Mahasweta Devi vaat golpo theke question answer
১) "ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি ? " --- কে কাকে কথাটি বলেছে ? কোন প্রসঙ্গে কথাটি বলেছে ? তার একথা বলার কারণ কি ?
উঃ বিশিষ্ট কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবী রচিত "ভাত" গল্পের অন্তর্গত আলোচ্য উক্তিটির বক্তা হলেন গল্পের অন্যতম চরিত্র বড়ো পিসিমা । তিনি বাড়ির বড়ো বউকে উদ্দেশ্য করে আলোচ্য কথাগুলি বলেছেন ।
বড়ো বাড়িতে ভাত খেয়ে কাজ করবে , এই শর্তে বাসিনি উৎসবকে বড় বাড়িতে নিয়ে আসে। কিন্তু বড়ো বাড়ির বড়বউ-এর উৎসবের চাহনি ভালো লাগেনি। সে মনে করে, লোকটির চোখে কেমন যেন একটা হিংস্র ভাব আছে। একথা বলার প্রসঙ্গেই বড়ো পিসিমা আলোচ্য কথাগুলো বলেছেন।
বড় বাড়িতে সবকিছুই চলে বড় পিসিমা নিয়মে। বড়ো বাড়ির সকলের সম্পর্কে বড়ো পিসিমার স্পষ্ট ধারণা আছে । তিনি জানেন, বাড়ির বউরা লোককে খাটিয়ে তাদের উপযুক্ত পারিশ্রমিক দিতে চায়না । বাদায় যে বিপুল সম্পত্তি থেকে তাদের পরিবারের এই স্বচ্ছলতা, সেই বাদা অঞ্চলের এক দরিদ্র মানুষের প্রতি বড়ো বউয়ের মানসিকতাকে পিসিমা ভালোভাবে নিতে পারেননি। তাই ক্ষোভের প্রকাশ হিসাবে তিনি এই কথাগুলো বলেছেন । তাছাড়া বাড়ির বউদের প্রতি হয়তো পিসিমার মনে চাপা ঈর্ষা , হতাশা ও ক্ষোভ জমা ছিল । বিশেষ করে পিসিমা অবিবাহিতা । তার বিয়ে দেওয়া হয়নি । এই তথ্যটিকে মাথায় রাখে বলা যায় বড়ো পিসিমার অবদমিত ক্রোধের বহিঃপ্রকাশ ঘটেছে প্রশ্ন মন্তব্যে।
২) তুলনামূলক ভাষাবিজ্ঞান কাকে বলে ? এই ভাষাবিজ্ঞানের কয়েকটি বৈশিষ্ট্য লেখ।
উঃ ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত তিনটি শাখার মধ্যে যে শাখায় ভাষার ব্যবহৃত ধ্বনির উৎস, ইতিহাস ও ক্রমবিকাশের রূপরেখা আলোচিত হয়, তাকে তুলনামূলক ভাষাবিজ্ঞান বলে।
তুলনামূলক ভাষাবিজ্ঞানের কয়েকটি বৈশিষ্ট্য হল ঃঃ
১) ভাষাবিজ্ঞানের এই শাখায় ভাষায় ব্যবহৃত ধোনির উৎস ইতিহাস ও ক্রমবিকাশের রূপরেখা আলোচিত হয়।
২) এই প্রকার ধারায় ভাষার রূপগত বৈপরীত্য, ধ্বনিগত ঐক্য, বিন্যাসগত সাদৃশ্যের দ্বারা একাধিক ভাষার সঙ্গে তুলনা করা হয়।
৩) এই প্রকার ভাষাবিজ্ঞান সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করে এবং তাদের মূল ভাষাকে পুননির্মাণ করে।
৪) উনবিংশ শতাব্দীর জুড়ে ইউরোপ ও পরবর্তীকালে আমেরিকায় এই ভাষার প্রচুর চর্চা হয়।
৫) ভাষাবিজ্ঞানের এই শাখায় কোন ভাষার কেবল ভাষাগত দিকই বিশ্লেষন করে। বর্তমানে ইহা comparative linguistics নামে পরিচিত।
৩) বাক্য কাকে বলে ? গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ? যেকোনো একটি ভাগের উদাহরণসহ বর্ণনা দাও।
উঃ আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা সমন্বিত শব্দ পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করলে তাকে বাক্য বলে।
গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার। যথা-১) সরল বাক্য ২) জটিল বাক্য এবং ৩) যৌগিক বাক্য।
জটিল বাক্যঃ
একটি উদ্দেশ্য ও বিধেয় যুক্ত প্রধান বাক্যের সঙ্গে যখন একাধিক অপ্রধান অংশ যুক্ত থাকে, তখন তাকে জটিল বাক্য বলে।
উদাহরণঃ যখন হয় তখন পাখিরা বাসায় ফিরে ।
এই বাক্যে প্রধান অংশটি হলো 'সন্ধ্যা হলে পাখিরা বাসায় ফিরে'। এতে একটি উদ্দেশ্য (পাখিরা) ও বিধেয়(সন্ধ্যা হলে বাসায় ফিরে) আছে। আর প্রধান বাক্যের সঙ্গে অপ্রধান অংশ 'যখন' 'তখন' যুক্ত হয়েছে। তাই ইহা একটি জটিল বাক্যের উদাহরণ।
।।।।।।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.