Bengali class-7
বঙ্গভূমির প্রতি
মাইকেল মধুসূদন দত্ত
"My native land, good night" : Byron
রেখো, মা, দাসেরে মনে, এ মিনতি করি পদে
সাধিতে মনের সাদ,
ঘটে যদি পরমাদ,
মধুহীন কোরো না গো তব মনঃকোকনদে।
প্রবাসে, দৈবের বশে,
জীব তারা যদি খসে
এ দেহ -আকাশ হতে,- নাহি খেদ তাহে।
জন্মিলে মরিতে হবে,
অমর কে কোথা কবে,
চিরস্থির কবে নীর, হায় রে ,জীবন - নদে?
কিন্তু যদি রাখ মনে,
নাহি, মা, ডরি শমনে;
মক্ষিকাও গলে না গো, পড়িলে অমৃত-হ্রদে।
সেই ধন্য নরকুলে,
লোকে যারে নাহি ভুলে,
মনের মন্দিরে সদা সেবে সর্বজন;-
কিন্তু কোন গুণ আছে,
যাচিব যে তব কাছে,
হেন অমরতা আমি, কহ, গো, শ্যামা জন্মদে!
তবে যদি দয়া করো,
ভুল দোষ ,গুণ ধরো,
অমর করিয়া বর দেহ দাসে, সুবরদে !-
ফুটি যেন স্মৃতি জলে,
মানসে, মা মরা ফলে
মধুময় তামরস কি বসন্ত ,কি শরদে !
অনুশীলনী
১.১ বঙ্গভূমির প্রতি' কবিতায় যে শীর্ষ উল্লেখ আছে, সেটি কবি বায়রন এর রচনা। তাঁর রচিত একটি বিখ্যাত গ্রন্থ হল--------------।
উঃ ডন জুয়ান
২.ক) সেই ধন্য নরকুলে -কোন মানুষ নরকুলে ধন্য হন ?
উঃ যে মানুষ ভালো কর্মের মধ্যে দিয়ে সকল মানুষের মনেতে সব সময় সেবিত হন অর্থাৎ যে মানুষকে লোকে কোনদিন ভুলে না, সেই মানুষই নরকুলে ধন্য হন।
৩) গদ্যরূপ লেখ:
পরমাদ -প্রমাদ
যাচিব-চাইবো
কহ- বল
যথা-যেমন
জন্মিলে-জন্মগ্রহণ করলে
দেহ-দাও
হেন-এমন সময়
সাধিতে-সাধন করতে
৪) শূন্যস্থানে উপযুক্ত বিশেষণ বসাও
মনের মন্দির, অমৃত হ্রদ, মধুময় তামরস
৫) পদ পরিবর্তন করো
উঃ মধু-মধুময়
প্রকাশ-প্রকাশিত
দেহ- দৈহিক
অমর-অমরত্ব, অমরতা
দোষ-দোষী
বসন্ত-বাসন্তিক
দৈব- দেব
৬) বিপরীতার্থক শব্দ লেখ।
প্রবাস - স্বদেশ
অমর - মরণশীল
স্থির - অস্থির
জীবন - মরণ
অমৃত - গরল
৭) পরমাদ শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে?
উঃ প্রমাদ
৮) কবি নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্য দিয়ে তার কোন মনোভাবের পরিচয় মেলে?
উঃ কবি নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্য দিয়ে , বঙ্গভূমির প্রতি ভালোবাসা বা স্বাদেশিকতার পরিচয় পাওয়া যায়।
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
মাসিপিসি
জয় গোস্বামী
ফুল ছুঁয়ে যায় চোখের পাতায় ,জল ছুঁয়ে যায় ঠোঁটে
ঘুমপাড়ানি মাসিপিসি রাত থাকতে ওঠে
শুকতারাটি ছাদের ধারে, চাঁদ থামে তালগাছে
ঘুমপাড়ানি মাসিপিসি ছাড়া কাপড় কাচে
দু-এক ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে
ঘুমপাড়ানি মাসিপিসি ট্রেন ধরতে আসে
ঘুমপাড়ানি মাসিপিসির মস্ত পরিবার
অনেকগুলো পেট বাড়িতে, এক মুঠো রোজগার
ঘুমপাড়ানি মাসিপিসির পোঁটলাপুঁটলি কোথায়?
