মাকু গল্পের প্রশ্ন ও উত্তর

               মাকু

             লীলা মজুমদার 


 ১) মাকু গল্পের লেখিকা কে ?

উঃ লীলা মজুমদার 


২) মাকু গল্পের অলংকরণ করেছেন কে ?

উঃ সমীর সরকার 


৩) আম্মা কে ?

উঃ সোনা, টিয়ার বাবার ছোটবেলাকার ধাইমা।


৪) সোনা জন্মদিনে কি কি খেলনা পেয়েছিল ?

উঃ ঠেলাগাড়ি, বেবিপুতুল,পেয়ালা-পিরিচ, সত্যিকারের চামচ কাঁটা। 


৫) আম্মার চশমা কেমন ছিল ?

উঃ আম্মার কালো সুতোবাঁধা স্টিল ফ্রেমের চশমা ছিল।


৬) কালিয়ার বনে কি কি আছে ?

উঃ লাল, নীল, বেগুনি প্রজাপতি আর কাঠঠোকরা পাখি আছে । তারা ঝুঁটিমাথা নিচের দিকে করে গাছের গায়ে গর্ত খুঁড়ে। 


৭) সোনা, টিয়া ঘড়িওয়ালাকে কোথায় দেখেছিল ?

উঃ কালিয়ার বনে কবরস্থানের ফটকের কাছে ঝোলাঝালা কোট প্যান্টালুন পরা অবস্থায় দেখেছিল। 


৮) মাকুকে তৈরি করতে ঘড়িওয়ালার কত সময় লেগেছে?

উঃ ১৭ বছর 


৯) ঘড়িওয়ালা কেন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিল ?

উঃ ঘড়িওয়ালাকে দেখলেই মাকু হাসার কল, কাঁদার কল বসিয়ে নেবে। তাহলেই সে একটা আস্ত ভালো মানুষ হয়ে যাবে। রাজার মেয়েকে বিয়ে করবে। সেই ভয়ে ঘড়িওয়ালা লুকিয়ে বেড়াচ্ছিল।


১০) সোনা টিয়ার ঝুলিতে কি কি ছিল ?

উঃ জ্যামের খালি টিন, কেরোসিনের বোতলের ফোঁদল আর রবারের নল।


১১) সার্কাস পার্টির দলনেতার নাম কি ?

উঃ নোটো অধিকারী 


১২) মাকুকে কত দিনের চাবি দেওয়া আছে ?

উঃ এক বছর 


১৩) ঘড়িওয়ালার হ্যান্ডবিলে কি লেখা ছিল ?

উঃ মাত্র পঁচিশ পয়সায় !

অদ্ভুত অত্যাশ্চর্য!

মাকু দি গ্রেট!!

অভাবনীয় দৃশ্য দেখে যান ! 


১৪) কিভাবে মাকুকে চিনবে ?

উঃ সুন্দর লালচে কোঁকড়ানো চুল, ছাই রংয়ের চকচকে চোখ আর নাকের ডগায় কালো তিল দেখে মাকুকে চিনবে আর তিলের নিচে টেপা সুইচ আছে।


১৫) নদীতে জল খেতে আসা জানোয়ারদের পরিচয় দাও।

উঃ সরু নালার মত জায়গা দিয়ে নদীতে জল খেতে আসা জানোয়ারগুলি হলো- প্রথমে দুটো ঘোড়া, তাদের তাড়িয়ে আনছে টুপি পরা দুটো বাঁদর, তাদের পিছনে গলায় ঘন্টা বাঁধা একটা ছাগল, তার পিছনে পরপর দুটো মোটা মোটা ভাল্লুক, তার পিছনে গোটা ছয় কোঁকড়ানো লোমযুক্ত ছোট কুকুর এবং সবার শেষে রং চংএ লাঠি হাতে লাল আধখানা নীল পোশাক পরা সত্তিকারের একটা সং।


১৬) সং কে ? তারা অধিকারী মশাইকে খুঁজছে কেন ? 

উঃ সং হলো সার্কাস পার্টির আধখানা অংশ। নটো অধিকারী মাঠের ভাড়া, তাঁবু আর গ্যাস বাতির দাম না দিয়ে পালিয়ে গেছে। তাই তারা তাকে খুঁজছে।


১৭) সোনা, টিয়ার বয়স কত ? 

উঃ সোনার বয়স ছয় বছর এবং টিয়ার বয়স পাঁচ বছর।


১৮) মাকু কি কি করতে পারে? কি করতে পারে না ? 

উঃ মাকু অংক করতে পারে, সেলাই কল চালাতে পারে, পেরেক ঠুকতে পারে। কেবল কাঁদতে পারে না, হাসতে পারে না।


১৯) সোনা মাকুর কি নাম দিয়েছিল ?

উঃ বেহারী


২০) সার্কাসের লোক বনেতে ঘুরছিল কেন ?

উঃ সার্কাস দলের নেতা ছিলেন নটো অধিকারী। তিনি নতুন তাঁবু কিনে, বড় ঝাড়বাতি কিনে, সকলের নতুন পোশাক বানিয়ে, চারদিক নতুন খেলার বিজ্ঞাপন দিয়েছে। খেলা শুরু হওয়ার আগেই কোন জিনিসের দাম না দিয়ে কাউকে কিছু না বলে পালিয়ে গেছে। তাই দোকানদার থানায় খবর দিয়েছে। জিনিসপত্র সব টেনে নিয়ে আটক করেছে। নটো অধিকারী নিখোঁজ। তাই এদের নামেই পরোয়ানা বের করেছে। সেই ভয়ে তারা জঙ্গলের মধ্যে গা ঢাকা দিয়ে আছে।


২১) হোটেলওয়ালার জন্মদিনে কি কি রান্না হয়েছিল ?

উঃ ভুনিখিচুড়ি, হরিণের মাংসের কর্মা, পায়েস আর স্বর্গের সুরুয়া


২২) সং সপ্তায় ক'বার পোস্ট অফিসে যায় এবং কেন ?

উঃ তিনবার, সে লটারির টিকিট কিনেছে যদি একবার জিতে যায় তো একসঙ্গে অনেক টাকা পেয়ে বড়লোক হয়ে যাবে। তাই খবর আনতে যায়।


২৩) স্বর্গের শুরুয়া কিভাবে রান্না করা হতো ? 

উঃ সুরুয়ার সঙ্গে হোটেলওয়ালা তার নকল গোঁফটিকে ফেলে দিয়ে নাড়তো। তারপর তুলে নিয়ে স্বর্গের সুরুয়া রান্না হতো।


২৪) ঘড়িওয়ালা কে ?

উঃ হোটেলওয়ালার ছোট ভাই।


2৫) মাকুর দাম কত ?

উঃ পাঁচ হাজার টাকা


২৬) সং এর লটারির আধখানা কার কাছে ছিল ?

উঃ ঘড়িওয়ালার কাছে


২৭) হোটেল ওয়ালাকে কেমন দেখতে ?

উঃ মুখেভরা ঝুলো গোঁফ আর থুতনি ঢাকা ছাই রংয়ের দাড়ি।


২৮) ঘড়িওয়ালার হ্যান্ডবিলের রং কেমন ছিল ?

উঃ গোলাপি




Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)