Sanskrit short questions and answers
সংস্কৃত সাহিত্যের ইতিহাস
দ্বাদশ শ্রেণী
সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে প্রতিবছরই পরীক্ষাতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে। সেরকমই কয়েকটি গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর নিয়ে এখানে আলোচনা করা হল
১) আয়ুর্বেদ এর উৎস বলা হয় কোন বেদকে? উঃ ঋকবেদ
২) বরাহমিহির রচিত যেকোনো একটি গ্রন্থের নাম লেখ।
উঃ পৈতামহসিদ্ধান্ত
৩) শুশ্রুত সংহিতার একজন টীকাকারের নাম লেখ।
উঃ চক্রপাণি দত্ত
৪) চরক সংহিতার বিষয়বস্তু কি?
উঃ নিরোগ ও দীর্ঘায়ু লাভের পক্ষে যা কিছু প্রয়োজন তা চরক সংহিতায় আলোচিত করা হয়েছে।
৫) সুশ্রুত কে ছিলেন?
উঃ ধন্বন্তরির 12 জন শিষ্যের মধ্যে অন্যতম ছিলেন সুশ্রুত।
৬) সুশ্রুত সংহিতাকে পরিমার্জিত করেছিলেন কে?
উঃ নাগার্জুন
৭) চরক সংহিতা কি? এটি কে রচনা করেছিলেন?
উঃ সর্ববৃহৎ এবং সর্বতথ্য সমন্বিত চিকিৎসাশাস্ত্র হল চরক সংহিতা। এই গ্রন্থের রচয়িতা হলেন চরক।
৮) আয়ুর্বেদ শাস্ত্রের প্রধান গ্রন্থের নাম কি?
উঃ অগ্নিবেশতন্ত্র
৯) চরক সংহিতার কয়টি বিভাগ ও কয়টি অধ্যায় আছে?
উঃ চরক সংহিতার আটটি বিভাগ ও ১২০ অধ্যায় আছে
১০) চরক সংহিতার স্থানগুলির নাম লেখ।
উঃ সূত্র স্থান, নিদান স্থান, বিমান স্থান, শরীর স্থান, ইন্দ্রিয় স্থান, চিকিৎসা স্থান, কল্প স্থান এবং সিদ্ধি স্থান।
১১) গণিত শাস্ত্রের মধ্যে জ্যামিতির আলোচনা বিদ্যমান, এমন দুটি গ্রন্থ এবং গ্রন্থকারের নাম লেখ।
উঃ আর্যভট্টের আর্যভট্টীয় এবং দ্বিতীয় আর্যভট্টের আর্যসিদ্ধান্ত
১২) বরাহমিহির কার সভাকবি ছিলেন?
উঃ বিক্রমাদিত্যের নবরত্নের মধ্যে একজন অন্যতম সভাকবি ছিলেন বরাহমিহির।
১৩) বরাহমিহিরের বিখ্যাত গ্রন্থ গুলির নাম লেখ।
উঃ জ্যোতির্বিদ্যা বিষয়ক গ্রন্থ "পঞ্চসিদ্ধান্তিকা", ভূগোল বিষয়ক গ্রন্থ বৃহৎসংহিতা।
১৪) গণিত শব্দের অর্থ কি?
উঃ গণিত শব্দের অর্থ হলো সংখ্যা।
১৫) গণিত শাস্ত্রের দুটি প্রধান শাখা কি কি?
উঃ ক) সংখ্যা গণিত বা পাটিগণিত এবং বীজগণিত খ) আকৃতিগণিত বা জ্যামিতি
১৬) ভারতীয় গণিতজ্ঞদের শ্রেষ্ঠ আবিষ্কার কি কি?
উঃ দশমিক এবং শূন্যের আবিষ্কার
১৭) ধূলিকর্ম কাকে বলে?
উঃ প্রাচীন ভারতীয় জ্যোতির্বিদ্যায় জ্যোতির্বিদগণের নানা সমস্যা ফলকের ওপর ধুলো ছড়িয়ে, তার ওপর অংকনের মাধ্যমে সমাধান করতেন একে ধূলি কর্ম বলে।
১৮) জ্যোতিষ শাস্ত্র অপর নাম কি?
উঃ ফলিত জ্যোতিষ
১৯) চরক সংহিতা একজন টীকাকারের নাম লেখ।
উঃ চক্রপাণি দত্ত
২০) শুশ্রুত সংহিতার মূল রচয়িতার নাম কি?
উঃ ধন্বন্তরি
২১) আর্যভট্টীয় গ্রন্থের বিষয়বস্তু কি?