রেল বাজারের হোমগার্ডরা সাত ঝামেলায়
সাল মাহিনার হিসেব তো নেই, জষ্টি কি বৈশাখ
মাসিপিসির কোলে কাঁখে চালের বস্তা থাক
শতবর্ষ এগিয়ে আসে-- শতবর্ষ যায়
চাল তোলো গো মাসিপিসি লালগোলা বনগাঁয়
অনুশীলনী // প্রশ্ন ও উত্তর//
______________________
১) জয় গোস্বামীর লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখ।
উঃ ভুতুম ভগবান, পাগলী তোমার সঙ্গে
২) জয় গোস্বামীর লেখা একটি উপন্যাসের নাম লেখ।
উঃ যারা বৃষ্টিতে ভিজেছিল
৩) অনেকগুলো পেট বাড়িতে___পেট এর আভিধানিক অর্থ কি? এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে?
উঃ জয় গোস্বামী রচিত "মাসিপিসি"কবিতার অন্তর্গত , আলোচ্য অংশে পেট শব্দের আভিধানিক অর্থ হলো পুষ্যি।
আলোচ্য কবিতায় দেখা যায়, ঘুমপাড়ানি মাসি পিসিকে তার সামান্য আয় দিয়ে মস্ত পরিবারের খরচ বহন করতে হয়।এখানে মস্ত পরিবার অর্থেই শব্দটির ব্যবহার করা হয়েছে।
৪) সাত ঝামেলা জোটায-----এখানে সাত শব্দ ব্যবহারের কারণ কি?
উঃ আলোচ্য অংশটি মাসিপিসি কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে সাত শব্দের দ্বারা অনেক সমস্যাকে বোঝানো হয়েছে।
৫) মাহিনা শব্দটি কবিতায় কি অর্থে ব্যবহৃত? শব্দটির অন্য কোন অর্থ তোমার জানা আছে?
উঃ মাহিনা শব্দটি আলোচ্য কবিতায় মাস অর্থে ব্যবহৃত হয়েছে।
মাহিনা শব্দের দ্বারা আবার মাসিক বেতন কেও বোঝায়।
৬) কোন শব্দ থেকে এবং কি করে জষ্টি শব্দটি এসেছে?
উঃ জ্যৈষ্ঠ শব্দ থেকে জষ্ঠি শব্দটির বর্ণবিপর্যয় বা ধ্বনি বিপর্যয়ের ফলে এসেছে।
৭) শুকতারাটি ছাদের ধারে, চাঁদ থামে তালগাছে----এর মাধ্যমে দিনের কোন সময়ের কথা বলা হয়েছে?
উঃ জয় গোস্বামী রচিত" মাসিপিসি "কবিতার অন্তর্গত আলোচ্য অংশের মাধ্যমে মধ্যরাতের কথা বলা হয়েছে।
*************************************************
নোট বই
সুকুমার রায়
১) নোট বই কি ধরনের লেখাতে ভরা?
উঃ কিলবিল লেখাতে ভরা
২) বক্তা কি করে নিজে নিজে নোট বইটি লিখলেন?
উঃ নোট বই কবিতার কথক যখনই কোন ভালো কথা শুনতেন তখন তিনি নোটবইতে সেগুলো লিখে ফেলতেন। এভাবেই বক্তা নিজে নিজে নোট বই লিখেছিলেন।
২) চটপট, চটচট, ছটপট, কটকট --এই শব্দগুলি কি ধরনের শব্দ?
