সংস্কৃত Sanskrit short questions class-12

   সাহিত্যের ইতিহাস 

             সংস্কৃত 

                                             প্রতিটি প্রশ্নের মান- ১

১) ভাসের সর্বশ্রেষ্ঠ নাটকের নাম কি ?

উঃ স্বপ্নবাসবদত্তা

২) মৃচ্ছকটিক নাটকের নায়িকার নাম কি ?

উঃ বসন্তসেনা

৩) সুশ্রুত সংহিতার মূল রচয়িতার নাম কি ?

উঃ সুশ্রুত

৪) অভিজ্ঞানশকুন্তলার নাটকের রচয়িতা কে ?

উঃ মহাকবি কালিদাস 

৫) একটি স্ত্রীবর্জিত নাটকের নাম কি ?

উঃ মুদ্রারাক্ষস

৬) শল্যচিকিৎসা পদ্ধতির প্রবর্তক কে ছিলেন ?

উঃ 

৭) গীতগোবিন্দ কোন ধরনের রচনা ?

উঃ ভক্তিমূলক গীতিকাব্য 

৮) লীলাবতী কোন বিষয়ক গ্রন্থ ?

উঃ গণিত শাস্ত্র

৯) ভাষের লেখা নাটকের সংখ্যা কটি ?

উঃ ১৩ টি

১০) সৌর সিদ্ধান্ত কার লেখা ?

উঃ বরাহমিহির

১১) স্বপ্নবাসবদত্তমের কয়টি অংক ?

উঃ ছয়

১২) মেঘদুত কোন ছন্দে রচিত ?

উঃ মন্দাক্রান্তা 

১৩) ধন্বন্তরির শিষ্য কে ছিলেন ?

উঃ সুশ্রুত 

১৪) স্ত্রীভূমিকা বর্জিত একটি সংস্কৃত নাট্যগ্রন্থের নাম কি ?

উঃ মুদ্রারাক্ষস

১৫) মেঘদূতম এর নায়ক কে ?

উঃ যক্ষ

১৬) মেঘদূত কাব্যের কেন্দ্রবিন্দু কে ?

উঃ যক্ষ

১৭) গুপ্ত যুগের নিউটন বলা হয় কাকে ?

উঃ আর্যভট্ট 

১৭) অভিজ্ঞানশকুন্তলম নাটকের অংক সংখ্যা কয়টি ?

উঃ সাত

১৮) অভিজ্ঞানশকুন্তলম নাটকের বিদুষকের নাম কি?

উঃ মাধব্য

১৯) চরকসংহিতার আলোচ্য বিষয় কি?

উঃ শরীর চিকিৎসা

২০) উদয়নের বীনার নাম কি ?

উঃ ঘোষবতী

২১) জয়দেবের পিতা ও মাতার নাম কি ?

উঃ জয়দেবের পিতার নাম ভোজদেব ও মায়ের নাম বামাদেবী।

২২) সুশ্রুত কে ?

উঃ সুশ্রুত সংহিতা রচয়িতা এবং ধন্বন্তরির অন্যতম শিষ্য। তিনি শল্য চিকিৎসায় পারদর্শী ছিলেন।

২৩) চরকসংহিতার ভাষ্য কে রচনা করেন ?

উঃ মহর্ষি পতঞ্জলি 

২৪) সিদ্ধান্ত জ্যোতিষ বিষয়ে আর্যভট্ট রচিত গ্রন্থের সংখ্যা কয়টি ?

উঃ তিনটি 

২৫) বরাহমিহির রচিত দুটি গ্রন্থের নাম কি ?

উঃ বৃহৎসংহিতা, পঞ্চসিদ্ধান্তিকা

২৬) মৃচ্ছকটিক শব্দের অর্থ কি ?

উঃ মাটির তৈরী খেলনা গাড়ি।

২৭) কালিদাস রচিত একটি গীতিকাব্যের নাম লেখ ।

উঃ মেঘদূত 

২৮) চরকসংহিতা গ্রন্থের বর্ণনীয় বিষয় কি ? 

উঃ চিকিৎসা শাস্ত্র

২৯) দুটি গীতিকাব্যের নাম লেখ। 

উঃ মেঘদূত ও ঋতুসংহার

৩০) আর্যভট্ট কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট ?

উঃ জ্যোতির্বিদ্যা

৩১) শূদ্রকের লেখা নাটকটির নাম কি ?

উঃ মৃচ্ছকটিক

৩২) জয়দেব রচিত গ্রন্থের নাম কি ?

উঃ গীতগোবিন্দ কোন 

৩৩) প্রতিমা নাটক কার লেখা ।

উঃ ভাস

৩৪) অগ্নিবেশ কোন বিষয়ের পন্ডিত ছিলেন ?

উঃ 

৩৫) আয়ুর্বেদের উৎস কোন বেদ ?

উঃ অথর্ববেদ 

৩৬) সরস্বতীর বরপুত্র বলা হয় কাকে ?

উঃ কালিদাস 

৩৭) ভাসের একাঙ্ক নাটকগুলো কি কি ?

উঃ প্রতিমা, অভিষেক 

৩৮) কালিদাস কোন দেবতার ভক্ত ছিলেন ?

উঃ সরস্বতী

৩৯) বিশাখ দত্ত রচিত নাটকের নাম কি ?

উঃ মুদ্রারাক্ষস

৪০) মৃচ্ছকটিক কি জাতীয় রচনা ?

উঃ প্রকরণ শ্রেনীর দৃশ্যকাব্য

৪১) অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে ?

উঃ কৌটিল্য 

৪২) অগ্নিপ্রিয় নামে কে পরিচিত ?

উঃ ভাস 


,


Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)