ইতিহাস দশম শ্রেণী প্রথম অধ্যআয় History class 10 First chapter

       প্রথম অধ্যায় 

History class -10

Short questions 

১) ইতিহাসের জনক নামে কাকে অভিহিত করা হয় ?

উঃ হেরোডোটাস 

২) নতুন সামাজিক ইতিহাসের প্রধান বিষয়বস্তু কি ?

উঃ সাধারণ মানুষের ইতিহাস 

৩) ক্রিকেট ও ফুটবল খেলার উৎপত্তি কোন দেশ ?

উঃ ইংল্যান্ড 

৪) রাগবি কি ?

উঃ ডিম্বাকৃতির ফুটবলকে রাগবি বলে।

৫) মোহনবাগান দল কবে গঠিত হয় ?

উঃ ১৮৮৯ খ্রিস্টাব্দ 

৬) ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কবে ?

উঃ ১৯১১ সালে ১২ই ডিসেম্বর

৭) প্রথম খেলার ইতিহাস চর্চা শুরু হয় কবে ?

উঃ ১৯৭০ খ্রিস্টাব্দে 

৮) পাস্তা কি ?

উঃ আরবের বণিকরা সিসিলিতে পাস্তা খেত এই পাস্তা হলো ময়দা আর ডিমের লেচি জল দিয়ে মেখে শুকিয়ে সুমাইয়ার মত তৈরি করে খাওয়া হতো।

৯) কেকের দেশ বলা হয় কাকে ?

উঃ স্কটল্যান্ড 

১০) টপ্পা কি ?

উঃ পাঞ্জাবের উটচালকদের গান।

১১) টপ্পা গানের প্রবর্তন করেন কে ?

উঃ গোলাম নবী

১২) টপ্পা শব্দের অর্থ কি ?

উঃ লাফ 

১৩) ঠুংরি গানের প্রবর্তক কে ?

 উঃ গোলাম আলী খান

১৪) গজল কি ?

উঃ আরবে, রাজার প্রতি স্তুতি মূলক গানের প্রস্তাবনাকে গজল বলে।

১৫) ছৌ নাচ কোথায় বিখ্যাত ?

উঃ পুরুলিয়া 

১৬) মোহিনীঅট্টম কোথাকার নৃত্য ?

উঃ কর্ণাটক 

১৭) ভারতনাট্যম কোথাকার নৃত্য ?

উঃ তামিলনাড়ু 

১৮) কুচিপুরি নৃত্য কোথায় বিখ্যাত ?

উঃ অন্ধ্রপ্রদেশ 

১৯) কথাকলি নৃত্য কোথায় দেখা যায় ?

উঃ কেরালা ও মালাবারে 

২০) তথ্যচিত্রের প্রবর্তক কে ?

উঃ হীরালাল সেন 

২১) প্রথম বাংলা সিনেমার নাম কি ?

উঃ বিল্বোমঙ্গল

২২) দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে ?

উঃ চলচ্চিত্র 

২৩) টেলিফোন আবিষ্কার করেন কে ?

উঃ গ্রাহাম বেল 

২৪) ভারতবর্ষে কবে প্রথম রেলপথ চালু হয় ?

উঃ ১৮৫৩ খ্রিস্টাব্দে 

২৫) বাঙালির ইতিহাস গ্রন্থের লেখক কে ?

উঃ নিহার রঞ্জন রায় 

২৬) মনসামঙ্গল কাব্যের রচয়িতা কে ?

উঃ বিজয় গুপ্ত 

২৭) পালকির গান কবিতার রচয়িতা কে ?

উঃ সত্যেন্দ্রনাথ দত্ত 

২৮) সত্যেন্দ্রনাথ দত্তের পালকির গান কবিতাটি ইংরেজিতে অনুবাদ করেন কে ?

উঃ সরোজিনী নাইডু 

২৯) দৃশ্যশিল্প বলতে কী বোঝো ?

উঃ চিত্রকলা ও ফটোগ্রাফিকে একত্রে দৃশ্য শিল্প বলে।

৩০) ক্যামেরা আবিষ্কার করেন কে ?

উঃ নিশেফর নিয়েপচে 

৩১) বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কবে ?

উঃ ৫ জুন 

৩২) দি সী অ্যারাউন্ড আস গ্রন্থের লেখক কে ?

উঃ রাচেল কারসন 

৩৩) আপ্পিকো আন্দোলন কবে কোথায় হয়েছিল ?

উঃ ১৯৭৩ সালে কর্নাটকে 

৩৪) নর্মদা বাঁচাও আন্দোলন কবে কোথায় হয়েছিল ?

উঃ ১৯৮৫ সালে মহারাষ্ট্রে 

৩৫) চিপকো আন্দোলন কবে কোথায় হয়েছিল ?

উঃ ১৯৭৪ খ্রিস্টাব্দে উত্তরাখন্ডে 

৩৬) আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয় ?

উঃ ৮ ই মার্চ 

৩৭) নারী সংক্রান্ত সামগ্রিক বিদ্যাকে কি বলে ?

উঃ নারী বিদ্যা বা মানবীবিদ্যা বা ফেমিনিজম 

৩৮) এ নেশন ইন মেকিং কার আত্মজীবনী ?

উঃ সুরেন্দ্রনাথ ব্যানার্জি 

৩৯) এন্ড অটোবায়োগ্রাফি কার আত্মজীবনী ?

উঃ জওহরলাল নেহেরু 

৪০) ইন্ডিয়া উইনস ফ্রিডম কার আত্মজীবনী ?

উঃ মৌলানা আবুল কালাম আজাদ 

৪১) ৭০ বৎসর কার আত্মজীবনীমূলক গ্রন্থ ?

উঃ বিপিনচন্দ্র পাল 

৪২) জীবনস্মৃতি কার আত্মজীবনীমূলক গ্রন্থ ?

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর 

৪৩) জীবনের ঝরাপাতা গ্রন্থের লেখক কে ?

উঃ সরলাদেবী চৌধুরানী 

৪৪) বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্রের নাম কি ?

উঃ দিগদর্শন 

৪৫) দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ?

উঃ মার্শম্যান 

৪৬) বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি ?

উঃ সমাচার দর্পণ 

৪৭) বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক কে ?

উঃ অগাস্টাস হিকি

৪৮) প্রথম বাংলা ভাষায় প্রকাশিত রাজনৈতিক খবরের কাগজের নাম কি ?

উঃ সোমপ্রকাশ তারকনাথ বিদ্যাভূষণ সম্পাদনা করেছেন।

৪৯) সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ?

উঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত 

৫০) সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রকাশ করেন কে ?

উঃ লর্ড লিটন

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)