উঃ ধন্যাত্মক শব্দ
৩) নিচের প্রশ্নগুলির আগে উপযুক্ত বিশেষণ বসাও। জ্বলন্ত লণ্ঠন, ঝাল লঙ্কা, চটচটে আঠা
৪) একই অর্থ যুক্ত আরেকটি শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখ।
পা - ঠ্যাং, উত্তর-জবাব, অস্থিরতার ভাব--ছটপট, তীক্ষ্ণতা--তেজ
৫) শূন্যস্থান পূরণ করো
বিশেষ্য - বিশেষণ
আঠা -আঠালো
মন - মানসিক
৬) ভালো কথা শুনি যে চটপট লিখি তায়"--বক্তা কোন কোন ভালো কথা নোটবইয়ে লিখে রেখেছিলেন?
উঃ নোট বই কবিতার বক্তা যে যে ভালো কথা গুলি লিখে রেখেছিলেন, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো-ফড়িং এর কটা ঠ্যাং, আরশোলা কি কি খায়, আঙুলেতে আঠা দিলে কেন চট চট করে, কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে, ঝোলাগুড় কিসে দেয়, তেজপাতায় কেন তেজ থাকে, লঙ্কা কেন ঝাল থাকে এসব নানা ভালো কথাগুলি বক্তা নোটবইয়ে লিখে রেখেছিলেন।
৬.২ কাল থেকে মনে মোর লেগে আছে খটকা"--কাল থেকে মনে কি খটকা লেগেছে? এই খটকা কিভাবে দূর হবে?
উঃ নোট বই কবিতার বক্তার কাছে খটকা লেগেছিল যে, ঝোলাগুড় কিসে দেয়? সাবান না পটকা ?
বক্তা মেজদাকে খুঁচিয়ে এই খটকা দূর করবেন বলে বলেছেন।
৬.৩ বলবে কি, তোমরাও নোট বই পড়োনি"--নোট বই পড়লে আর কি কি জানা যাবে?
উঃ নোট বই পড়লে অতীতকলের কোন বিষয়ে আমরা তথ্য পেয়ে থাকি ।
৭) নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও
৭.১ ভালো কথা শুনলে কবিতার লোকটি কি করে?
উঃ ভালো কথা শুনলে কবিতার লোকটি নোট বই এ সমস্ত কিছু লিখে রাখেন।
৭.২ তার শোনা কয়েকটি ভালো কথার নমুনা কবিতা থেকে খুঁজে নিয়ে লেখ।
উঃ ফড়িং এর কটা ঠ্যাং, আরশোলা কি কি খায়, আঙ্গুলেতে আঠা দিলে কেন চটচট করে, কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে প্রভৃতি।
৭.৩ কিলবিল, ছটপট, কটকট, টনটন এগুলি কি ধরনের শব্দ?
উঃ ধন্যাত্মক শব্দ
৭.৪ মাথা ঘামানো"এই বিশিষ্টার্থক শব্দবন্ধের অর্থ কি?
উঃ কোন বিষয় নিয়ে সব সময় ভাবা
৭.৫ ভালো কোনো প্রশ্ন মনে এলে বক্তা কার সাহায্য নিয়ে সেগুলির উত্তর জেনে নেন?
উঃ মেজদার সাহায্যে
৭.৮ জোয়ান শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে আলাদা বাক্য লেখ
উঃ জোয়ান --(সেনাবাহিনী) ঃ দেশের জওয়ানরা আমাদেরকে রক্ষা করেন।
জোয়ান --(মশলা বিশেষ)ঃ খাওয়ার পরে মুখসুদ্ধি হিসাবে আমরা জোয়ান ব্যবহার করি।
৭.৮ কবিতাটিতে কোন কোন পতঙ্গের উল্লেখ রয়েছে?
