শ্রীমদ্ভগবদগীতা

               শ্রীমদ্ভাগবত গীতা 

                     কর্মযোগঃ 

 ১) শ্রীমৎভাগবত গীতার শ্লোক সংখ্যা কত?

উঃ ৭০০

২) কর্মহীন হলে কি নির্বাহ হবে না?

উঃ দেহযাত্রা

৩) গীতার অপর নাম কি?

উঃ যোগশাস্ত্র, ব্রহ্মবিদ্যা, সপ্তসতী, শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ প্রভৃতি ।

৪)" অনসূয়ন্তে "পদে অসূয়া শব্দের অর্থ কি?

উঃ অপরের গুণের মধ্যে দোষ দেখা

৫) নিয়ত কর্ম কি?

উঃ নিষ্কাম কর্ম

৬) শ্রীমৎ ভাগবত গীতার রচয়িতা কে?

উঃ মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস 

৭) লোকসংগ্রহ কাকে বলে?

উঃ নিরাসক্তভাবে পরের মঙ্গল কর্ম করাকে লোকসংগ্রহ বা লোকশিক্ষা বলে।

৮) মিথ্যাচারী কে?

উঃ যে ব্যক্তি কর্মেন্দ্রিয়কে অবরোধ করে মনে মনে কর্মের চিন্তা করে , তাকে মিথ্যাচারী বলে ‌ কারণ মনের চিন্তাই কর্মে রূপান্তরিত হয় ।

৯) কেউ কোন অবস্থায় মুহুর্তের জন্য থাকতে পারে না?

উঃ নিষ্ক্রিয়

১০) শ্রীমৎ ভাগবতগীতায় যে অংশ তোমাদের পাঠ্য আছে তার নাম কি?

উঃ কর্মযোগ 

১১) সবিশিষ্যতে -এখানে কাকে শ্রেষ্ঠ বলা হয়েছে?

উঃ যিনি ইন্দ্রিয়সমূহকে মনের দ্বারা সংযত করে, অনাসক্ত হয়ে কর্মের অনুষ্ঠান করেন তিনিই শ্রেষ্ঠ।

১২) গীতাকে কোন গ্রন্থের সার বলা হয়েছে?

উঃ উপনিষদ

১৩) সঃ যৎ প্রমাণং কুরুতে - এখানে সঃ বলতে কাকে বোঝানো হয়েছে ?

উঃ শ্রেষ্ঠ বেক্তিকে

১৪) কোন রাজা জ্ঞানী হয়েও কর্মে প্রবৃত্ত ছিলেন?

উঃ জনক

১৫) স্বধর্মে নিধনং শ্রেয়ঃ - স্বধর্ম বলতে কী বোঝানো হয়েছে?

উঃ নিজের ধর্ম অর্থাৎ বর্ণাশ্রম অনুযায়ী আচরিত কর্ম ।

১৬) লোকেষু কিঞ্চন"- লোক কয়টি? 

উঃ তিনটি -স্বর্গলোক মর্ত্যলোক ও অন্তরীক্ষ লোক

১৭) নৈষ্কর্ম্য - কথার অর্থ কি?

উঃ মোক্ষ

১৮) সংসিদ্ধিমাস্থিতা ঃ পদে সংসিদ্ধি কী?

উঃ সম্যক সিদ্ধিলাভ

১৯) বর্ত এব চ কর্মনি -এখানে কার কথা বলা হয়েছে?

উঃ ভগবান শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে

২০) সাধারণ মানুষেরা কাকে অনুসরণ করে?

উঃ শ্রেষ্ঠ ব্যক্তিকে

২১) পার্থ বলে কাকে সম্বোধন করা হয়েছে?

উঃ অর্জুনকে

২২) কর্মেন্দ্রিয় কয়টি ও কি কি?

উঃ ৫টি - হস্ত,পদ,বাক,পায়ু ও উপস্থ

২৩) গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত?

উঃ ভীষ্ম পর্ব 

২৪) কোন গুণ কর্মযোগীকে মুক্তির পথে সাহায্য করে?

উঃ শ্রদ্ধা 

২৫) অসক্ত পদের সমাস লেখ।

উঃ নঞ তৎপুরুষ

২৬) কর্মযোগ গীতার কোন অধ্যায় এর অন্তর্গত?

উঃ তৃতীয় অধ্যায়

২৭) অর্জুনের ধনুকের নাম কি?

উঃ গান্ডীব

২৮) কর্ম জ্যায়ো হ্যকর্মণঃ- বাক্যটির অর্থ লেখ।

উঃ কর্ম না করার চেয়ে, কর্ম করা মহত্তর।

২৯) কর্মেন্দ্রিয়ানি সংযম্য - এখানে কোন কোন ইন্দ্রিয়ের কথা বলা হয়েছে?

উঃ কর্মেন্দ্রিয় গুলির কথা বলা হয়েছে

৩০)  শ্রীমৎ ভাগবত গীতায় কার উপদেশ লিপিবদ্ধ আছে?

উঃ শ্রীকৃষ্ণ

৩১) ইন্দ্রিয় সংযমের উপায় কি?

উঃ শ্রীমৎ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি তাঁর প্রতি শরণাগত হয়ে বিষয়ের প্রতি কামনা-বাসনা পরিত্যাগ করতে পারেন , তিনি ইন্দ্রিয় সংযমী, পবিত্র, নির্মল চিত্তে ঈশ্বরচিন্তা ইন্দ্রিয় সংযমের মহৌষধি।

৩২) কোন ধর্ম ভয়াবহ?

উঃ পরধর্ম

৩৩) গীতাতে শ্রীকৃষ্ণ মন শুদ্ধির জন্য কিরূপ কর্ম করার কথা বলেছেন?

উঃ নিষ্কাম কর্ম 




.


Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)