দিনের হয়। আর এই বিশেষ বছর থেকে অধিবর্ষ বলে।

৬.৩) পরিক্রমণের সময় পৃথিবীর মেরুরেখা কিভাবে থাকে ?

উঃ পরিক্রমণ কালে পৃথিবীর অক্ষ বা মেরুরেখা সর্বদা কক্ষতলের সঙ্গে 66½° কোণে হেলে থাকে।

৬.৪) গ্রীষ্মকালীন সৌরস্থিতি কাকে বলে ? 

উঃ উত্তরায়নের শেষ এবং দক্ষিণায়ন শুরু হওয়ার আগে ২১ শে জুন তারিখে সূর্যের যাত্রা পথে বিরতি থাকে। এই জন্যই ২১ শে জুন তারিখটিকে গ্রীষ্মকালীন সৌরস্থিতি বলে।

৬.৫) ঋতু পরিবর্তন কাকে বলে? 

উঃ পৃথিবীর পরিক্রমণ গতির প্রভাবে ঋতুগুলির পর্যায়ক্রমিক পরিবর্তনকে ঋতু পরিবর্তন বলে।

৬.৬) নিশীথ সূর্য কি ? 

উঃ ২১ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এই ৬ মাস সুমেরুতে যখন একটানা দিন থাকে তখন নরওয়ের উত্তর সীমান্তের হ্যামারফেস্ট বন্দর থেকে গভীর রাতেও দূরে উত্তর সুমেরু আকাশে সূর্য দেখা যায়।একে নিশীথ সূর্য বলে।

৬.৭) রবিমার্গ কাকে বলে? 

উঃ সূর্যের বার্ষিক গতির জন্য উত্তর দক্ষিণ আপাত গতি দেখা যায়। আর আকাশের যে পথ দিয়ে সূর্যের এই আপাত গতি লক্ষ্য করা যায় তাকে রবিমার্গ বলে।

৬.৮) মহাবিষুব কাকে বলে ? 

উঃ 21 মার্চ পৃথিবীর সর্বত্র 12 ঘন্টা দিন ও 12 ঘণ্টা রাত্রি হয়। এই সময় মার্চ মাসে উত্তর গোলার্ধে বসন্তকাল বিরাজ করে। সেজন্য এই দিনটিকে মহাবিষুব বা বসন্ত বিষুব বলে। 

৬.৯) মেরুজ্যোতি কাকে বলে ? 

উঃ  দুই মেরুতে যখন একটানা ছ'মাস রাত্রি থাকে তখন ওখানকার রাতের আকাশে মাঝে মাঝে রামধনুর মত এক অপূর্ব সুন্দর আলোর জ্যোতি দেখা যায়। একে মেরুজ্যোতি বা মেরু প্রভা বলে।

                                     বিভাগ -ঘ 

৭) সংক্ষেপে ব্যাখ্যা কর।( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 

                                                   প্রতিটি প্রশ্নের মান ৩ 

৭.১) গ্রীষ্মকালীন সৌরস্থিতি এবং শীতকালীন সৌরস্থিতির মধ্যে পার্থক্য লেখ।

উঃ গ্রীষ্মকালীন সৌর স্থিতি এবং শীতকালীন সৌরস্থিতির মধ্যে পার্থক্য হল- 

ক) গ্রীষ্মকালীন সৌরস্থিতি উত্তরায়নের শেষে এবং দক্ষিণায়নের শুরুতে ঘটে। আর শীতকালীন সৌরস্থিতি দক্ষিণায়নের শেষ এবং উত্তরায়নের শুরুতে ঘটে। 

খ) ২১ জন তারিখ থেকে গ্রীষ্মকালীন সৌরস্থিতি  বলা হয়।আর ২২ ডিসেম্বর তারিখটিকে শীতকালীন সৌরস্থিতি বলা হয়।

গ) গ্রীষ্মকালীন সৌরস্থিতিতে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল চলে আর শীতকালীন সৌরস্থিতিতে উত্তর গোলার্ধে শীতকাল চলে।

৭.২) পৃথিবীর আহ্নিক গতি ও বার্ষিক গতির মধ্যে পার্থক্য লেখ । 

উঃ ক) আবর্তন গতি অক্ষকেন্দ্রিক আর বার্ষিক গতি কক্ষপথ কেন্দ্রিক।

খ) আহ্নিক গতির ফলে দিনরাত্রি হয় আর বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়।

গ) আহ্নিক গতিতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড আর পরিক্রমণ গতিতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড।

৭.৩) মহাবিষুব ও জলবিষুবর মধ্যে পার্থক্য লেখ ।

উঃ মহাবিষুব ও জলবিষুব মধ্যে পার্থক্য হল- 

ক) ২১শে মার্চ দিনটিকে মহাবিষুব বলে। আর ২৩ সেপ্টেম্বর দিনটিকে জলবিষুব বলে। 

খ) মহাবিষুব হলে উত্তর গোলার্ধে বসন্তকাল বিরাজ করে। আর জলবিষুব হলে উত্তর গোলার্ধে শরৎকাল বিরাজ করে।

গ) মহাবিষুবর অপর নাম বসন্ত বিষুব। কিন্তু জলবিষুবর অপর নাম শারদ বিষুব।

৭.৪) বায়ু প্রবাহের দিক বিক্ষেপ হয় কেন ?