উঃ ফড়িং, আরশোলা
৮) গদ্যরূপ লেখ
তায়-তাই, মোর-আমার, তেজপাতে-তেজপাতায়
৯) পদ পরিবর্তন করো
মন--মানসিক, চটচট--চটচটে, জবাব--জবাবী, পেট--পেটুক
***********************************************
********†**************************************
চিরদিনের
সুকান্ত ভট্টাচার্য
এখানে বৃষ্টিমুখর লাজুক গায়ে
এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা,
সবুজ মাঠের পথ যায় পায়ে পায়ে
পথ নেই ,তবু এখানে যে পথ হাঁটা।
জোড়াদিঘি তার পাড়েতে তালেরসারি
দূরে বাঁশঝাড়ে আত্মদানের সাড়া
পচা জল আর মশায় অহংকারী
নীরব এখানে অমর কিষানপাড়া।
এ গ্রামের পাশে মজা নদী বারো মাস
বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে,
গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস
এ গ্রাম নতুন সবুজ ঘাগড়া পরে।
রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাঁখে
মাইকেল মধুসূদন দত্ত
"My native land, good night" : Byron
রেখো, মা, দাসেরে মনে, এ মিনতি করি পদে
সাধিতে মনের সাদ,
ঘটে যদি পরমাদ,
মধুহীন কোরো না গো তব মনঃকোকনদে।
প্রবাসে, দৈবের বশে,
জীব তারা যদি খসে
এ দেহ -আকাশ হতে,- নাহি খেদ তাহে।
জন্মিলে মরিতে হবে,
অমর কে কোথা কবে,
চিরস্থির কবে নীর, হায় রে ,জীবন - নদে?
কিন্তু যদি রাখ মনে,
নাহি, মা, ডরি শমনে;
মক্ষিকাও গলে না গো, পড়িলে অমৃত-হ্রদে।
সেই ধন্য নরকুলে,
লোকে যারে নাহি ভুলে,
মনের মন্দিরে সদা সেবে সর্বজন;-
কিন্তু কোন গুণ আছে,
যাচিব যে তব কাছে,
হেন অমরতা আমি, কহ, গো, শ্যামা জন্মদে!
তবে যদি দয়া করো,
ভুল দোষ ,গুণ ধরো,
অমর করিয়া বর দেহ দাসে, সুবরদে !-
ফুটি যেন স্মৃতি জলে,
মানসে, মা মরা ফলে
মধুময় তামরস কি বসন্ত ,কি শরদে !
অনুশীলনী
১.১ বঙ্গভূমির প্রতি' কবিতায় যে শীর্ষ উল্লেখ আছে, সেটি কবি বায়রন এর রচনা। তাঁর রচিত একটি বিখ্যাত গ্রন্থ হল--------------।
উঃ ডন জুয়ান
১.২ লাল বর্ণের পদ্ম কোকোনদ। সেরকম নীল রংয়ের পদ্মকে __________ও সাদা রংয়ের পদ্মকে ________ বলা হয়।
উঃ ইন্দিবর, পুণ্ডরিক
২.ক) সেই ধন্য নরকুলে -কোন মানুষ নরকুলে ধন্য হন ?
উঃ যে মানুষ ভালো কর্মের মধ্যে দিয়ে সকল মানুষের মনেতে সব সময় সেবিত হন অর্থাৎ যে মানুষকে লোকে কোনদিন ভুলে না, সেই মানুষই নরকুলে ধন্য হন।
২.২ এ মিনতি করি পদে - কবি কার কাছে কি প্রার্থনা করেছেন ?
