Life science class -9
জীবন বিজ্ঞান
১) প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখ।
১.১ প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম এর উপর একক দুটি নির্বাচন করো--
ক) 60s ও 40s খ) 50s ও 40s
গ) 60s ও 30s ঘ) 50s ও 30s
উঃ
১.২ নিচের যে জরটি ঠিক নয় তা স্থির করো
ক) কোষ পর্দা -- কোষ এর ভেতরের বিভিন্ন অংশকে রক্ষা করে।
খ) লাইসোজোম --পুরানো জীর্ণ কোষকে ধ্বংস করা
গ) মাইটোকনড্রিয়া --প্রোটিন সংশ্লেষণ করা
ঘ) সেন্ট্রোজোম-- কোষ বিভাজনে সাহায্য করা।
উঃ গ) মাইটোকনড্রিয়া -- প্রোটিন সংশ্লেষ করা।
১.৩ বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ স্থাপনের সাহায্য করে যে কলা ,সেটি শনাক্ত কর--
ক) আবরণী কলা খ) যোগ কলা
গ) পেশী কলা ঘ) স্নায়ু কলা
খ) যোগ কলা
২) সত্য মিথ্যা লেখ।
২.১ ফ্লোয়েম কলা উদ্ভিদ দেহে খাদ্য পরিবহন সাহায্য করে
উঃ সত্য
২.২ ভিটামিন সি ফ্যাটে দ্রবণীয়
উঃ মিথ্যা
২.৩ ডি এন এ -তে রাইবোজ শর্করা উপস্থিত থাকে
উঃ সত্য
২.৪ অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি।
উঃ সত্য
৩) দুই তিন বাক্যে উত্তর দাও।
৩.১ প্যারেনকাইমা কলার বৈশিষ্ট্য উল্লেখ করো।
উঃ ক) প্যারেনকাইমা কলার কোষ গুলি সজীব।
খ) কোষান্তর রন্ধ্র থাকে না।
গ) কোষপ্রাচীর পাতলা ও নরম প্রকৃতির হয় ।
ঘ) কোষ প্রাচীরে কূপ থাকে না।
৩.২ মানব দেহ সুস্থ রাখতে বৃক্ষ কিভাবে সাহায্য করে ?
উঃ বৃক্ক মূত্র উৎপন্ন ও নিঃসরণ করে লবণ ও জলের সমতা বজায় রাখে । এছাড়া রেনিন ও এরিথ্রোপোয়েটিন হরমোন ক্ষরণ করে আমাদের দেহ সুস্থ রাখে।
৩.৩ কোষ পর্দার কাজ ব্যাখ্যা করো ।
উঃ ক) কোষ মধ্যস্থ সজীব অংশকে রক্ষা করে।
খ) কোষ পর্দা বা প্লাজমা পর্দার একটি প্রধান কাজ হল সজীব কোষের বহিঃ ও অন্তঃমাধ্যমের একটি অভিস্রবনীয় প্রতিবন্ধকরূপে কাজ করা।
গ) কোশান্তর ব্যাপন ও অভিস্রবণে সাহায্য করা।
৩.৪ দেহে ভিটামিন ডি এর ভূমিকা আলোচনা করো।
উঃ ভিটামিন - ডি আমাদের শরীরের ক্যালসিয়াম ও ফসফরাসের ঘণত্ব নিয়ন্ত্রন করে। হাড়ের বৃদ্ধি ঘটায়।অস্টিওম্যালেসিয়া ও রিকেট প্রতিরোধে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৪) নিচের প্রশ্নটির উত্তর দাও
ভাজক কলার কাজ উল্লেখ করো । প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের তিনটি পার্থক্য লেখ।
উঃ ভাজক কলার কাজ গুলি হল---
ক) এই কলার কোষ গুলি ক্রমাগত মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে কোষের সংখ্যা বৃদ্ধি করে ও উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটায় ।
খ) ভাজক কলা উদ্ভিদ দেহে নতুন সৃষ্টির সূত্রপাত ঘটায়
গ) ভাজক কলার কোষ থেকে স্থায়ী কলার উৎপত্তি ঘটে।
প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের তিনটি পার্থক্য হল---
ক) কোষ প্রাচীর
প্রোক্যারিওটিক কোষ প্রাচীরের মূল উপাদান হলো মিউকোপেপটাইড এবং ইউক্যারিওটিক কোষের কোষপ্রাচীরের মূল উপাদান সেলুলোজ ।
খ) নিউক্লিয়াস
প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয় পর্দা নিউক্লিওলাস এবং নিউক্লিয় জালক বিহীন নিউক্লিয়াস থাকে কিন্তু ইউক্যারিওটিক কোষের নিউক্লিয় পর্দা নিউক্লিওলাস নিউক্লিয়াস এবং নিউক্লিয় জালক নিয়ে নিউক্লিয়াস নিয়ে গঠিত।
গ) প্রোক্যারিওটিক কোষের কোষ বিভাজন অ্যামাইটোসিস পদ্ধতিতে ঘটে কিন্তু ইউক্যারিওটিক কোষের কোষ বিভাজনের মাইটোসিস এবং মিয়োসিস পদ্ধতিতে ঘটে।
।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.