উঃ কোরিওলিস বলের প্রভাবে বায়ু প্রবাহের দিক বিক্ষেপ ঘটে। এই বলের প্রভাবেই নিরক্ষীয় শান্ত বলয়ের দিকে প্রবাহিত আয়ন বায়ু উত্তর গোলার্ধে ডানদিকে বেঁকে উত্তর-পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু নামে প্রবাহিত হয়।

৭.৫) ভূপৃষ্ঠে দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি হয় কেন ? 

উঃ ভূপৃষ্ঠে দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধির প্রধান কারণ দুটি -ক) পৃথিবীর পরিক্রমণ গতি এবং খ) পৃথিবীর মেরুরেখা নিজের কক্ষতলের সঙ্গে 66½° কোণ করে অবস্থিতি। এছাড়া আরও যেসব কারণে ভূপৃষ্ঠে দিন-রাত্রে দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি হয় সেগুলি হল - পৃথিবীর গোলাকার আকৃতি, পৃথিবীর আবর্তন গতি, পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ প্রভৃতি।

৭.৬) দুই মেরুতে 6 মাস দিন ও 6 মাস রাত্রি থাকে কেন ?

উঃ পৃথিবীর অক্ষ কক্ষ তলের সঙ্গে 66½° কোণে অবস্থান করে বলে 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত 6মাস উত্তর মেরু সূর্যের দিকে হেলে থাকে এবং দক্ষিণ মেরু সূর্য থেকে দূরে সরে যায়। এর ফলে এই ছয় মাস সুমেরুতে একটানা সূর্যালোক পায় এবং কুমেরু থাকে অন্ধকারে । অন্যদিকে একই কারণে 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ কুমেরুতে 6 মাস একটানা সূর্যালোক থাকে এবং সুমেরু অন্ধকারে থাকে। তাই বলা হয় দুই মেরুতে ৬ মাস দিন এবং ৬মাস রাত্রি হয়।

৭.৭) নিরক্ষরেখায় সারা বছর দিনরাত্রি দৈর্ঘ্য সমান কেন ?

উঃ পৃথিবী গোলাকার বলে সবসময়েই পৃথিবীর কেন্দ্র এবং ছায়াবৃত্তের কেন্দ্র একই হয়। তাই ছায়াবৃত্ত সারা বছরই নিরক্ষরেখাকে সমান দুটি ভাগে ভাগ করে এবং তার ফলে নিরক্ষরেখায় সারা বছরই দিনরাত্রি দৈর্ঘ্য সমান হয়।

৭.৮)  পৃথিবীর আবর্তন গতি বিষুবরেখার থেকে মেরুর দিকে কমতে থাকে কেন ? 

উঃ 

৭.৯) ডিসেম্বর জানুয়ারি মাসে বিজ্ঞানীরা আন্টার্টিকা অভিযানে যান কেন ? 

উঃ পৃথিবীর দক্ষিণ মেরুকে কেন্দ্র করে আন্টার্টিকা মহাদেশ অবস্থিত। সেখানে প্রায় সারা বছরই তীব্র ঠান্ডা থাকে। তাই মহাদেশটি সবসময় বরফে ঢাকা থাকে। প্রতিকূল পরিবেশের জন্য ওখানে যাওয়া সহজ নয়। তবে যেহেতু ডিসেম্বর- জানুয়ারি মাসে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করে তখন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পায় এবং কিছু কিছু স্থান বরফমুক্ত হয়। এজন্য বিজ্ঞানীরা ডিসেম্বর জানুয়ারি মাসে আন্টার্কটিকা

৭.১০) অপসুর ও অনুসুর অবস্থানের মধ্যে পার্থক্য লেখ।

উঃ ক) অপসুর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বেশি হয় আর অনুসুর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কম হয়।

খ) 4 জুলাই অপসুর হয় আর 3 জানুয়ারি অনুসুর হয়।

গ) অপসুর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হয় ১৫ কোটি ২০ লক্ষ কিলোমিটার। কিন্তু অনুসুর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হয় ১৪ কোটি ৭০ লক্ষ কিলোমিটার।

৭.১১) অধিবর্ষ কিভাবে সংঘটিত হয় ব্যাখ্যা কর।

উঃ প্রশ্ন ৬.২ এর উত্তর 





Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)