উঃ বঙ্গভূমির প্রতি কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত বঙ্গমাতার কাছে প্রার্থনা করেছেন যে
৩) গদ্যরূপ লেখ:
পরমাদ -প্রমাদ
যাচিব-চাইবো
কহ- বল
যথা-যেমন
জন্মিলে-জন্মগ্রহণ করলে
দেহ-দাও
হেন-এমন সময়
সাধিতে-সাধন করতে
৪) শূন্যস্থানে উপযুক্ত বিশেষণ বসাও
মনের মন্দির, অমৃত হ্রদ, মধুময় তামরস
৫) পদ পরিবর্তন করো
উঃ মধু-মধুময়
প্রকাশ-প্রকাশিত
দেহ- দৈহিক
অমর-অমরত্ব, অমরতা
দোষ-দোষী
বসন্ত-বাসন্তিক
দৈব- দেব
৬) বিপরীতার্থক শব্দ লেখ।
প্রবাস - স্বদেশ
অমর - মরণশীল
স্থির - অস্থির
জীবন - মরণ
অমৃত - গরল
৭) পরমাদ শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে?
উঃ প্রমাদ
৮) কবি নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্য দিয়ে তার কোন মনোভাবের পরিচয় মেলে?
উঃ কবি নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্য দিয়ে বঙ্গভূমির প্রতি ভালোবাসা বা স্বাদেশিকতার পরিচয় পাওয়া যায়।
৯) "মধুহীন করো না গো"- মধু শব্দটি কোন দুটি অর্থে প্রযুক্ত হয়েছে ?
উঃ মধু - পুষ্পরস
মধু - মাইকেল মধুসূদন দত্ত
১১) মন্দির শব্দটির আদি ও প্রচলিত অর্থ দুটি লেখ।
উঃ মন্দির (আদি অর্থ) - দেবালয়
মন্দির (প্রচলিত অর্থ ) - যে কোনো গৃহ
১২) কবিতাটিতে কোন কোন ঋতুর উল্লেখ আছে ?
উঃ বসন্ত, শরৎ
১৩) মানস শব্দটি কবিতায় কোন কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
উঃ মানস - মানস সরোবর
মানস - মন
১৪) কবীর দৃষ্টিতে নশ্বর মানুষ কিভাবে অমরতা লাভ করতে পারে তা লেখ।
উঃ কবিল দৃষ্টিতে যে মানুষ মহৎ কর্মের মধ্য দিয়ে সকল মানুষের মধ্যে বিরাজ করেন, যে মানুষকে সকল মানুষ দেবতা জ্ঞানে পূজা করে এবং সকল মানুষের মনের মধ্যে সদা পূজিত হন, সেই মানুষ অমরতা লাভ করতে পারে।
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
মাসিপিসি
জয় গোস্বামী
ফুল ছুঁয়ে যায় চোখের পাতায় ,জল ছুঁয়ে যায় ঠোঁটে
ঘুমপাড়ানি মাসিপিসি রাত থাকতে ওঠে
শুকতারাটি ছাদের ধারে, চাঁদ থামে তালগাছে
ঘুমপাড়ানি মাসিপিসি ছাড়া কাপড় কাচে
দু-এক ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে
ঘুমপাড়ানি মাসিপিসি ট্রেন ধরতে আসে
ঘুমপাড়ানি মাসিপিসির মস্ত পরিবার
অনেকগুলো পেট বাড়িতে, এক মুঠো রোজগার
ঘুমপাড়ানি মাসিপিসির পোঁটলাপুঁটলি কোথায়?
রেল বাজারের হোমগার্ডরা সাত ঝামেলায়
সাল মাহিনার হিসেব তো নেই, জষ্টি কি বৈশাখ
মাসিপিসির কোলে কাঁখে চালের বস্তা থাক
শতবর্ষ এগিয়ে আসে-- শতবর্ষ যায়
চাল তোলো গো মাসিপিসি লালগোলা বনগাঁয়
অনুশীলনী // প্রশ্ন ও উত্তর//
______________________
১) জয় গোস্বামীর লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখ।
উঃ ভুতুম ভগবান, পাগলী তোমার সঙ্গে
২) জয় গোস্বামীর লেখা একটি উপন্যাসের নাম লেখ।
উঃ যারা বৃষ্টিতে ভিজেছিল
৩) অনেকগুলো পেট বাড়িতে___পেট এর আভিধানিক অর্থ কি? এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে?
