সংস্কৃত অনুবাদ Sanskrit literature,
সংস্কৃত অনুবাদ
1. আমাদের দেশের নাম ভারতবর্ষ। এই দেশের ঐতিহ্য ও সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ ও প্রাচীন। সংস্কৃত ভাষা এই দেশের সংস্কৃতির জীবনীশক্তি। ঋগ্বেদ বিশ্ব সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ। আমি ভারতীয় হিসাবে গর্ব অনুভব করি।
উঃ অস্মাকম্ দেশস্য নাম ভারতবর্ষম। অস্য দেশস্য ঐতিহ্যং সংস্কৃতিঃ চ অতীব সমৃদ্ধা প্রাচীনা চ। সংস্কৃত ভাষা অস্য দেশস্য সংস্কৃতেঃ জীবনীশক্তি ।ঋগ্বেদ বিশ্বসাহিত্যস্য প্রাচীনতম গ্রন্থ।অহম্ ভারতীয়- রূপেন গর্বং অনুভবামি।
২) এখন সকাল। পাখিরা কূজন করছে। বাগানে পুষ্প ফুটেছে। নদীতে হাঁসেরা বিচরণ করছে।
উঃ অধুনা প্রাতঃ। বিহগাঃ কুজন্তি। উদ্যানে পুষ্পং প্রস্ফুটন্তি। নদ্যাম্ হংসাঃ বিচরন্তি।
৩) রামায়ণ ও মহাভারত আমাদের মহাকাব্য। বাল্মিকী রামায়ণ লিখেছেন। আমি রামায়ণ পড়েছি। আমি মহাভারত পড়তে চাই।
উঃ রামায়নমহাভারতং চ অস্মাকং মহাকাব্যম্।বাল্মীকিঃ রামায়ণং অরচয়ৎ।বেদব্যাসঃ মহাভারতং অরচয়ৎ।অহং রামায়ণং অপঠম্।অহং মহাভারতং পঠিতুম্ ইচ্ছামি।
৪) আমাদের দেশ ভারতবর্ষ ।দেশের রাজধানী দিল্লি। আমি দিল্লি যাব। বাবা আমাকে সেখানে নিয়ে যাবে।
উঃ অস্মাকম্ দেশঃ ভারতবর্ষঃ।দেশস্য রাজধানী দিল্লি।অহম্ দিল্লিং গমিষ্যামি।পিতা মাম্ তত্র নেষ্যতি।
৫) এক গ্রামে এক দরিদ্র কৃষক বাস করত। তার দুই সন্তান ছিল। সে প্রতিদিন সকালে নিজের খেতে চাষ করতে যেত। সে অত্যন্ত সৎ ও সরল জীবন যাপন করত। এজন্য গ্রামের সকলে তাকে খুব শ্রদ্ধা করতো।
উঃ কশ্চিৎ গ্রামে একঃ দরিদ্রঃ কৃষকঃ বসতি স্ম। তস্য দ্বে অপত্যং আসীৎ।স নিত্যং প্রাতঃ স্বস্য ক্ষেত্রে অকর্ষয়ৎ। স অতীব সৎসরলং চ জীবনযাপনং অকরোৎ। অস্মিনকারণে গ্রামস্য সর্বে ত্বাম্ শ্রদ্ধাং অকরোৎ।
৬) জন্মের পরই শকুন্তলাকে তার মা ত্যাগ করেন। তিনি পরিত্যক্তা হন এক গভীর বনে। মহর্ষি কণ্ব সেখানে তাকে দেখতে পান। স্নেহবশত তিনি তাকে তার আশ্রমে নিয়ে যান।ঐ আশ্রমে অপর দুই মুণিকন্যা ছিল।
উঃ জন্মনঃ পরমেব শকুন্তলাম তস্য মাতা পরিত্যজ্য।স পরিত্যক্তা আসীৎ এক গহনে অরণ্যে। মহর্ষিঃ কণ্বঃ তত্র ত্বাম্ অপশ্যৎ।স্নেহবশাৎ স ত্বাম্ তস্য আশ্রমং নিনায়। অস্মিন আশ্রমে অপরে দ্বে মুনিকন্যাম্ আস্তাম্।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.