উঃ ব্যাকরণ
২২) প্রাক কালিদাস যুগের একজন শ্রেষ্ঠ নাট্যকারের নাম লেখ।
উঃ ভাস
২৩) ভাসের লেখা পুঁথিগুলি কোন হরফে আবিষ্কৃত হয়েছে?
উঃ মালয়ালম
২৪) সংস্কৃত সাহিত্যে ভাস রচিত দৃশ্য কাব্যের সংখ্যা কয়টি?
উঃ ১৩ টি
২৫) মৃচ্ছকটিক শব্দের অর্থ কি?
উঃ মাটির তৈরি খেলনা গাড়ি
২৬) মৃচ্ছকটিক কি জাতীয় দৃশ্যকাব্য?
উঃ প্রকরণ জাতীয় দৃশ্যকাব্য
২৭) মৃচ্ছকটিক নাটকটিতে কয়টি অংক আছে?
উঃ 10 টি
২৮) বিশাখ দত্ত রচিত নাটকটির নাম কি?
উঃ মুদ্রারাক্ষস
২৯) মুদ্রারাক্ষস নাটকের অংক সংখ্যা কয়টি?
উঃ ৭টি
৩০) মেঘদুত কি জাতীয় কাব্য?
উঃ গীতিকাব্য
৩১) মেঘদূত' কাব্যের রচয়িতা কে?
উঃ কালিদাস
৩২) মেঘদুত কয়টি ভাগে বিভক্ত?
উঃ দুইটি-- পূর্বমেঘ ও উত্তরমেঘ
৩৩) অভিজ্ঞান- শকুন্তলম নাটকের রচয়িতা কে?
উঃ কালিদাস
৩৪) অভিজ্ঞান- শকুন্তলম নাটকটি কয়টি অংকে রচিত?
উঃ ৭টি
৩৫) অভিধন কথার অর্থ কি?
উঃ স্মরণের উদ্বোধক বস্তু
৩৬) অভিজ্ঞান- শকুন্তলম নাটকে বিদূষকের নাম কি?
উঃ মাধব্য
৩৭) জয়দেবের বিখ্যাত গীতি কাব্যের নাম কি?
উঃ গীতগোবিন্দ
৩৮) গীতগোবিন্দের স্বর্গ সংখ্যা কয়টি?
উঃ ১২ টি
৩৯) গীতগোবিন্দ গীতি কাব্যের মূল বিষয়বস্তু কি?
উঃ রাধা কৃষ্ণের শাশ্বত প্রেমলীলা
৪০) মেঘদূত' কাব্যের নায়ক কে?
উঃ যক্ষ
৪১) মেঘদুত কোন ছন্দে রচিত?
উঃ মন্দাক্রান্তা
৪২) প্রকরণ কী ধরনের রচনা?
উঃ নাটক
৪৩) কবি জয়দেব কোথায় করেছিলেন?
উঃ কেন্দুবিল্ব গ্রামে
৪৪) কোন সংস্কৃত নাটকে বিদুষক অনুপস্থিত?
উঃ মুদ্রারাক্ষস
৪৫) কালিদাস রচিত দুটি মহাকাব্যের নাম লেখ
উঃ কুমারসম্ভবম ও রঘুবংশম
৪৬) ভাসের লেখা নাটক কোথায় আবিষ্কৃত হয়?
উঃ 1909 খ্রিস্টাব্দে ভারতের কেরল প্রদেশের ত্রিবান্দ্রম- এর কাছে পদ্মনাভাপুরমের অন্তর্গত মনল্লিকরনাথম্ নামক স্থানে মালয়ালম হরফে তালপাতার পুঁথি ভাসের লেখা নাটক গুলি আবিষ্কৃত হয়।
৪৭) রামায়ণ কাহিনী অবলম্বনে ভাসের একটি নাটকের নাম লেখ?
উঃ প্রতিমা ও অভিষেক
৪৮) মহাভারতের কাহিনী অবলম্বনে ভাসের একটি নাটকের নাম লেখ।
উঃ কর্ণভার,দূতবাক্য,দূত ঘটোৎকচ
৪৯) মহাভারত অবলম্বনে ভাস কতগুলি নাটক রচনা করেছিলেন?
উঃ সাতটি
৫০) মৃচ্ছকটিক নাটকের দুজন টিকাকারের নাম লেখ।
উঃ গণপতি, বিদ্যাসাগর
৫১) মৃচ্ছকটিক নাটকটি কার লেখা?
উঃ শূদ্রক
৫২)ভাসের লেখা সর্বশ্রেষ্ঠ নাটকটির নাম কি?
উঃ স্বপ্নবাসবদত্তা
৫৩) গীতগোবিন্দ কাব্যের মূল উপজীব্য বিষয় কি?
উঃ রাধা কৃষ্ণের প্রেমলীলা।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.