উঃ জয় গোস্বামী রচিত "মাসিপিসি"কবিতার অন্তর্গত , আলোচ্য অংশে পেট শব্দের আভিধানিক অর্থ হলো পুষ্যি।
আলোচ্য কবিতায় দেখা যায়, ঘুমপাড়ানি মাসি পিসিকে তার সামান্য আয় দিয়ে মস্ত পরিবারের খরচ বহন করতে হয়।এখানে মস্ত পরিবার অর্থেই শব্দটির ব্যবহার করা হয়েছে।
৪) সাত ঝামেলা জোটায-----এখানে সাত শব্দ ব্যবহারের কারণ কি?
উঃ আলোচ্য অংশটি মাসিপিসি কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে সাত শব্দের দ্বারা অনেক সমস্যাকে বোঝানো হয়েছে।
৫) মাহিনা শব্দটি কবিতায় কি অর্থে ব্যবহৃত? শব্দটির অন্য কোন অর্থ তোমার জানা আছে?
উঃ মাহিনা শব্দটি আলোচ্য কবিতায় মাস অর্থে ব্যবহৃত হয়েছে।
মাহিনা শব্দের দ্বারা আবার মাসিক বেতন কেও বোঝায়।
৬) কোন শব্দ থেকে এবং কি করে জষ্টি শব্দটি এসেছে?
উঃ জ্যৈষ্ঠ শব্দ থেকে জষ্ঠি শব্দটির বর্ণবিপর্যয় বা ধ্বনি বিপর্যয়ের ফলে এসেছে।
৭) শুকতারাটি ছাদের ধারে, চাঁদ থামে তালগাছে----এর মাধ্যমে দিনের কোন সময়ের কথা বলা হয়েছে?
উঃ জয় গোস্বামী রচিত" মাসিপিসি "কবিতার অন্তর্গত আলোচ্য অংশের মাধ্যমে মধ্যরাতের কথা বলা হয়েছে।
*************************************************
নোট বই
সুকুমার রায়
১) নোট বই কি ধরনের লেখাতে ভরা?
উঃ কিলবিল লেখাতে ভরা
২) বক্তা কি করে নিজে নিজে নোট বইটি লিখলেন?
উঃ নোট বই কবিতার কথক যখনই কোন ভালো কথা শুনতেন তখন তিনি নোটবইতে সেগুলো লিখে ফেলতেন। এভাবেই বক্তা নিজে নিজে নোট বই লিখেছিলেন।
২) চটপট, চটচট, ছটপট, কটকট --এই শব্দগুলি কি ধরনের শব্দ?
উঃ ধন্যাত্মক শব্দ
৩) নিচের প্রশ্নগুলির আগে উপযুক্ত বিশেষণ বসাও। জ্বলন্ত লণ্ঠন, ঝাল লঙ্কা, চটচটে আঠা
৪) একই অর্থ যুক্ত আরেকটি শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখ।
পা - ঠ্যাং, উত্তর-জবাব, অস্থিরতার ভাব--ছটপট, তীক্ষ্ণতা--তেজ
৫) শূন্যস্থান পূরণ করো
বিশেষ্য - বিশেষণ
আঠা -আঠালো
মন - মানসিক
৬) ভালো কথা শুনি যে চটপট লিখি তায়"--বক্তা কোন কোন ভালো কথা নোটবইয়ে লিখে রেখেছিলেন?
উঃ নোট বই কবিতার বক্তা যে যে ভালো কথা গুলি লিখে রেখেছিলেন, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো-ফড়িং এর কটা ঠ্যাং, আরশোলা কি কি খায়, আঙুলেতে আঠা দিলে কেন চট চট করে, কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে, ঝোলাগুড় কিসে দেয়, তেজপাতায় কেন তেজ থাকে, লঙ্কা কেন ঝাল থাকে এসব নানা ভালো কথাগুলি বক্তা নোটবইয়ে লিখে রেখেছিলেন।
৬.২ কাল থেকে মনে মোর লেগে আছে খটকা"--কাল থেকে মনে কি খটকা লেগেছে? এই খটকা কিভাবে দূর হবে?
উঃ নোট বই কবিতার বক্তার কাছে খটকা লেগেছিল যে, ঝোলাগুড় কিসে দেয়? সাবান না পটকা ?
বক্তা মেজদাকে খুঁচিয়ে এই খটকা দূর করবেন বলে বলেছেন।
৬.৩ বলবে কি, তোমরাও নোট বই পড়োনি"--নোট বই পড়লে আর কি কি জানা যাবে?
উঃ নোট বই পড়লে অতীতকলের কোন বিষয়ে আমরা তথ্য পেয়ে থাকি ।
৭) নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও
৭.১ ভালো কথা শুনলে কবিতার লোকটি কি করে?
উঃ ভালো কথা শুনলে কবিতার লোকটি নোট বই এ সমস্ত কিছু লিখে রাখেন।
৭.২ তার শোনা কয়েকটি ভালো কথার নমুনা কবিতা থেকে খুঁজে নিয়ে লেখ।
উঃ ফড়িং এর কটা ঠ্যাং, আরশোলা কি কি খায়, আঙ্গুলেতে আঠা দিলে কেন চটচট করে, কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে প্রভৃতি।
৭.৩ কিলবিল, ছটপট, কটকট, টনটন এগুলি কি ধরনের শব্দ?
উঃ ধন্যাত্মক শব্দ
৭.৪ মাথা ঘামানো"এই বিশিষ্টার্থক শব্দবন্ধের অর্থ কি?
উঃ কোন বিষয় নিয়ে সব সময় ভাবা
৭.৫ ভালো কোনো প্রশ্ন মনে এলে বক্তা কার সাহায্য নিয়ে সেগুলির উত্তর জেনে নেন?
উঃ মেজদার সাহায্যে
৭.৮ জোয়ান শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে আলাদা বাক্য লেখ
উঃ জোয়ান --(সেনাবাহিনী) ঃ দেশের জওয়ানরা আমাদেরকে রক্ষা করেন।
জোয়ান --(মশলা বিশেষ)ঃ খাওয়ার পরে মুখসুদ্ধি হিসাবে আমরা জোয়ান ব্যবহার করি।
৭.৮ কবিতাটিতে কোন কোন পতঙ্গের উল্লেখ রয়েছে?
উঃ ফড়িং, আরশোলা
৮) গদ্যরূপ লেখ
তায়-তাই, মোর-আমার, তেজপাতে-তেজপাতায়
৯) পদ পরিবর্তন করো
মন--মানসিক, চটচট--চটচটে, জবাব--জবাবী, পেট--পেটুক
***********************************************
********†**************************************
চিরদিনের
সুকান্ত ভট্টাচার্য
এখানে বৃষ্টিমুখর লাজুক গায়ে
এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা,
সবুজ মাঠের পথ যায় পায়ে পায়ে
পথ নেই ,তবু এখানে যে পথ হাঁটা।
জোড়াদিঘি তার পাড়েতে তালেরসারি
দূরে বাঁশঝাড়ে আত্মদানের সাড়া
পচা জল আর মশায় অহংকারী
নীরব এখানে অমর কিষানপাড়া।
এ গ্রামের পাশে মজা নদী বারো মাস
বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে,
গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস
এ গ্রাম নতুন সবুজ ঘাগড়া পরে।
রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাঁখে
কিষানকে ঘরে পাঠায় যে আল-পথ ;
বুড়ো বটতলা পরস্পরকে ডাকে
সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.